নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পেশাদার লেখক, সাংবাদিক ও সম্পাদক। প্রকাশিত বইয়ের সংখ্যা ছাব্বিশটি। প্রকাশিত লেখা অসংখ্য।

লোকমান আহম্মদ আপন

আমি একজন পেশাদার লেখক ও সাংবাদিক। লেখালেখি করছি তিনদশকের অধিক কাল থেকে। লেখালেখি, সম্পাদনা ও সাংবাদিকতার সাথে জড়িত আছি। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬। প্রকাশিত লেখা অসংখ্য।

লোকমান আহম্মদ আপন › বিস্তারিত পোস্টঃ

একটি মানুষ চাই ৥৥ লোকমান আহম্মদ আপন

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

একটি মানুষ চাই আমাদের, একটি মানুষ চাই
দেশপ্রেমটাই মূখ্য যে তার অন্য মোহ নাই।
সম্মানটাই মূখ্য যে তার সম্পদটা নয়
চামচা কি বা সিন্ডিকেটে থাকবে না তার ভয়।
দেশের স্বার্থ দেখবে আগে দলেরটাকে পরে
পার যেনো কেউ পায়না কোন দেশের ক্ষতি করে।
দেশপ্রেমহীন কাউকে সে তার রাখবে না তো সাথে
দল ছোট হোক, দেশের অনেক ভালো হবে তাতে।

একটি মানুষ চাই, আমাদের একটি মানুষ চাই
অন্য দেশে তার ফ্যামিলির একটি মানুষ নাই।
দেশের সকল মানুষই তার ফ্যামিলি মেম্বার
দেশের কোন কষ্ট হলে কষ্ট হবে তার।
আমজনতার মতো সেও করবে জীবন যাপন
মন্দ সকল পর হবে তার, ভালো হবে আপন।

একটি মানুষ চাই, আমাদের একটি মানুষ চাই
সবাই যেনো ভালো পথের নির্দেশনা পাই।
আইন প্রয়োগে সবাই সমান বিচার হবে দ্রুত
ক্রাইম করেও মাফ পাবে কোন শালার পুতও।

এমন যদি হয়
কোনভাবেই আটাকবে না স্বাধীন দেশের জয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৬

স্রাঞ্জি সে বলেছেন: বাহ! চমৎকার কাব্য।

২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৯

তারেক ফাহিম বলেছেন: কল্পনা দেখেন, দেখততো সমস্যা নাই।

আমিও দেখি।

৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.