![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অনেক হাসি। আমার বই পড়তে, কবিতা পড়তে, আড্ডা দিতে, গান শুনতে, সিনেমা দেখতে, ঝগড়া করতে, তর্ক করতে, পরচর্চা করতে, কুটনামী করতে, ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। [email protected]
আর পারি না আর পারি না আমার ভীষণ ক্লান্ত লাগে
আর জমেনা আর জমেনা রঙীন স্বপ্ন মনের তলায়
যা আছে আর যা কিছু নেই যাচ্ছে ধুয়ে বৃষ্টি ধারায়
আর পারি না আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায়।
তোমার তুমি তোমাতে নেই, আমার আমি হচ্ছে বিলীন
নষ্ট হচ্ছি কষ্ট পাচ্ছি, জমছে ধুলো ভালোবাসায় ।
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে, বৃষ্টি আমার চোখের পাতায়
আর পারি না আর পারি না, আমার ক্লান্তি আমায় কাঁদায়।
অতীত এবার বিদায় জানায়, জল টলমল বর্তমান আর
আগামীকে দেখছি এবার ঘনিয়ে আসা সন্ধ্যাবেলায়।
যাচ্ছে ধুয়ে সব কথা সুর সব ঝংকার গানের খাতায়,
আর পারি না আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায়।
রাত্রি নামে নিরেট নিকষ, ধুসর স্মৃতি ক্লান্ত বিবশ
ঘুমায় আকাশ, তুমি ঘুমাও, বৃষ্টি পালায়, ঝড় থেমে যায়।
শিউলি ফুলের সুবাস মেখে আমার এ রাত বয়ে যায়।
আর পারি না আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায়।
কথা: লুনা রুশদী, 200
0 সুর: সুমন (অর্থহীন)
এ্যালবাম: বিবর্তন, অর্থহীন
২| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:০১
লুনা রুশদী বলেছেন: থ্যাঙ্কস মলি। সুমন ভাই খুব ভালো সুর দিয়েছে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:০১
জাকির বলেছেন: লুনা ঃ গানের কথায় একটি ভূল আছে বলুনতো ভূলটি কি ?
৪| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:০১
লুনা রুশদী বলেছেন: আপনি কি সেকেন্ড প্যারাগ্রাফের প্রথম লাইনের কথা বলছেন? - আমার আমি হচ্ছে বিলীন? ওইটা ইচ্ছা করেই থার্ড পারসনে রাখা। আমার 'আমি' কে আলাদা একটা সত্তা হিসাবে দেখানোর জন্য
৫| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:০১
হাসিন বলেছেন: সুমন হচ্ছে আমার ফেভারিট সিঙ্গার, অর্থহীনের বেশিরভাগ গান খুবই চমৎকার।
৬| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:০১
লুনা রুশদী বলেছেন: সুমন ভাইয়ের গান আমারও খুব ভালো লাগে। অর্থহীনের গীটারের কাজ দারুণ ভালো হয়। আমি এই লিরিকটা লেখার পর আমার এক বন্ধু চেষ্টা করেছিল সুর দিতে। কিন্তু কিছুতেই হচ্ছিলনা। সুমন ভাই এমন সুর দিল যে গান শুনে আমিই তাজ্জব হয়ে গেলাম!
৭| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:০১
অতিথি বলেছেন: আমার বলার কিছু নাই।এই
৮| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:০১
হাসিন বলেছেন: মাই গড!! আমি এতক্ষনে বুঝলাম যে লিরিক আপনার লেখা। আমি সারপ্রাইজড। সত্যিই দারুন।
৯| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:০১
অতিথি বলেছেন: আমি বল
১০| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:০১
অতিথি বলেছেন: ভাল না! ভাল না!!
১১| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৯:০১
কামাল বলেছেন: গানটা শুনিনি কখনো। লিরিকটা সত্যিই অসাধারণ।
১২| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ১০:০১
শাহানা বলেছেন: গানের প্রশংসা সবাই তো করছেই, আমি আর নতুন করে না বলি। শুধু একটা কথা আমার মনে হচছে বিড়ালের ছবির উপর কপিরাইট করতে পারলে খারাপ হতো না। কিছু মনে করবেননা, এমনি ফাজলামো করলাম।
১৩| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ১১:০১
অতিথি বলেছেন: লুনা আফা সিরিয়াস কথা যদি আপনের সন্ধানে না সুর করা কোন গানের কথা থাকে একটু আওয়াজ দিয়েন।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০০৬ দুপুর ২:০১
সনজয় বলেছেন: কমেন্ট সহ্য হয় না তো লেখেন কেন? অন্যের ব্লগে তো দেখি আজাইরা কমেন্ট করেন।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৪:০১
muhib বলেছেন: আমি ঠিক এই ধরণের ই একটা কবিতা পড়েছি। ওটা কি আপনার লিখা ছিল। ঠিক মনে করতে পারছিনা।জানালে খুশি হব।গানটা দারুন।
১৬| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৭:০১
লুনা রুশদী বলেছেন: হাসিন: থ্যাঙ্কস ভাইজান! আমি মহা খুশী।
সঞ্জয়: আপনার মন্তব্যের উত্তরে লুনা রুশদী নাম নিয়ে আরেকজন মন্তব্য করেছিল। আমি তখন ঘুমাচ্ছিলাম। কোন কমেন্টই আমার অসহ্য হয় না ভাই, আর ওই মন্তব্যে ছিল 'বিষয় নিয়ে কথা বলুন" অথবা এইরকম কিছু, আমার কাছে কোন এইরকম 'নির্দিষ্ট' বিষয় বলে কিছু নাই। দেখেন না মঈনের ব্লগে ইংরেজী নিয়ে লিখে বকা খাইলাম? হাসিন, প্লিজ একটু দেখেন যাতে রেজিস্টার্ড নাম নিয়ে অন্য কেউ মন্তব্য করতে না পারে।
শাহানা: বিড়ালের ছবি দেয়ার সময় আপনার কথা ভাবছিলাম। কিন্তু এই বিড়ালটা একদম আমার বিড়ালের মত দেখতে। আর দেখে মনে হচ্ছিল খুব ক্লান্ত... তাই...
তেলাপোকা: একি কথা শুনি আজ মন্থরার মুখে! আপনি কি আমার লেখার প্রশংসা করলেন?? হায় হায়!
বলেছেন: আপনি যদি অনলাইন ম্যাগাজিন 'পরবাসে' পড়ে থাকেন, তাহলে আমার লেখা। তবে ওইটা ছড়া হিসাবে লেখা হয়েছিল, গানের সময় খানিকটা অদলবদল করা হয়েছে।
১৭| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৭:০১
অতিথি বলেছেন: হাসিন ভাইজান হবেনা। হাসিন আপনার চেয়ে ছোট তাকে হাসিন কিংবা হাসিন বাবু বলতে পারেন।
১৮| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৭:০১
ভূত বলেছেন: এই গান আপনার লেখা!!! লুনা রুশদী ... বলতে বাধ্য হচ্ছি আপনি দারুন লেখেন। কিপ আপ দ্যা গুড ওয়ার্ক।
১৯| ২৩ শে জানুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৭:০১
লুনা রুশদী বলেছেন: ছাগল, হাসিন আমার চেয়ে ছোট আমি জানি। ভাইজান বলেছি কারণ এই ব্লগের ব্যাপারে হাসিন আমার চেয়ে পাওয়ারফুল, ওইটা মজা করে বলা।
শেষ পর্যন্ত ভূতেও আমাকে ভালো বলেছে! আমি কি বেঁচে আছি নাকি....
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০২
অতিথি বলেছেন: লুনা ফাটটাফাটিট গান রে, কঠিন গান। ডোসটো চালাইয়া যা।
২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৭:০২
লুনা রুশদী বলেছেন: অ্যানোনিমাস, আপনি কোন দোস্ত? বুঝলাম না!
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৮:০২
অতিথি বলেছেন: মন্তব্য করলে নিজের নাম জুড়ে দেয়া যায়, এ কারনে কি-বোর্ডটিপে টিপে কয়েকটা শব্দ।লেখা নিয়ে মন্তব্য সংবিধান বিরোধী।কা তব কান্তা।লিখলে কর দিতে হয় না,মন্দ কি!
২৩| ০৬ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
অরূপ বলেছেন: আমার একটা খুব প্রিয় গানের একটা এটা..
২৪| ০৬ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
অতিথি বলেছেন: জল পড়ে, পাতা নড়ে ।
আপনার লেখা থেকে আপনাকে চেনার চেষ্টা করছি । লেখাটা আসাধারন । আর আপনি ??? লুনা রুশদী । তাই তো ?
২৫| ০৬ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
অতিথি বলেছেন: শাহানার বিড়ালে বিড়ালময়, আর কত বিড়াল ? অন্য কিছু নাই ? তবে রুশদীর লেখাটি ভালো।
২৬| ০২ রা মার্চ, ২০০৯ রাত ১১:০৮
শব্দ স্বনন বলেছেন: "শিউলি ফুলের সুবাস মেখে আমার এ রাত বয়ে যায়।"...একটা মাত্রা কম পড়ল না?
সুর শুনি নি, কথাটা খুব ভালো লাগলো!
০৩ রা মার্চ, ২০০৯ রাত ৩:২৯
লুনা রুশদী বলেছেন: মনে হয় মাত্রা কম আছে। আসলে আমি প্রথম যেটা লিখেছিলাম, ওইটা অন্যরকম ছিল আরেকটু। কিন্তু গানের সুরের সাথে মেলানোর জন্য পরে একটু কাটছাঁট করা হয়েছে। এটা অর্থহীন নামের একটা ব্যান্ডের গান। এ্যালবামের নাম - বিবর্তন।
২৭| ০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:৫৪
ফটিক চাঁদ বলেছেন: অদ্ভুত, এক কথায় অদ্ভুত সুন্দর !!
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:০১
মলি বলেছেন: আরে এই গানতো আমার খুব পছন্দের।