নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুত্‌ফুল আনাম

লুত্‌ফুল আনাম

লুত্‌ফুল আনাম › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ পালন

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬

পহেলা বৈশাখ পালন এখন থার্টি ফার্স্ট নাইট পালনের বাড়াবাড়িকেও ছাড়িয়ে গেছে ৷ অথচ অল্প কিছুদিন আগেও এসবের কিছুই ছিল না ৷

আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন পহেলা বৈশাখের মূল বিষয় ছিল হালখাতা ৷ এই দিনে দোকানদার, ব্যবসায়ীরা তাদের ব্যবসার হিসাব নুতন করে শুরু করতেন ৷ যে সব খরিদ্দার এ দিন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসতেন তাদেরকে মিষ্টি খাওয়ান হত ৷ সব হাট, বাজার, গঞ্জে তাই একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হত ৷ আজ যেভাবে পহেলা বৈশাখ পালন করা হচ্ছে যুগ যুগ ধরে নাকি বাংলাদেশের মানুষ এ ভাবে তা পালন করে আসছে ৷ এটা নাকি বাঙালি সংস্কৃতি ৷ এটা সম্পূর্ণ মিথ্যা কথা ৷

এখন দেখা যাক হাজার বছরের সেরা বাংঙালি কখনও এভাবে পহেলা বৈশাখ পালন করেছেন কিনা ? কেউ প্রমান করতে পারবে না জনাব শেখ মুজিবুর রহমান বা তাঁর পরিবারের কোন সদস্য তাঁর জীবদ্দশায় এভাবে পহেলা বৈশাখ পালন করেছেন । হাজার বছরের সেরা বাংঙালি যা পালন করেন নি তা বাংঙালি সংস্কৃতি হয় কি করে ? এটা অসৎ উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে আরোপিত এক সংস্কৃতি যা এদেশের মাটি ও মানুষের কাছে অপরিচিত ৷

এ দেশের শতকরা বিরানব্বই ভাগ মানুষ মুসলমান । সব মুসলমান জানেন যে ইসলাম যে কোনো ধরনের অশালীন কার্যকলাপ এবং অশ্লীলতাকে অনুমোদন করে না । সুরা নুরের ১৯ নম্বর আয়াতে আল্লাহ্ সতর্ক করেছেন এ ভাবে :

'যাহারা মু'মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাহাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি এবং আল্লাহ জানেন, তোমরা জান না৷'

এ ভাবে বৈশাখ পালন আমাদের কতটা নিচে নামিয়েছে তার প্রমান গতবারের ঘটনা ৷ কি ভাবে শত শত পুলিশ ও হাজার হাজার মানুষের সামনে কিছু দুর্বৃত্ত অতি পরিকল্পিত ভাবে এমন নোংরা ঘটনা ঘটালো ? উপস্থিত জনতা ঠিক মত বাধা দিলে সারা জীবনের জন্য উচিৎ শিক্ষা দিয়ে দুর্বৃত্তদেরকে পুলিশের হাতে তুলে দিতে পারত ৷ কিন্তু খুব অল্পজনই বাধা দিয়েছে, বেশির ভাগ লোক উপভোগ করেছে অথবা ছবি তোলায় ব্যস্ত থেকেছে । দীর্ঘ এক বছরেও সেই দুর্বৃত্তগুলর যথাযথ শাস্তি হয়নি । সত্যিই, আমাদের কি চরম অধঃপতন !

আল্লাহ্ বিবেচনা করবেন না আমরা বাংঙালি , না আরবি, না মারাঠী, না ইংলিশ । আল্লাহ চান তাঁর বান্দারা সবাই আন্তসমর্পণকারী ( মুসলিম ) হয়ে যাক [ হে মু'মিনগণ ! তোমরা আল্লাহ্ কে যথার্থভাবে ভয় কর ( আল্লাহর অনুগত হইবে, অবাধ্য হইবে না , আল্লাহকে স্মরণ করিবে, ভুলিবে না, আল্লাহর কৃতজ্ঞ হইবে, কৃতঘ্ন হইবে না ) এবং তোমরা আন্তসমর্পনকারী ( মুসলিম ) না হইয়া কোন অবস্থায় মরিও না ৷ - সুরা ৩, আয়াত ১০২ ] l

আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করেন, সঠিক বুঝ দেন, হুজুগে না মেতে ভাল ও খারাপের মধ্যে পার্থক্য করার যোগ্যতা দেন ।






















মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩

হাফিজ বিন শামসী বলেছেন:
যুক্তিযুক্ত লেখা।

সহমত।

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০

মামুন তালুকদার বলেছেন: আমিন,,,

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

মামুন তালুকদার বলেছেন: মাতালেরা দুধ বিক্রি করে বিড়ি
খায় আর বাঙালীরা একমণ ধান
সমমান মূল্যর টাকায় এক প্লেট
পান্তা আর ঈলিশ খায় ।

এক মণ ধান ৮০০ টাকা = এক প্লেট পান্তা আর ইলিশ।।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩

মামুন তালুকদার বলেছেন: খুব ভাল পোষ্ট চালিয়ে যান সত্যে নিয়ে,,,পাশে আছি , ,,

৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাস্তব, এবং চমৎকার বলেছেন।, নববর্ষের শুভেচ্ছা জানবেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.