নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

মুক্তি

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮

অতীত নেই, ভবিষ্যৎ নেই
পূর্ব-পশ্চিম দিকও নেই।
ওপরে আকাশ নেই, নিচে মাটি নেই ।
বুম! সব উধাও। ফাঁকা। শূন্য।
পবিত্র মহাশূন্য!

আছে মুহূর্ত, অনন্ত মুহূর্ত।
আছে মুহূর্ত প্রেম, শর্তহীন অনন্ত প্রেম।

আমি নেই।
তুমি, সে কেউই নেই।
সূর্য নেই, চন্দ্র নেই।
মিল্কিওয়ে গ্যালাক্সিও নেই।

আছে সব, আছে সবাই।
সবই এক। একটাই বিন্দু।

শুরু নেই, শেষও নেই।
জন্ম নেই, তাই মরণের কথাও নেই,
বর্ণ, জাত, দেশও নেই।

অক্ষর, শব্দ, ভাষা নেই।
কথামালার ঝঙ্কার নেই।
আছে নীরবতা। মহা নীরবতা।

আহ! মুক্তি!

আমি ঈশ্বরের ছন্দে নেচে উঠি।
মুক্তির আনন্দে ধেই ধেই করে নাচি।
মহানৃত্য।

উদ্দ্যেশ্য নেই, গন্তব্যও নেই।
আছে পথ।
আমি পথ, আমিই পথিক।
পথে হাটি, পথেই হারাই।

তোমরা কেউ “মুহূর্ত সুধা” আমার মুখে ঢেলে দাও,
আমি আজ মুখের পথও হারিয়েছি।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

রুদ্র জাহেদ বলেছেন:
আমি ঈশ্বরের ছন্দে নেচে উঠি।
মুক্তির আনন্দে ধেই ধেই করে নাচি।
মহানৃত্য।
দারুণ কবিতা
+++

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ জনাব :)

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

নিউ সিস্টেম বলেছেন: ভালো একটি কাব্য লেখছেন !

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭

আরজু পনি বলেছেন:
কিছুই নেই...
সবই হয়তো মিথ্যে মরিচীকিা !
ভালো লাগলো।

এবং সেই সাথে

২ নং মন্তব্যকারীর নামও নেই ! :||

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

শরীফ আজাদ বলেছেন: নামের গুরুত্ব নেই। নাম হল ফিকশন।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

আমি মিন্টু বলেছেন: এতাই বুঝি নিয়তি আজ কাল নাম ছাড়াও কিছু করা যায় । :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

শরীফ আজাদ বলেছেন: নামের গুরুত্ব নেই। নাম হল ফিকশন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২

আমিনুর রহমান বলেছেন:


কিছুই নেই !
কবিতায় ভালো লাগা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

শরীফ আজাদ বলেছেন: আসলেই কিছু নেই। আছে শুধু জীবনের বহিঃপ্রকাশ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.