নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইন

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

লাল গোলাপ নয়, সিল্কি হৃদয় নয়।

আমি তোমায় একটি পেয়াজ দিব।
পেয়াজ!!!
হ্যাঁ, পেয়াজই।

পেয়াজ হল বাদামী কাগজে মোড়ানো একটি চাঁদ।
এটা প্রতিশ্রুতি দেয় আলোর,
ঠিক ভালবাসায় অতি সাবধানে কাপড় ছাড়ানোর মতই।
এর ঝাঁঝ প্রেমিকের মতই তোমাকে চোখের জলে
অন্ধ করে দেবে।
তোমার প্রতিচ্ছবিকে একটা কম্পমান
বিষাদময় ছবিতে রূপান্তরিত করবে।

আমি সত্যি বলছি।

সুন্দর কোন কার্ড অথবা কিসোগ্রাম নয়।
আমি তোমাকে পেয়াজটাই দিব।
এর প্রখর চুমু তোমার ঠোটে লেগে থাকবে,
আমাদের বিশ্বাস আর অধিকারের মতই,
ঠিক ততদিন, যতদিন আমরা জড়িয়ে রব।

নাও এটা।
তুমি চাইলেই পেয়াজের প্লাটিনাম লুপ
চুপসে গিয়ে বিয়ের আংটিতে রূপ নেবে।

মারাত্নক!
এর তীব্র গন্ধ লেগে থাকবে
তোমার হাতে,
তোমার ছুরিতে।

ভাবানুবাদ।
০১/২৭/২০১৬
মূলঃ ক্যারল এন ডাফি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

মানুষ বলেছেন: হ্যাঁ। পেঁয়াজের অনেক উপকারিতা।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ!

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

স্বস্তি২০১৩ বলেছেন: আনকমন এবং আশ্চর্য একটা উপহার। =p~

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

শরীফ আজাদ বলেছেন: আনকনবেনশনাল লাভ! :)

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

তার আর পর নেই… বলেছেন: ক্যারল এন ডাফি কে ?
আমি তো ভেবেছিলাম পেঁয়াজ শুধু রান্নায় ব্যবহার হয় ;)

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

শরীফ আজাদ বলেছেন: ডাফি একজন স্কটিশ কবি এবং নাট্যকার।

পেয়াজের আরও ব্যবহার আছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.