নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

অনুভূত অন্ত্যেষ্টিক্রিয়া

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

মরি তো প্রতিদিনই,
প্রতি মুহূর্তে।
আশা মরে, স্বপ্ন মরে,
মরণ নিজেও মরে।

সেদিনও মরেছিলাম।
মস্তিষ্কে অনুভুত হয়েছিল
একটি অন্ত্যেষ্টিক্রিয়া।

ছিল শোকার্তরা, দ্বিধান্বিত।
তাদের পদধ্বনি অবিরাম মাড়িয়ে যাচ্ছিল
অনুভূতি ছেদনের আগ পর্যন্ত।

যখন সবাই উপবিষ্ট
একটা অনুষ্ঠান, ড্রামের মত বেজে যাচ্ছিল
মন অসাড় হওয়ার আগ পর্যন্ত।

তারপর শুনতে পেলাম বাকশো উত্তলনের
কড়কড় শব্দ।
সেই একই বুট জুতা হেঁটে যাচ্ছিল আমার
আত্মার উপর।

তারপর সব ফাঁকা।

সবকটি স্বর্গ যেন একেকটি ঘণ্টা
আর আমি একটা বৃহৎ কান।
এবং শুরু হল আমার আর নিরবতার এক
অদ্ভুত দৌড়।
বিধ্বস্ত, নির্জন এইখানটা।

এরপর ভেঙ্গে গেল যুক্তির তক্তা,
পরে যাচ্ছিলাম নিচে,
আরও নিচে,
একটা নিমজ্জিত জগতে।

তারপর,
তারপর কিছু জানা নেই।

০৬/০২/২০১৬

এমিলি ডিকিনসন এর “আই ফেলট এ ফিউনারেল ইন মাই ব্রেইন” এর ছায়া অবলম্বনে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল কবিতা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.