নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিওঃ ডগটুথ (২০০৯)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১



মুভির নাম “কুত্তার দাঁত”। মুভির নামটা যেমন অদ্ভুত, মুভিটাও তেমনিভাবে অদ্ভুত। মুভির নাম কুত্তার দাঁত কেন হইল সেটা ভাববার বিষয়।মুভিতে একবার একটা কুত্তা দেখাইলেও মুল কাহিনীর সাথে সত্যিকারের কুত্তার দাঁতের কোন সম্পর্ক নাই। তবে “কুত্তার দাঁত” নামটা কাহিনীর উপর ভিত্তি কইরা একটা অর্থ বহন করে। অর্থটা মুভি দেইখা বুইঝা লওয়ার ভার আপনাদের উপর বর্তাইল। মুভিতে দেখানো হইছে পাহাড় ঘেরা আইসোলেটেড একটা গোছানো বাড়িতে দুই প্রাপ্তবয়স্ক মেয়ে, এক ছেলে ও স্ত্রী নিয়ে এক ভদ্রলোক বাস করে। অদ্ভুত ব্যাপার হইল বাড়ির কর্তা তার তিন ছেলে মেয়েকে জন্ম থাইকাই বাড়ির বেড়ার বাইরে যাইতে দেয়নাই। এমনকি বউরেও না, তবে সেটা কবে থেকে ঠিক ক্লিয়ার না। শুধু কর্তাই গাড়ি নিয়ে বাড়ির বাইরে যাইতে পারে। ফলে ছেলেমেয়ে গুলা নির্দিষ্ট শেখানো কিছু শব্দমালা আর জিনিস পত্রের নাম ছাড়া আর কিছুই জানেনা বা দেখেও নাই। বাড়ির বাইরে বলতে গেলে শুধু আকাশ আর মাঝে মাঝে আকাশ দিয়া একটা বিমান উইড়া যাইতে দেখে। তবে বিমানটারে ওরা ঠিক বিমান মনে করে না, কিন্তু কি মনে করে সেইটাও ক্লিয়ার না। হয়তো পাখি জাতীয় কিছু। কর্তা বাহির থেকে যেসব পণ্য কিনা আনে সেগুলার গায়ের লেবেল বাড়িতে ঢুকার আগেই তুইলা ফালায়। যাতে কোন রকমেই ছেলে মেয়েরা বাইরের জগতের আইডিয়া না পায়। এইরকম আরও অনেক উদ্ভট ঘটনা নিয়া পুরা মুভি।

মুভিটা সম্পূর্ণ আনকনভেনসনাল। ভিন্ন ধাঁচের। কাহিনী অরিজিনাল। দেখার সময় আপাতদৃষ্টিতে পয়েনটলেস মনে হইলেও, আসলে গভীর। সিনেমাটোগ্রাফি ইউনিক। কাহিনীতে স্যাটায়ার করা হইছে মধ্যবিত্ত মেকানিক মিজারেবল জীবনকে। মুভিতে বাড়িটির দৃশ্যমান বেড়া সিম্বলাইজ করে আমাদের জীবনে সমাজের দিয়া দেওয়া অদৃশ্য বেড়াকে। যারা মাসালা টাইপ মুভি দেখে অভ্যস্ত তারা এই মুভি দেখতে না বসাই উত্তম। কারন অনেকেই মুভির স্যাটায়ারটা না ধরতে পাইরা আইএমডিবিতে পরিচালকের/মুভির গোষ্ঠী উদ্ধার কইরা ফালাইছে। তবে যারা অদ্ভুত, ব্যাতিক্রম ও অরিজিনাল কাহিনী দেখতে ভালোবাসেন, চিন্তার খোরাক চান। তাদের জন্য এই মুভি সুখাদ্য।

আমার রেটিং ৭.৫

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

গ্রিন জোন বলেছেন: জেনে মুভিটা দেখতে ইচ্ছে করছে। যারা মাসালা টাইপ মুভি দেখে অভ্যস্ত তারা এই মুভি দেখতে না বসাই উত্তম- ভাল লেগেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

শরীফ আজাদ বলেছেন: দেইখা ফালান। শুভ কামনা রইল :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

পাল অনিক বলেছেন: কালকেই দেখবো ৷ বাস্তবতা ওরফে অরিজিনাল মুভির সন্ধানের জন্য ধন্যযোগ ৷

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

শরীফ আজাদ বলেছেন: দেইখা ফালান। মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: রিভিউ পড়েই দেখার সাধ মিটে গেল!
মাসালাদার মুভিই দেখি! আমি অনেকটা কবিগানের শ্রোতাদের মতই, চণ্ডাল, শুধুই বিনোদন চাই!
পোস্টে প্লাস

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

শরীফ আজাদ বলেছেন: যাইহোক তাইলে দেখার দরকার নাই। সব মুভি দেখতে হবে এমন কোন কথা নাই। ধন্যবাদ জাইনেন :)

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

মাহমুদুল তুষার বলেছেন: ইচ্ছা রইল।ভাই,আপনি কি দ্যা ট্রুম্যান শো মুভিটা দেখেছেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

শরীফ আজাদ বলেছেন: জী ভাই দেখছি। অসাধারন মুভি। আবারো দেখার আশা রাখি। ধন্যবাদ :)

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

জসিম বলেছেন: দেখা শুরু করেছিলাম, কিন্তু কিছু দূর যাবার পর বাদ দিয়েছি. আমি হয়তো মাসালাদার দলে!


ধন্যবাদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

শরীফ আজাদ বলেছেন: এমনটা হইতেই পারে। আমিও কত মুভি দেখতে গিয়া কিছুক্ষণ পর ইস্তফা দিছি। ধন্যবাদ :)

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

আমি তুমি আমরা বলেছেন: কুন দেশী চলচ্চিত্র এইডা?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

শরীফ আজাদ বলেছেন: বিদেশী।



গ্রীস।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: এইটা দেখসিলাম বছর চারেক আগে। গভীরভাবে ভাবার অনেক কিছুই আছে। আপনার সাথে আমার চয়েজ দেখি খুব মিলে!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

শরীফ আজাদ বলেছেন: হ্যান্ডসেক :)

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: এই লিস্টের কয়টা দেখসেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

শরীফ আজাদ বলেছেন: খালি Incendies, A Serbian Film দেখছি। ধন্যবাদ ভাই। বাকি গুলা দেখুম।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

রুদ্র জাহেদ বলেছেন: দেখন লাগব ;) রিভিউ পড়ে লোভ হইতাছে।এরকম ভিন্ন ধাঁচের মুভিগুলাতে মজা বেশিই পাই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

শরীফ আজাদ বলেছেন: দেখি পালান। :)

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

মিতু রহমান বলেছেন: সিনেমার কাহিনীটা অদ্ভুত। শুনে দেখার ইচ্ছে হচ্ছে। গতবছর একটা অনলাইন পত্রিকার কল্যাণে একটা নিউজ পড়েছিলাম। আমেরিকার একটা ঘটনা। তারা সাত ভাই বোন সম্ভবত। যাদের জীবন একটা বাড়িতেই কেটে যাচ্ছে এবং যারা বাইরে যায় না। হুবুহু মনে নাই তাদের সম্পর্কে আরও কিছু তথ্য দেয়া ছিল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

শরীফ আজাদ বলেছেন: দেখে ফেলেন। ভালো লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.