![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
১
হে বসন্ত!
তোমার ঐ শিশিরসিক্ত কেশ!
তুমি সকালের পরিষ্কার জানালা দিয়ে
চোখ ফেলো নিচে, এখানে।
তোমার ঐশ্বরিক চোখ ঘুরাও
আমাদের পশ্চিম দ্বীপটায়,
যেখানে পুরো গানের দল তোমাকে
উৎযাপনের তরে ছোটে, হে বসন্ত!
২
পাহাড় গুলো কথা বলে
একে অন্যের সাথে।
উপত্যকারা কান পেতে শুনে।
আমাদের আকাঙ্খায় ভঁরা চোখগুলো
তাকিয়ে থাকে তোমার উজ্জ্বল
প্যভিলিয়নের দিকেঃ সামনে এসো
এবং তোমার পবিত্র পদচিহ্ন ফেলো
আমাদের এই জলবায়ুতে।
৩
এসো আমাদের পুবের পাহাড়ে,
আমাদের বাতাসকে চুমু খেতে দাও
তোমার সুগন্ধি পোশাকে।
তোমার সকাল আর সন্ধ্যায় ফেলা নিঃশ্বাসের
স্বাদ নিতে দাও আমাদের।
তোমার মুক্তো ছড়িয়ে দাও
আমাদের এই প্রণয় পীড়িত ভূমির উপর,
এ ভূমি যে তোমার লাগিই কাঁদে।
৪
তাকে সামনে ঠেলে দাও তোমার ঐ সুশ্রী আঙুলের ছোঁয়ায়,
তোমার নরম চুমু গুলো ঢেলে দাও তার বক্ষে,
পরিয়ে দাও তোমার সোনালী মুকুট তার মাথায়,
তার বিনয়ী কেশ তো তোমার জন্যই বাঁধা।
অনুবাদ
১৪/০২/২০১৬
মূলঃ টু স্প্রিং— উইলিয়াম ব্লেইক
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ। বাসন্তী শুভেচ্ছা
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
অগ্নি কল্লোল বলেছেন: তোমার নরম চুমু গুলো ঢেলে দাও তার বক্ষে।
৩ টা তেই A+
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল বসন্তের।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর।
শুভ নববসন্ত
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ। বাসন্তী শুভেচ্ছা
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
তোমাকে উৎযাপনের তরে ছুটে-ছোটে হবে নাকি?
শুভকামনা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
শরীফ আজাদ বলেছেন: অভ্রতে টাইপ করতে গিয়ে কনফিউজড হয়ে যাই। ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন: মিষ্টি মিষ্টি লাগল।
++