![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
দেখো মশাটা, দেখো দেখো,
কত ক্ষুদ্র যাকে তুমি অবজ্ঞা কর ঠিক আমার মতই;
সে প্রথম চুষে নিল আমার শরীরের রক্ত, এখন তোমার,
এবং এই মশাতেই এখন রক্ত মিশেছে দু’জনার, তুমি আমি,
রক্তে রক্তে একাকার!
তুমি জানো, যা ঘটে গেলো তা মুখে বলা যায় না,
এটা কোন পাপ, লজ্জা বা সতীত্ব হারানো নয়;
তবুও সে উপভোগ করছে পাণি প্রার্থনার আগেই,
আর হায়! সে উপভোগ করছে আমাদের চেয়ে ঢের বেশীই।
দাড়াও, মেরো না! একটা মশাতে তিনটে জীবন,
যেখানে রক্তে রক্তে মিশে আছি তুমি আমি, বিবাহিতের চেয়েও বেশী,
মশাটা তুমি, আমি এবং সে নিজে,
মশাটাই আমাদের বাসর শয্যা, আমাদের বিবাহ মন্দির,
যদিও পিতা-মাতার অমত, তবুও আমাদের বিয়েটা হয়েই গেছে
এই জীবন্ত দেয়াল ঘেরা মন্দিরে।
আমায় এখন তুমি মেরে ফেলতে চাইতেই পার,
কিন্তু পবিত্র মশাটাকে মেরে আত্মহত্যা করোনা,
পাপী হইয়ো না তিন তিনটে খুনের!
কি নিষ্ঠুর তুমি,
পারলে নিরীহের রক্তে নখ রাঙাতে?
তোমার এক ফোঁটা রক্ত নেয়া ছাড়া
আর কি পাপে পাপী ছিল সে?
তুমিই জিতলে, আমি না হয় হেরেই গেলাম,
সত্যি! কিন্তু জেনে রাখো ভয় কতটা অমূলক,
আমার দিকে ছুড়ে দেয়া প্রতিটা চিৎকারে তুমি ততটুকু সম্মান খোয়াবে,
মশাটার মৃত্যু ঠিক যতটুকু জীবন নিয়ে গেছে তোমার ভেতর থেকে।
অনুবাদ
২৩/০২/২০১৬
মুলঃ দ্যা ফ্লি-জন ডান
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
অপূর্ব আফজাল বলেছেন: মাইন্ডব্লোয়িং অনুবাদ শরীফ আজাদ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ব আফজাল
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
তার আর পর নেই… বলেছেন: মজার
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
শরীফ আজাদ বলেছেন: রক্তে রক্তে রোমান্স
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
তার আর পর নেই… বলেছেন: হ্যাঁ, ছবিটা দেখতে গিয়ে একটা মুভির কথা মনে পড়ে গেল।
বোধ হয় নাম রোবট। মশা নিয়ে একটা অংশ ছিল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
শরীফ আজাদ বলেছেন:
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: মজার ভাল লাগলো। ধন্যবাদ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০১
শরীফ আজাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: মশায় রোমান্টিকতা- বেশ তো!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
হাসান মাহবুব বলেছেন: ভালৈসে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
শরীফ আজাদ বলেছেন: ধইন্যা
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
অনিকেত পাল বলেছেন: নতুন ধরনের চিন্তাভাবনা। মজা পাইলামপাইলাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
শাহাদাত হোসেন বলেছেন: মশা কাব্য ভালো লাগলো