![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
বল “মৃত্যু” এবং পুরো ঘরখানা জমে যাবে—
এমনকি আসবাবপত্র গুলি নড়াচড়া বন্ধ করে দিবে,
এমনকি বাতি গুলিও।
যেন একটা কাঠবিড়ালি হঠাৎ তাঁর উপর নিবদ্ধ কোন দৃষ্টির অস্তিত্ব টের পেল।
বল “চলমান”,
সবকিছুই নড়েচড়ে উঠবে, ছুটবে সম্মুখ পানে,
তোমার জীবন পুরনো ফিল্মের অমসৃণ পৃষ্ঠতলকে
তুলে নিয়ে চলতে থাকবে।
এটা জপতে থাকো, মুখে ধরে রাখো মুহূর্তের পর মুহূর্ত,
দেখবে একটা নতুন অক্ষরে রূপ নিয়েছে।
একটা শপিং মল অনবরত ঘুরছে পোকাটির মরদেহ ঘিরে।
মৃত্যু রাক্ষুসে, গিলে খায় সকল জীবিতকে,
জীবন রাক্ষুসে, গিলে খায় সকল মৃতকে,
কোনটাই কখনও সন্তুষ্ট হয় না, তৃপ্তির ঢেঁকুর তোলে না,
না মৃত্যু, না জীবন।
এরা গিলে খায়, গিলে খায় পুরো পৃথিবীটাকে।
জীবনের থাবা মরণের থাবার মতই শক্তিশালী।
(কিন্তু সেই হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া প্রিয়তমা, ও কোথায়?)
তর্জমা
০৯/০৩/২০১৬
মূলঃ পয়েম উইথ টু এনডিংস— জেইন হারসফিল্ড
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬
শরীফ আজাদ বলেছেন: ব্লগে স্বাগতম। ভালো থাকবেন
২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০০
মো: ইমরান আল হাদী বলেছেন: জীবনের থাবা মরণের থাবার মতই শক্তিশালী।
আসলে সত্য,সুন্দর লিখেছেন।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০১
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪
প্রামানিক বলেছেন: দুই মাথাওয়ালা কবিতা দারুণ লাগল। ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৫
শরীফ আজাদ বলেছেন: স্বাগতম।
৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন: চমৎকার ! +।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৫| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জীবনের থাবা মরণের থাবার মতই শক্তিশালী।
চমৎকার লিখসেন।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৬| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
ছোটবে সম্মুখ পানে,
ছুটবে
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২২
শরীফ আজাদ বলেছেন: অনেক ধইন্যা ভাই
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৫
মোঃ কবির হোসেন বলেছেন: বাহ্ অনেক ভাল লাগলো কবিতাটি। ধন্যবাদ।