![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
আমার পেছনে — ডুব দেয় অনন্তকাল—
আমার সম্মুখে — অমরত্ব—
আর আমি — এ দুয়ের মধ্যিখানে—
মৃত্যু হল পুবাকাশের ধূসর প্রবাহমান বাতাস,
মিশে যায় ভোরের নরম আলোয়,
পশ্চিমে দিন শুরুর আগেই—
এটা রাজত্ব — অতপঃর — তাঁরা বলে—
নিখুঁত — বিরতিহীন রাজতন্ত্র—
যার রাজপুত্র — অমানবের ছেলে—
সে— তাঁর অন্তহীন বংশ পরম্পরা—
সে — বৈচিত্রপূর্ণ
অনুরূপ ঐশ্বরিকতায়—
এটা অলৌকিক আমার সামনে— অতঃপর—
এটা অলৌকিক আমার পেছনে— মাঝখানে—
একটা অর্ধ চন্দ্র দেখা যায় সমুদ্রে—
মধ্যরাতে তাঁর উত্তরে—
এবং মধ্যরাতে তাঁর দক্ষিণে—
এবং একটা তুখোড় ঝড় উঠে— আসমানে।
তর্জমা
০৮/০৩/২০১৬
মূলঃ বিহাইনড মি ডিপ্স ইটারনিটি—এমিলি ডিকিনসন
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১
শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনুপ্রেরণা পাই আপনাদের মন্তব্যে।
২| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। নতুন কী ছবি দেখলেন?
১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ। আপনার সাজেশনে “হ্যাপিনেস” দেখলাম, ভালো লাগছে। তাছাড়া দেখলাম “enter the void”। চাইলে এইটা দেখতে পারেন। অন্য রকম অভিজ্ঞতা হবে, যদি না দেখে থাকেন আর কি।
৩| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪
হাসান মাহবুব বলেছেন: গ্যাসপার নো'র সব মুভি আমার দেখা (রিসেন্টলি মুক্তি পাওয়া Love) বাদে। এন্টার দ্যা ভয়েড দারুণ লাগচিলো। তবে ইররিভারসিবল আর আই স্ট্যান্ড এ্যালোন এই দুইটা বেস্ট। শক ভ্যালু মারাত্মক রকম বেশি।
১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩
শরীফ আজাদ বলেছেন: ইররিভারসিবল ৩০ মিনিট দেখে আর আগাইতে পারিনাই। মাথায় খুব চাপ দিচ্ছিল। কিন্তু মুভিটা শেষ পর্যন্ত দেখার ইচ্ছাটা এখনো মরে নাই।
৪| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫
আহমেদ জী এস বলেছেন: শরীফ আজাদ ,
সামনে অমরত্ব আর পেছনে অনন্তকাল , মাঝখানে বয়ে চলা এমিলি ডিকিনসন এর " আমি"কে নিয়ে দারুন অনুবাদ । ছবিতেও তার ছায়া .............
১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩
শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৪
আলভী রহমান শোভন বলেছেন: এক কথায় অসাধারণ।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮
শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০
বিজন রয় বলেছেন: কি লেখা, কি ছবি!!
অসাম।
++++