![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
আমিই প্রথম ভালবেসেছি তোমায়ঃ কিন্তু তারপর তোমার প্রেম
টপকে দিয়ে আমারটা, গেয়ে উঠল এমন উচ্চসুরের গান
যে সুরে হারিয়ে গিয়েছিল আমার ঘুঘুর মিষ্টি কূজন।
কে কার কাছে বেশী ঋণী? আমার প্রেমটা ছিল দীর্ঘ,
আর তোমার এক মুহূর্তের প্রেম যেন আরও শক্তভাবে আঁকড়ে ধরেছিল আমায়;
আমি ভালবেসেছি, অস্পষ্ট চোখে দেখেছি তোমায়, তুমি বিশ্লেষণ করেছো আমার ব্যাকরণ
এবং ভালবেসেছ আমার ‘আমি’টাকে—
না, কোন মাপকাঠিই আমাদের প্রেমকে মাপতে পারেনা।
প্রকৃত প্রেম কোন ‘আমি’ আর ‘তুমি’ কে চিনেনা,
মুক্ত প্রেম আলাদা ‘আমি’ আর ‘তুমি’ কে নিয়ে সেরে উঠেছে;
প্রেমে একজনই দুজন আর দুজন হয় একজন।
বিশুদ্ধ প্রেম জানেনা ‘যেটা আমার সেটা তোমার নয়’
দুজনের শক্তি সমান, দৈর্ঘ্যও সমান।
ভালবাসায় দুইয়ে দুইয়ে হয় এক।
তর্জমা
০৩/১১/২০১৬
মূলঃ আই লাভড ইউ ফার্স্ট— ক্রিস্টিনা রসেটি
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:১০
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৭
শরীফ আজাদ বলেছেন: কিছু ভালো লাগা নিয়েও যান
৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: কে কার কাছে বেশী ঋণী?
উত্তর দেন তারাতাড়ি.......................
#অপেক্ষা
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩২
শরীফ আজাদ বলেছেন: উত্তর তো কবিতার শেষ লাইন গুলোতেই দেওয়া আছে। বুইজা নেন
৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩২
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার।ভালো লাগল খুব
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৩
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: সারা জীবন যোগ বিয়োগ করতে করতে কখন যে শূন্য হয়ে গেছি বুঝতে পারিনি।
অংকে কাচাঁ ........... ব্যখ্যা সহ দিবেন।
#অপেক্ষা.......
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪২
শরীফ আজাদ বলেছেন: হা হা হা। কবিতায় কবি এমন কিছু প্রশ্ন করে যার উত্তর সে কারো কাছে আশা করেনা, নিজেই দিয়ে দেয়। মানে উত্তর জেনেও নেকা সেজে প্রশ্ন করে আর কি, যেমন আপনি এই কবিতার ব্যাখ্যা বুঝেও না বুঝার ভান করে জানতে চাইছেন।
৬| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: বস মাইন্ড করলেন বুঝি?
আমার ব্লগে একটু দাওয়াত রইল। আজকে একটা পোষ্ট শিরোনামহীন................
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫১
শরীফ আজাদ বলেছেন: আরে না! মাইন্ড করার কি আছে। আপনার মন্তব্যে ভালো লাগলো। সময় করে ঘুরে আসবো আপনার ব্লগে। শুভ রাত্রি।
৭| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুনতো !! ভাললাগা রেখে গেলাম কবিতায়
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।
৮| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪১
তানজির খান বলেছেন: বেশ লাগলো
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ তানজির ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৭
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার হয়েছে।