![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
কারণ আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি—
সে নিজেই অনুগ্রহ করে দাঁড়িয়েছিল আমার জন্যে—
ক্যারিজটা শুধু আমাদেরকেই বহন করছিল—
আর সাথে অমরত্ব।
আমরা ধীরে এগুতে লাগলাম — তাঁর কোন তাড়া ছিলনা
এবং আমি ছেড়ে দিলাম
আমার সকল শ্রম, ব্যস্ততা আর অবসরটুকুও,
তাঁর সৌজন্যে।
আমরা স্কুলটা অতিক্রম করলাম, যেখানে শিশুরা
খেলছিল — বলয়টাতে —
আমরা অতিক্রম করলাম পলকহীন চেয়ে থাকা
শস্যের মাঠগুলোকে —
আমরা অতিক্রম করলাম অস্তমিত সূর্যটাকে —
অথবা বরং — সেই আমাদেরকে অতিক্রম করল —
শিশির গুলি কনকনে ঠাণ্ডায় কাঁপুনি ধরিয়ে দিয়েছিল,
মিহি সুতোয় বোনা —আমার গাউন—
আমার উত্তরীয় — শুধুই সূক্ষ্ম রেশম—
আমরা একটা বাড়ির সামনে গিয়ে থামলাম
যেটাকে মনে হচ্ছিল যেন মাটির স্ফীত একটা অংশ —
বাড়ির ছাদটা অস্পষ্ট দেখা যাচ্ছিল —
কার্নিশটা — মাটিতে —
তারপর থেকে — পেড়িয়ে গেছে শতাব্দী — তবুও
মনে হচ্ছিল সময়টা একটা দিনের চেয়েও ছোট
আমি প্রথমেই অনুমান করলাম
ঘোড়ার মাথা গুলো ছুটছে অনন্তকালের দিকে —
তর্জমা
১৪/০৩/২০১৬
মূলঃ বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ — এমিলি ডিকিনসন
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪১
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ। আমি শুধু তর্জমা করেছি। লিখেছে এমিলি ডিকিনসন।
২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩
তানজির খান বলেছেন: তর্জমাটা দারুণ। আসলে কবিতার গাঢ় সেন্স না থাকলে তর্জমা হয় না। শুভকামনা রইল
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪
শরীফ আজাদ বলেছেন: মন্তব্য ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ।
৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩
আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো ।
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।
৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: দারুন কবিতা। তর্জমাকারীকে ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭
শরীফ আজাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৭| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনুবাদ ভালো লেগেছে। আপনার বাছাইগুলো খুব ভালো হয়।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
শরীফ আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৮| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: কারন আমি মৃত্যুর জন্য দাড়াতে পারিনি—
সে নিজেই অনুগ্রহ করে দাঁড়িয়েছিল আমার জন্যে
সবার জন্য দাঁড়িয়ে আছে।
ভাল লাগা রেখে গেলাম।
ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪
শরীফ আজাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৯| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩২
নাজনীন পলি বলেছেন: দুর্দান্ত ..
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
১০| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতাটি।
কারন(ণ) আমি মৃত্যুর জন্য দাড়াতে (ঁ) পারিনি
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২০
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
১১| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৩
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
১২| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
পুলহ বলেছেন: প্রথম অংশটুকু খুবই চমৎকার! শেষের উপলব্ধিটুকু ভালোমত অনুভব করার জন্য আরো বার কয়েক কবিতাটাকে পড়তে হবে
ভালো থাকবেন এবং শুভকামনা জানবেন
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন
১৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০
সোজোন বাদিয়া বলেছেন: কী যে অইলো কিসুই বুঝতারলাম না। মাথার উপরে দিয়া গেল নাকি নিচে দিয়া তাও না। বাই ক্ষ্যামা কইরেন ।
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
শরীফ আজাদ বলেছেন: উপর দিয়া হোক আর নিচ দিয়া হোক, একদিকে গেলেই হইল
১৪| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
তামান্না তাবাসসুম বলেছেন: ভাললাগা রেখে গেলাম
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।
১৫| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
আমিই মিসির আলী বলেছেন: অসাধারণ।
মুগ্ধ হইলাম।
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
১৬| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
পথে-ঘাটে বলেছেন: রেখে গেলাম একরাশ মগ্ধতা।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
১৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪
মাহমুদ আল ইমরোজ বলেছেন: চমৎকার...
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৯
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।
১৮| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৭
ইয়েলো বলেছেন: দারুণ তর্জমা করেছেন।হ্যাং খায়া গেলাম পড়ে
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।
১৯| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৮
আলোরিকা বলেছেন: সুন্দর তর্জমা !
২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২২
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯
তানজির খান বলেছেন: একটি ভাল কবিতা দিয়ে সকাল শুরু হলো। দূর্দান্ত লিখেছেন কবি। ধন্যবাদ ও ভালবাসা রইল