নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

কারণ আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৯



কারণ আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি—
সে নিজেই অনুগ্রহ করে দাঁড়িয়েছিল আমার জন্যে—
ক্যারিজটা শুধু আমাদেরকেই বহন করছিল—
আর সাথে অমরত্ব।

আমরা ধীরে এগুতে লাগলাম — তাঁর কোন তাড়া ছিলনা
এবং আমি ছেড়ে দিলাম
আমার সকল শ্রম, ব্যস্ততা আর অবসরটুকুও,
তাঁর সৌজন্যে।

আমরা স্কুলটা অতিক্রম করলাম, যেখানে শিশুরা
খেলছিল — বলয়টাতে —
আমরা অতিক্রম করলাম পলকহীন চেয়ে থাকা
শস্যের মাঠগুলোকে —
আমরা অতিক্রম করলাম অস্তমিত সূর্যটাকে —

অথবা বরং — সেই আমাদেরকে অতিক্রম করল —
শিশির গুলি কনকনে ঠাণ্ডায় কাঁপুনি ধরিয়ে দিয়েছিল,
মিহি সুতোয় বোনা —আমার গাউন—
আমার উত্তরীয় — শুধুই সূক্ষ্ম রেশম—

আমরা একটা বাড়ির সামনে গিয়ে থামলাম
যেটাকে মনে হচ্ছিল যেন মাটির স্ফীত একটা অংশ —
বাড়ির ছাদটা অস্পষ্ট দেখা যাচ্ছিল —
কার্নিশটা — মাটিতে —

তারপর থেকে — পেড়িয়ে গেছে শতাব্দী — তবুও
মনে হচ্ছিল সময়টা একটা দিনের চেয়েও ছোট
আমি প্রথমেই অনুমান করলাম
ঘোড়ার মাথা গুলো ছুটছে অনন্তকালের দিকে —

তর্জমা
১৪/০৩/২০১৬
মূলঃ বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ — এমিলি ডিকিনসন

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

তানজির খান বলেছেন: একটি ভাল কবিতা দিয়ে সকাল শুরু হলো। দূর্দান্ত লিখেছেন কবি। ধন্যবাদ ও ভালবাসা রইল

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪১

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ। আমি শুধু তর্জমা করেছি। লিখেছে এমিলি ডিকিনসন।

২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কবিতা।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

তানজির খান বলেছেন: তর্জমাটা দারুণ। আসলে কবিতার গাঢ় সেন্স না থাকলে তর্জমা হয় না। শুভকামনা রইল

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

শরীফ আজাদ বলেছেন: মন্তব্য ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ।

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো ।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: দারুন কবিতা। তর্জমাকারীকে ধন্যবাদ

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭

শরীফ আজাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৬| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

৭| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অনুবাদ ভালো লেগেছে। আপনার বাছাইগুলো খুব ভালো হয়।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

শরীফ আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৮| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: কারন আমি মৃত্যুর জন্য দাড়াতে পারিনি—
সে নিজেই অনুগ্রহ করে দাঁড়িয়েছিল আমার জন্যে

সবার জন্য দাঁড়িয়ে আছে।
ভাল লাগা রেখে গেলাম।
ধন্যবাদ

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

শরীফ আজাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৯| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩২

নাজনীন পলি বলেছেন: দুর্দান্ত ..

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

১০| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতাটি।

কারন(ণ) আমি মৃত্যুর জন্য দাড়াতে (ঁ) পারিনি

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২০

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

১১| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

১২| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩

পুলহ বলেছেন: প্রথম অংশটুকু খুবই চমৎকার! শেষের উপলব্ধিটুকু ভালোমত অনুভব করার জন্য আরো বার কয়েক কবিতাটাকে পড়তে হবে :)
ভালো থাকবেন এবং শুভকামনা জানবেন :)

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন :)

১৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০

সোজোন বাদিয়া বলেছেন: কী যে অইলো কিসুই বুঝতারলাম না। মাথার উপরে দিয়া গেল নাকি নিচে দিয়া তাও না। বাই ক্ষ্যামা কইরেন :(

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

শরীফ আজাদ বলেছেন: উপর দিয়া হোক আর নিচ দিয়া হোক, একদিকে গেলেই হইল ;)

১৪| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

তামান্না তাবাসসুম বলেছেন: ভাললাগা রেখে গেলাম :)

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬

আমিই মিসির আলী বলেছেন: অসাধারণ।
মুগ্ধ হইলাম।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

১৬| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

পথে-ঘাটে বলেছেন: রেখে গেলাম একরাশ মগ্ধতা।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

১৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

মাহমুদ আল ইমরোজ বলেছেন: চমৎকার...

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।

১৮| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

ইয়েলো বলেছেন: দারুণ তর্জমা করেছেন।হ্যাং খায়া গেলাম পড়ে

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।

১৯| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৮

আলোরিকা বলেছেন: সুন্দর তর্জমা ! :)

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২২

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.