![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
ভালোবাসার আর কোন আকাঙ্ক্ষা নেই শুধু নিজেকে পূর্ণ করা ছাড়া
তবুও যদি তোমার ভালোবাসা হয় অভিলাষী,
তাঁকে অভিলাষীই হতে দাওঃ
সে দ্রবীভূত হয়ে বয়ে চলুক স্রোতস্বিনী ছোট নদীর মত
যার স্রোত মিষ্টি সুরে সঙ্গীত শোনায় রাত্রির নীরবতাকে।
তাঁকে বুঝতে দাও অতি ভঙ্গুরতার কি ব্যাথা!
তাঁকে আহত কর তোমার ভালোবাসার বোধশক্তির আঁচরে;
সে রক্তাক্ত হোক নিজের ইচ্ছায়, আনন্দে।
তাঁকে ভোরের আলোয় জেগে উঠতে দাও একটা পাখাওয়ালা হৃদপিণ্ড নিয়ে
এবং সে কৃতজ্ঞতায় নুয়ে পড়ুক ভালোবাসার আরেকটা দিনের জন্যে;
ক্লান্ত বিকেলে তাঁকে একটু বিশ্রাম নিতে দাও, তাঁকে ডুবে যেতে দাও ভালোবাসার ধ্যানে;
সে সন্ধ্যায় বাড়ি ফিরুক এক বুক কৃতজ্ঞতা নিয়ে,
তারপর ঘুমিয়ে পড়ুক একটা প্রার্থনা নিয়ে
যে প্রার্থনা শুধু তোমার হৃদয়ে বসতকারী প্রিয় মানুষটার জন্যে
যার প্রশংসায় তোমার ঠোঁটের ডগায় বেজে উঠে সুর।
তর্জমা
খণ্ডাংশ
২৯/০৩/২০১৬
মূলঃ অন লাভ -কাহলিল জিবরান
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৫
শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ। মৌলিক কবিতা তেমন একটা লিখিনা, সাহস পাইনা, তাই অন্যেরটা তর্জমা করি।
২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২
ফারিহা নোভা বলেছেন: সে সন্ধ্যায় বাড়ি ফিরুক এক বুক কৃতজ্ঞতা নিয়ে,
তারপর ঘুমিয়ে পড়ুক একটা প্রার্থনা নিয়ে
যে প্রার্থনা শুধু তোমার হৃদয়ে বসতকারী প্রিয় মানুষটার জন্যে
যার প্রশংসায় তোমার ঠোঁটের ডগায় বেজে উঠে সুর। অনেক ভাল লাগল।
৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৬
শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
আলোরিকা বলেছেন: কাহলিল জিবরানের লেখাগুলো আমার কাছে সব সময় প্রার্থনার মত মনে হয় ----- টুকরো টুকরো উপদেশ , জীবন দর্শন ! অনুবাদ চমৎকার , প্রাণবন্ত হয়েছে
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ। জিবরানের বই ‘দ্যা প্রফেট’ আমার অনেক প্রিয়। ইচ্ছে পুরো করে বইটাই অনুবাদ করে ফেলি, কিন্তু অনেক কঠিন কাজ!
৪| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১
হাসান মাহবুব বলেছেন: দারুণ।
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪১
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: অসাধারণ হয়েছে। আপনার মৌলিক কবিতা লিখবার হাতও নিশ্চয়ই ভালো।