![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
ফুল গুলো ঘোষণা দেয়, উপদেশ দেয়, যদি আমরা শুনিঃ
শিশির সিক্ত ভোরে গোলাপটা বলে উঠেঃ
আমিই সুন্দরতম;
অথচ আমার সবটুকু প্রাণবন্ততা
জন্ম নেয় একটা কাঁটার উপর।
শস্যের মধ্য থেকে পপি ফুলটা বলে উঠেঃ
দেখো আমার অত্যুজ্জ্বল লালবর্ণের মাথাটা, দৃশ্যমান
আর আমি পড়ে থাকি তাচ্ছিল্যে;
তথাপি আমার কৌতূহলী রঙ্গের কাপে
টলমল করে সূক্ষ্ম গুনে গুণান্বিত রস।
শাপলারা বলেঃ দেখো কি করে আমরা
বানী ছড়াই পবিত্রতার কোন শব্দ ছাড়াই।
নিজের পাতার ছায়ার আড়াল থেকে
বেগুনী ফুল গুলো ফিসফিসিয়ে বলেঃ
লোকজন আমাদের সৌরভ ছড়িয়ে দেয় বাতাসে
অথচ আমাদের দেয়া বিনয়ী শিক্ষায়
তাঁরা কোন কর্ণপাতই করে না।
শুধু ঐ সুন্দরতম ফুল গুলোই নয়ঃ
রাস্তার পাশে গজানো তুচ্ছ ঘাস,
ছত্রাক, শৈবাল আর শক্ত আগাছা,
সবাই বলে বেড়ায় তাঁর ভালোবাসার গল্প,
বলে বেড়ায় তাঁর কথা যে পাঠায় ভোরের শিশির কণা,
বৃষ্টি আর রোদের আলো,
যে আলোয় পরিপুষ্ট হয় একটা ক্ষুদ্র বীজ।
তর্জমা
০৩/০৪/২০১৬
মূলঃ কনসিডার দ্যা লিলিজ অফ দ্যা ফিল্ড— ক্রিস্টিনা রসেটি
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮
শরীফ আজাদ বলেছেন: জী ভাই। আমি নিজেই অনুবাদক। অন্যের অনুবাদ হলে তাঁর নাম উল্ল্যেখ করে দিতাম। আপনাকেও ধন্যবাদ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩
আলোরিকা বলেছেন:
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪
শরীফ আজাদ বলেছেন: সুন্দর
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আবারো দারুণ! ভালোলাগা রইলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪
বিজন রয় বলেছেন: আপনি নিজে কি অনুবাদক? তাহলে তো আপানকে অনেক ধন্যবাদ।
প্রিয় কবির সুন্দর কবিতাগুলো আপনার জন্য পড়তে পারছি।
ধন্যবাদ।