![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
শুধু ভালোবাসা ছাড়া তোমাকে ভালোবাসার আর কোন কারণ নেই;
আমি ধীরে এগিয়ে যাই তোমাকে ভালোবাসা থেকে ভালো না বাসার দিকে,
তোমার জন্যে প্রতীক্ষা করা থেকে প্রতীক্ষা না করার দিকে,
আমার হৃদপিণ্ডটা শীতল থেকে উত্তপ্ত হয়ে উঠে।
আমি তোমায় ভালোবাসি কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি;
তোমায় আমি ঘৃণা করি, তীব্র ভাবে, আর তোমার প্রতি এই ঘৃণাটা
মাথা নোয়ায় তোমার কাছেই, এবং তোমার প্রতি আমার ভালোবাসার এই পরিবর্তন
ফলাফল, আমি তোমাকে দেখতে পাই না কিন্তু ভালোবাসি অন্ধের মত।
হয়তো জানুয়ারির আলোটা
তাঁর ঘাতুক রশ্মি দিয়ে পুড়ে খাবে
আমার হৃদপিণ্ডটা, কেড়ে নিবে আমার প্রশান্তির চাবিটা।
গল্পের এই অংশটায় আমিই সেই জন যে
মরে যায়, একমাত্র আমিই, আমি মরব প্রেমের তরে কারণ আমি তোমায় ভালোবাসি,
ভালোবাসি তোমায়, প্রিয়া, ভালোবাসি আগুনে, ভালোবাসি রক্তে।
তর্জমা
০৮/০৪/২০১৬
মূলঃ আই ডু নট লাভ ইউ একসেপ্ট বিকজ আই লাভ ইউ— পাবলো নেরুদা
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
শরীফ আজাদ বলেছেন: শেয়ার করুন। পড়তে আগ্রহী আমি
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩
মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগেছে ।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০২
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: এই যে
আমি তোমাকে ভালোবাসি,
এছাড়া তোমাকে ভালোবাসবার অন্য অজুহাত নেই
ভালোবাসা থেকে ভালো না বাসার দিকে যাই আমি
যাই অপেক্ষা থেকে নির্লিপ্ততার দিকে
আমার হৃদয় শীতল থেকে উষ্ণ হয়ে ওঠে...
ভালোবাসি আমি তোমাকে,
কারণ একমাত্র তোমাকেই ভালোবাসতে জানি আমি
তীব্র ঘৃণা করি আমি তোমাকে, এবং ঘৃণা সহই অবনত হই
আর তোমার জন্য আমার এই অস্থির ভালোবাসার দান উলটে যায়
অদৃশ্য হয়ে যাও তুমি, তবে তোমার জন্য প্রেমটাও যে অন্ধ!
হয়তো গ্রীষ্মের নির্দয় রশ্মি আমার হৃদয় জ্বালিয়ে দেবে-
হাতিয়ে নিয়ে আমার অটল স্থিরতার চাবি...
গল্পের এ অংশে কেবল আমি মরে যাই, একমাত্র আমি
আর মরে যাবো ভালোবেসে, কারণ, আমি ভালোবাসি তোমাকে
কারণ, আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, আগুণ কিংবা রক্তে...
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬
শরীফ আজাদ বলেছেন: চমৎকার!
৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১
রাজসোহান বলেছেন: চমৎকার। এইভাবে ভালোবাসার কথা জানাতে পারা দারুণ একটা যোগ্যতা, শুভকামনা আপনাকে।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
তাঁর ঘাতুক রশ্মি- তার ঘাতক
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই। তবে এখানে ‘ঘাতুক’ ই হবে মনে হয়। ‘ঘাতক’ আর ‘ঘাতুক’ দুইটা কাছাকাছি অর্থের আলাদা শব্দ।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬
হাসান মাহবুব বলেছেন: ঘাতুক মানে কী?
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪
শরীফ আজাদ বলেছেন: ঘাতুক মানে নিষ্ঠুর, নির্মম। আর ঘাতক মানে খুনি। There is a difference between ‘cruel’ and ‘killer’. One could be cruel without killing or destroying anything. The term in this poem was ‘cruel’.
৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩
মুসাফির নামা বলেছেন: ভাল লাগল।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: শরীফ আজাদ ,
শুধু ভালোবাসা ছাড়া তোমাকে ভালোবাসার আর কোন কারণ নেই; এই লাইনটিতেই সব বলা হয়ে গেছে নেরুদার ।
অনুবাদ ভালো হয়েছে ।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
১০| ০২ রা মে, ২০১৬ রাত ৩:২৮
রিপি বলেছেন:
চমৎকার কবিতা। চমৎকার অনুবাদ।
০২ রা মে, ২০১৬ বিকাল ৫:১৫
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: নেরুদার আমারও কয়টা তর্জমা আছে। একদিন শেয়ার করা যেতে পারে, এটারও আছে। এবং আপনার তর্জমা যথারীতি অসাধারণ!