![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
চলো ডুব দেই নৈঃশব্দ্যে,
চুষে নেই স্থির মুহূর্তগুলো।
পৃথিবীর বুকে অন্তত একবার
সবকটি ভাষার গলা টিপে ধরে
চলো নীরব হই, একটু দাড়াই।
দেখো, মুহূর্তটা কেমন অচেনা হয়ে উঠবে,
কোন তাড়া নেই, ইঞ্জিনের শব্দ নেই,
একটা আকস্মিক বিস্ময়ে একত্রিত হবো সবাই
আমি, তুমি, সে।
তিমিদের গায়ে আঘাত করা
থামিয়ে দিবে শীতল সাগরের মাঝিরা,
লবণ জমানো সেই লোকটা থেমে গিয়ে
চোখ রাখবে তাঁর আহত হাতের উপর।
যারা প্রস্তুতি নিচ্ছিল যুদ্ধের,
বিষাক্ত গ্যাস, আর আগুনের যোগান দিচ্ছিল যারা,
আচমকা জিতে যাবে তাঁরা কোন মৃতপ্রায় উত্তরজীবী ছাড়াই।
পরিষ্কার জামা গায়ে জড়িয়ে
এরা হেঁটে বেড়াবে ভাইদের সাথে,
ছায়ার নিচে, চুপচাপ।
চলো লেনদেন সেরে ফেলি
মৃত্যুর সাথে।
চলো একবার — না করি কিছুই,
হয়তো এই বিশাল নীরবতা
ব্যঘাত ঘটাবে আমাদের বিষণ্ণতায়।
হয়তো পৃথিবী আমাদের শেখাবে—
যখন নৈঃশব্দ্যে থেমে যায় সবকিছু,
পর মুহূর্তেই জেগে উঠে জীবন।
অক্টোবর ২৫, ২০১৭, ঢাকা ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: রাজীব নুর কথায় - যখন কোনো কবিতা পড়ি, তখন আমার কবিতা লিখতে ইচ্ছা করে।
৩| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: যখন কোনো কবিতা পড়ি, তখন আমার কবিতা লিখতে ইচ্ছা করে।