![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
আমি বইসা থাকি
তুমি আসবা বইলা
কোন অপেক্ষা নাই এই বইসা থাকায়
এইটা কেবল বইসা থাকা
অপেক্ষাহীন
আসবা তুমি শব্দদের পিঠে চইড়া
একটা জুতার মত যার ভিতরে কোন পাও নাই,
একটা জুব্বার মত যার ভিতরে কোন শরীর নাই,
ঠকঠক করবা তুমি আমার দরজায়,
তোমার হাতের আংটিটা দিয়া, যার ভিতরে কোন পাথর নাই,
কোন আঙ্গুলও নাই।
আসবা তুমি
চিৎকার দিয়া উঠবা আমি দৃষ্টিগোচর হইলেই,
তোমার জিহ্বা নাই, গলাও নাই।
তথাপি আমি শুনতে পাব তোমার পদধ্বনি
দেখতে পাব তোমার পরিচ্ছেদ,
ঘরটা আমার ভইরা উঠবে
নীরবতার উদর থেকে বাহির হওয়া ফিসফিসানিতে।
তুমি আসবা বইলা
আমি বইসা থাকি
বইসা থাকি
অপেক্ষাহীনতায়।
।। ডিসেম্বর, ০৬, ২০১৭। ঢাকা ।।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: আহা! কত গভীর এ প্রত্যাশা।
সুখের প্রতিক্ষা
০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা ভালো হয়েছে+
০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১
শাহিন বিন রফিক বলেছেন: খুব ভাল কবিতা।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
সুমন কর বলেছেন: ভালো লাগল। +।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: বাহ !!