নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

আয়না চোর

১০ ই মে, ২০১৮ সকাল ১০:২৩



তোমার একটা আয়না আমি চুরি করেছি –
তুমি বলতে পারো, ‘চাইলেই পারতে, আমি দিয়ে দিতাম।’ কিন্তু না –
এই আয়নার সৃষ্টি হয়েছে শুধু চুরি হওয়ার জন্য। আমি বুঝে গেছি কালান্তরে
আমিই এটাকে চুরি করব বারবার।

আমি আয়না দেখি। সকাল, বিকাল, রাতে। আমার সবক’টা যুক্তির ঘর ভেঙ্গে চুরমার
হয়। আমি দেখি – একটা পরাবাস্তব সীমাহীন ছোট্ট পৃথিবীর প্রতিবিম্ব। দেখি – তোমার
চোখের মণিতে আবাস পেতে থাকা ব্রহ্মাণ্ডকেও। আত্মাটা আমার গলে বেয়ে হাতে নেমে আসে। ঢুকে পড়ে আয়নার হৃদপিণ্ডে। আমি ঘুরতে থাকি আত্মাহীন দেহটা নিয়ে আয়ানার বাইরের অ-বাস্তবতায়।

হঠাৎ যেন স্বাভাবিক গলায় আয়নাটা কথা বলে উঠে। কথা বলে এক অক্ষরহীন ভাষায়।
কোন কিছু নিয়েই নাকি তার কোন পূর্ব ধারনা নেই। সে শুধু তাৎক্ষণিক সত্যকে ধারন করে। এই সত্য বড়ই নিষ্ঠুর। আমার প্রতিটা দেহ কোষকে বিধ্বস্ত করে দেয় আঘাতে আঘাতে। অতঃপর, বিপরীত দিকে অপলক এক চাহনি নিয়ে ডুবে যায় সে গভীর ধ্যানে। এদিকে দ্বিখণ্ডিত আমি ঘুরতে থাকি এদিক-ওদিক।
ঠিক একজন আয়না চোরের মতই।

মে ০৩, ২১০৮। ঢাকা

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৪০

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ভাল লাগল :D

১০ ই মে, ২০১৮ সকাল ১১:২১

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৪৪

তারেক ফাহিম বলেছেন: ৫ বার পড়লাম।
বোঝারও চেষ্টা করছি।
অতটা বুঝিনি।
সারমর্ম দিয়ে দিলে হয়ত বুঝতুম :D

১০ ই মে, ২০১৮ সকাল ১১:২৪

শরীফ আজাদ বলেছেন: আপনি ৫ বার পড়েছেন জেনে ভালো লাগল।

কবিতার সারমর্ম কবি নিজে দিতে গেলে কবিতার সৌন্দর্য নষ্ট হয়।

কবিতাটাকে অনুভব করুন।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:২১

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৫

আহমেদ জী এস বলেছেন: শরীফ আজাদ ,





সম্ভবত এটাকে কবিতা বলা যাবেনা । এটা মুক্তগদ্য হয়েছে।
আয়না তাৎক্ষনিক সত্যকে ধারন করে বটে অমর করে রাখেনা । আয়নার চোখে চোখ রেখে চেতনা জাগানো যায় , ছিন্নভিন্ন হওয়া যায় কিন্তু নতুন কোনও দৃশ্য ফোটানো যায় না ।

ভালো লাগলো ।

১০ ই মে, ২০১৮ দুপুর ১:০৪

শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.