নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

তোমার পাশাপাশি শুয়ে ঘুমুতে চাই

১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪০



আমি তোমার পাশাপাশি শুয়ে ঘুমুতে চাই,
গিঁট লেগে থাকবে তোমার-আমার চুলে।
একীভূত আমাদের অঙ্গ দুটো,
বালিশে রূপ নেবে তোমার মাথা।

আমি তোমার পিঠাপিঠি হয়ে ঘুমুতে চাই,
নিঃশ্বাসহীন একত্বতা।
কোন শব্দ নেই আমাদের অন্যমনস্ক করার,
কোন চক্ষু নেই মিথ্যা বলার,
কোন বস্ত্র নেই কৃত্রিমতার।

আমি তোমার বুকে বুক মিশিয়ে ঘুমুতে চাই,
চাপা উত্তেজনায় ঘর্মাক্ত,
হাজারো কাঁপুনির সাথে জ্বল জ্বল করা,
একটা অতীন্দ্রিয় সুখে ডুবে যাওয়া,
বিস্তৃত হয়ে হেলে পড়া তোমার ছায়ায়,
ক্ষতবিক্ষত হওয়া তোমার জিহ্বায়,
এবং সুখের আবেশে আলিঙ্গন করা
মৃত্যুকে।

মে ১৪, ২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৫

মাকামে মাহমুদ বলেছেন: একটা সময় আমারও এমন অনুভূতি ছিল, এখন আর নেই। কারণ, এখন আমাকে প্রতিদিনই তার পাশে শুতে হয়।

১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬

শরীফ আজাদ বলেছেন: হে হে হে

২| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৯

মাকামে মাহমুদ বলেছেন: এত হে হে ক্যারে?

৩| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১:১৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: যা গরম পড়ছে, এ ধরণের স্বপ্ন দেখা মোটেও ঠিক হবে না।
তাছাড়া সামনে রমযান মাস। ধৈর্য পরীক্ষা দেবার মাস।

৪| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১:২৪

রায়হান আমিন বলেছেন: অনেক ভাল লাগছে

১৪ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৮

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: ভাল লাগল খুব। :P :D

১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:২১

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বপ্ন দেখা খুবই ভালো কাজ।

৭| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: আহ-------------- কি আবদার !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.