নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

কি দেব তোমায়?

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭



ভেবেছি একটা উপহার দেব তোমাকে—
আমি ধরণীর বুকে তন্নতন্ন করে খুঁজেছি,
কিন্তু পাইনি কিছুই। কি দেব, কি দেব, কি দেব তোমায়?

সোনা নিয়ে সোনার খনির কাছে গিয়ে কি লাভ, বল?
কিংবা জল নিয়ে সমুদ্রের কাছে?
আমি ব্রহ্মাণ্ড উপড়ে ফেলেছি খুঁজতে গিয়ে,
কিন্তু পাইনি কিছুই। কি দেব, কি দেব, কি দেব তোমায়?

আমার হৃদপিণ্ড? আমার আত্মা?
সে তো অনেক আগেই হয়ে গেছে তোমার। যা কিছুই
আমি হাতে নিয়েছি তোমায় দেব বলে, মনে হয়েছে
যেন মশলা হাতে রওয়ানা হয়েছি আমি প্রাচ্যের দিকে।

অবশেষে, একটা আয়না এনেছি তোমার জন্যে,
প্রতিবার যখন বিম্বিত হবে তুমি—
মনে পড়বে আমার কথা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর উপহার, সেই আয়নায় আপনার হৃদপিণ্ডও দেখা যাবে !

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম। ভালোবাসা নিয়েন কবি

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

সাইন বোর্ড বলেছেন: খুব ভাল উপহার, নিজেকেও দেখে নিতে পারবে সে ।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: আয়না কেউ চায় না।
বালা চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.