![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
থেকে থেকে একটা নিষিদ্ধ যাতনা
কাঁপুনি ধরায় আমার হৃদপিণ্ডে।
দীর্ঘ যাতনার ক্লান্তিতে
একটা সময় সেখানে নেমে আসে নিষিদ্ধ প্রশান্তি।
এভাবে শতাব্দী পার হয়
ঝুলে থাকে এক নিষিদ্ধ অনুভূতি।
যন্ত্রণায় নীল হয়ে যাওয়া পা ফেলি আমি নিষিদ্ধ ভূমিতে।
প্রচণ্ড খিদেয় গিলে খাই নিষিদ্ধ গাছের নিষিদ্ধ ফল,
শত বছর অপেক্ষারত আমার তৃষ্ণার্ত চোখ -
প্রথম বারের মত দেখতে পায় – তোমার নিষিদ্ধ অবয়ব।
১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: "আমি তোমাকে ভালোবাসি।" এই প্রাগৈতিহাসিক সরল সত্য বাক্যটি কেউ যদি উচ্চারণ করতে পারেও তবে আজকাল তা যাত্রার ডায়ালগ-এর মতোই শোনায় এবং যে শোনো সেও হয়তো ভাবে যে, এ বড় সস্তা ভালোবাসা !
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা + Graphics দুটোই চরম
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা ও গ্রাফিক্স দুটো বেষ্ট