নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

শিহরণ

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭



নিঃশ্বাসের উপর ভর করে আমি হেঁটে যাই
তোমার কাছে।

স্কুল জীবনে শিরিনের সদ্য ফোলা বুকের উপর
প্রথম চোখ পড়তেই যে শিহরণ জেগেছিল মনে
ঠিক সেরকম একটা অনুভূতি আমার অস্তিত্ব ছেয়ে ফেলে
তুমি দৃষ্টিগোচর হলে।

রক্ত কণিকার উপর ভর করে আমি ভেসে যাই
তোমার কাছে।

মায়ের পুরনো শাড়ি কেটে লেজ বানিয়ে
প্রথম যেদিন আকাশে সাপ ঘুড়ি উড়িয়েছিলাম
সেদিনের সেই হৃদপিণ্ডের ধড়ফড়ানি আমি টের পাই
তুমি দৃষ্টিগোচর হলে।

পাঁজরের আঁকাবাঁকা পথ ধরে আমি ছুটে যাই
তোমার কাছে।

বিনোদনের পুস্তক পড়তে পড়তে একদিন
যখন পড়ে ফেলি শূন্যতার দর্শন,
সেদিনের মতই সবকিছু আমার উলটপালট হয়ে যায়
তুমি দৃষ্টিগোচর হলে।

আমি শূন্যতায় চোখ বুঝে পৌঁছে যাই
তোমার কাছে।

তোমার কাছেই
বারবার ফিরে যাব আমি অনন্তকাল ধরে।

এবং প্রতিবার শিহরিত হব প্রথম বারের মতই
তুমি দৃষ্টিগোচর হলে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘুড়ি*

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সনেট কবি বলেছেন: পড়লাম

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.