![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
সত্যি সত্যি একদিন মস্তিষ্কটা
গলে বেয়ে নেমে আসবে
হৃদপিণ্ডের কাছে।
পাশে বসে কাঁদবে ফুপিয়ে ফুপিয়ে,
বিলম্বিত সহস্র জনমের কথা
চিন্তা করে হাহাকার জুরে দেবে হৃদপিণ্ড ঘিরে।
ঠিক একই ভাবে
পুরনো স্বর্গের সিঁড়ি ভেঙ্গে
নরম কদমে তুমি নেমে আসবে আমার কাছে।
সেদিন তোমাকে আমি কাঁদতে দেব না
আফসোসও করতে দেব না কোন প্রকারের,
কারণ আমি জানি, শত কোটি জনম অপেক্ষায় থেকে
কেবল এক জনমের এক মুহূর্তে
তোমার এক পলকের চাহনিতেই আমি খুঁজে পাব―
আমার নির্বাণ।
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
মীর সাজ্জাদ বলেছেন: ভালোবাসায় সিক্ত।
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাহ বাহ! শতকোটি জনমের পর কেবলমাত্র এক পলকের চাহনিতেই নির্বাণ! সুন্দর লিখেছেন।
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
আকতার আর হোসাইন বলেছেন: ভাল লাগলো।