নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের মৃত্যু

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫



প্রত্যুষে জেগে উঠে একদিন দেখলাম
পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই।
সবাই রাতারাতি কোথায় যেন হাওয়া হয়ে গেছে।
শুধু আমি আছি। আমি আর আমি।

ভাবলাম এই বুঝি এখনই মরে যাব
একাকীত্বের তাড়নায়।
কিন্তু না—
সেদিনই প্রথম আমার বোধ হয়নি
কোন একাকীত্ব।
পুরো ব্রহ্মাণ্ড যেন ঢুকে পড়েছে আমার ভেতর।

এরপর থেকে প্রায়ই আমি মেরে ফেলি
পৃথিবীর মানুষগুলোকে।
তারপর আবার জন্ম দেই, আবার মেরে ফেলি।
চক্রাকার এই জন্ম-মৃত্যুর খেলায়
আমিই ঈশ্বর।
-
এখন আমি অপেক্ষায় থাকি—
কোন এক প্রত্যুষে মানুষগুলো
জেনে যাবে এই খেলার গোপন কথা,
মেরে ফেলবে আমাকে।

অন্তহীন অপেক্ষা—

মৃত্যুর তৃষ্ণায় কাতর হয়ে আছে
আমার ঐশ্বরিক অস্তিত্ব।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

বাকপ্রবাস বলেছেন: ইশ্বর একাকিত্বে ভোগে কিনা জানিনা তবে আমি ইশ্বর হতে চাইনা, একাকিত্ব আমার ভাল লাগবেনা। কবিত সুন্দর। ভাল লেগেছে

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: একাকীত্বের কথা বলতে গিয়ে আপনি ইশ্বর সেজেছেন।ইশ্বর বলতে কি আল্লাহ কে বুঝিয়েছেন?
না, এটা হলো না।যে অর্থেই বলেন না কেন,এটা পরিষ্কার গুনাহ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: শিরোণামটা ভালো লাগেনি।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
খবরদার কবি! তুমি মরতে পারোনা!!!
তুমি মরে গেলে যে ইশ্বরও মরে যাবে!!!!!!!!!!!!

তুমি ছিলে না- কিছু ছিলনা!
আকাশ জমিন অনুভব সূখ দুখ
কিছুই ছিলোনা।
তুমি এলে- সব পেলে
তমি রবেনা- কিছু রবেনা!

তাইতো নাফস মরে, দেহ মরে: রুহ মরে না। ইশ্বর মরে না।
- - -

কবিতায় ভাললাগা রইল :)

+++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.