নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

মেরুসঙ্গম

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭



ধরো
তুমি উত্তর আর আমি দক্ষিণ
যখন প্রবেশ করি তোমার ভেতর—
আমি ভুলে যাই ঈশ্বরের কথা, অথবা
ঈশ্বর ভুলে যান নিজের কথা।
শরীর থেকে খসে পড়লে ঐশ্বরিক বসন,
আমি হয়ে উঠি এক পূর্ণ মানব।
সাক্ষাৎ হয় উত্তর আর দক্ষিণ মেরুতে।

ধরো
তুমি উত্তর আর আমি দক্ষিণ
যখন প্রবেশ করি তোমার ভেতর—
তুমি আর তুমি থাকো না, অথবা
তুমি থাকোই না—বিলীন
তোমার নিম্নমুখী স্বর্গাকর্ষণ আমাকে টেনে নেয় অতলে—
যেখানে অপেক্ষায় থাকে তোমার গোলাপের
সেই ঐশ্বরিক কাঁটা—
যা বিঁধবে আমার শিশ্নাঙ্গে—সুখানুন্ত্রণায়।

—অ-নির্বাণ
ভেঙে খানখান হয় দূর-বুদ্ধের সবকটা বুদ্ধির ঘর
বিলুপ্ত হয় আমার (অ)প্রাপ্ত বোধিসত্ত্বাও।
সুখে-যন্ত্রণায়-শীৎকারে—অর্গাজম
পূর্ণতা পায়
মেরুসঙ্গম।

-------

ধরো
তুমি উত্তর আর আমি দক্ষিণ
অথবা তুমি দক্ষিণ আর আমি উত্তর
অথবা না ধরো কিছুই।

এই অধরায়ও
ধরণীতে ভেসে বেড়ায় তোমার সুতীক্ষ্ণ শীৎকারধ্বনি...
মেরুসঙ্গম।

১৭-১২-২০১৯

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুপ্রাণিত

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনারা লেখার মাঝে ইশ্বর নিয়ে টানাটানি করেন

এই বিষয়টা অসহ্য লাগে। আল্লাহ হেদায়েত দিন

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর এসব অসভ্য কবিতা কেনো লিখেন। লিখার আর বিষয়বস্তু নাই । মন্তব্য খারাপ লাগলে মুছে দিন

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

শরীফ আজাদ বলেছেন: মুছব কেন! এই ধরণের মন্তব্যে আমি অনুপ্রেরণা পাই।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: সেই রকম কবিতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

জাহিদ অনিক বলেছেন: মেরুসঙ্গম কবিতার থিমটা সুন্দর।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

শরীফ আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

শিখা রহমান বলেছেন: কবিতাটার শেষ সাত লাইন ভালো লেগেছে।

শুভকামনা সতত!!

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মেরু সঙ্গমে মুগ্ধতা!

সঙ্গম মানেই অশ্লীলতা নয়। জীবনের বিকাশেরেএকমাত্র উপায়!
যা স্রষ্টার নেয়ামত সৃষ্টির জন্য।
সঙ্গম না হযে যদি পরাগায়নের মতো হতো বিকাশ
বাতাসে দুলে দুলে
কিংবা ভ্রমরের পায়ে পায়ে গর্ভবতী হতো নারী

মিলনের সব সূখ স্বপ্ন
অমন অমর কাব্য স্বপ্ন হযেই থাকতো।

কৃতজ্ঞতা জানাতেই হয় স্রষ্টাকে। এমন দারুন প্লানিং এর জন্য
যেখানে কনায় কনায় সূখ
পিয়ে নেয়া যায়
মধুর মিলনে, চীৎকারে শীৎকারে
অর্গাজমের পরম মুহুর্তে - স্বর্গারোহন!!!! ;)

+++++++++++

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ কবিতা।
একজনের অনুভূতিতে আঘাত লেগেছি দেখছি। হাহা

১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১

শরীফ আজাদ বলেছেন: হ্যাঁ, অনুভূতিতে আঘাত লাগার বিষয়টা মজার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.