নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ । গ্রাফিক ডিজাইন নেশা এবং এখন পেশা । লেখালেখিটা আমার শখ । তাই মাঝেমাঝে লিখি । প্রচুর মুভিও দেখি ।

মারুফ আহোমেদ

তুমি বিন্দু হলে আমি তোমায় ঘিরে বৃত্ত হবো ।

মারুফ আহোমেদ › বিস্তারিত পোস্টঃ

ইনবক্স মেনিয়া

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

#ইনবক্স_মেনিয়া

- হেলো ।
- জ্বি বলুন ।
- আপনি কি করেন ?
- হাগু করি ।
- আরে কি কাজ করেন ।
-আদার ব্যাপারি ।
- মানে ?
- আদা বেচি ।
- আপনার প্রোফাইলে যে লিখা আপনি গ্রাফিক ডিজাইনার ।
- লিখা আছে যেহেতু জিজ্ঞেস করেন কেন ?

( মেসেজ সীন , আর কোন রিপ্লাই নাই )

- হেলো ।
- জ্বি বলেন । ( মেসেজ ব্যাক দিতে সামান্য লেট )
- মেসেজ ব্যাক দিতে এত লেট কেন ?
- জ্বি সামান্য কাজে ছিলাম ।
- কি কাজ ?
- এই একটা ইউ আই ডিজাইন চলছে ।
- আমার একটা ফটো এডিট করে দেন না ।
- আমি সামান্য বিজি ।

( মেসেজ সীন , আর কোন রিপ্লাই নাই )

- হেলো ।
- জ্বি বলেন ।
- আপনি ফটোগ্রাফার ?
- না , কেন ?
- আপনি ফটো এডিট পারেন ?
- জ্বি মোটামুটি ।
- আমার একটা ফটো এডিট করে দেবেন ?
- টাইম নাই ভাইয়া ।
- আপনি অন্য কাজের জন্য টাইম পান , কিন্ত একটা পিক এডিটের জন্য সময় হয় না ?
- ওগুলো আমার কাজ ভাইয়া । ওগুলোতে সামান্য টাকা আসে ।
- মাঝেমাঝে ফ্রি কাজ করা লাগে ।
- সরি ভাইয়া । সেই দিন শেষ । অনেকে টাকা দেয়ার পরও সিডিউল পায় না । :P
- ওহ বুঝছি । একটু কাজ যানেন বলে এত ভাব ধরেন । আপনার থেকে অনেক ভাল ডিজাইনার আছে । মাঠে ঘাস কাটে ।
- মাঠে কারা ঘাস কাটে তাদের খবর শুধু গোবাধি জন্তুগুলো রাখে ।

( ব্লক খেলাম । এরপর প্রায় পনেরো দিন কোন এক্টিভিটি চুখে পড়ে নি )

সেদিন বান্টি মীর ভাইয়ের বার্থডে তে উইশ করার জন্য একটা ইলাস্ট্র্যাশন আপ্লোড দিয়েছিলাম । গতকাল একটা মেসেজ আসলো -

- হেলো ।
- জ্বি বলেন । আপনি না আমাকে ব্লক দিলেন ?
- আপনার বেশী ভাব এর জন্য দিয়েক্সহিলাম ।
- তা আবার আনব্লক করলেন কেন ?
- সেটা আমার ইচ্ছে । আপনি ফ্রি কাজ করেন না ? ঐ কাজটা করলেন কেমনে ? ( ফটোর লিংক মেসেজ এ দেয়া )
- উনি আমার খুব প্রিয় একজন মানুষ । এটা উয়ার প্রতি আমার ভালবাসার প্রকাশ ।
- সব বুঝি । উনার ফ্রেন্ড বেশী , এই সুযোগে লাইক কমেন্ট পেয়ে যাবেন । আর সাথে কিছু ফ্রেন্ড রিকুয়েসস্ট ও পেয়ে যাবেন । সব হালা চামচামিতে এক নাম্বার ।

( আবার ব্লক ! উনার উত্তরটা নিয়ে গেলেন না )

ডিজাইনারদের প্রায়ই এরকম সমস্যায় পড়তে হয় । শুধু ডিজাইনারদেরই না ,ক্রিয়েটিভ ফিল্ডের সবাই । বাদ নেই ওয়েভ ডেভেলপার , ফটোগ্রাফার , কিঙ্গবা মিউজিক কম্পোজারদেরমতো ক্রিয়েটিভ ফিল্ডের মানুষেরও । কেন হয় এরকম ? আসলেই কি আআদের জীবনের দুই আড়াই বছর নয়াহট করে এই জিনিসগুলো শিখি ফ্রী কাজ করে দেয়ার জন্য ? নিজে বেকার বলে অন্যের কাজের মূল্যায়ন কি আমরা বাঙ্গালিরা কখনোই করতে পারব না ? শুধু বাংলাদেশেই এটা এখন নেই ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে ও । কয়েকদিন আগে সিংগাপুর এর একটা ফ্রেন্ড এর স্ট্যাটাস এ ও এরকম দেখলাম । আসলেই এসব মানুষের ননসেন্স আইডিয়া পৃথিবীকে কখনোই উন্নত হতে দেয় নি , দিচ্ছে না , দেবে ও না । নিজে কিছু জানেন না তারমানে এই না অন্যের কাজে বাঁধা দেবেন , সম্মান করতে পারবেন না । একটা কথা দিয়ে শেষ করি - " নিজের জ্ঞান আর অন্যের কাজ আর বউ সবার ভাল লাগে ", এই কথাটা এখনকার যোগে আর তেমন গ্রহণযোগ্য না । বেকারত্ব যত বাড়বে এরকম মজার কিন্তু সত্য কথাগুলো হারিয়ে যাবে ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ২:২৩

কবির আহমেদ মাধব বলেছেন: কিচ্ছু কওয়ার নাই...আমিও পরছিলাম সেম ঝামেলায়। হেয় ফেসবুকে প্রমোট চায় :)

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯

মারুফ আহোমেদ বলেছেন: কবির আহমেদ মাধব ভাই , মাঝেমাঝে কাজের সময় যখন এরা এরকম কথা বলে তখন খারাপ ই লাগে ।

২| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০

কবির আহমেদ মাধব বলেছেন: আমি এদের ডিরেক্ট ব্লক দেই

৩| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৮

মারুফ আহোমেদ বলেছেন: ব
ব্লক দিলেই সমস্যার সমাধান হয়ে যায় না ।

৪| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৮

মারুফ আহোমেদ বলেছেন: ব
ব্লক দিলেই সমস্যার সমাধান হয়ে যায় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.