নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়..

ভরযুক্ত অপদার্থ

অনিয়মিতভাবে ব্লগে বসি........

ভরযুক্ত অপদার্থ › বিস্তারিত পোস্টঃ

মডু বরাবর একটি প্রশ্ন ..............ব্লগার ও উত্তর দিতে পারেন .........

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

সামহোয়্যার ইন ব্লগ তো একটা বাংলা ব্লগ , এর নামকরন ইংরেজিতে কেন ?







কোতুহলের জন্য পোস্ট টা দেয়া , জানা থাকলে শেয়ার করবেন >...:|:|

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জানা আছেন, কিন্তু জানা সচারচর ব্লগারদের পোষ্টে মন্তব্য করেন না :-0

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

ভরযুক্ত অপদার্থ বলেছেন: মডু হয়েও , আপনি পারলেন না ..... :-P :-P

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

খুব সাধারন একজন বলেছেন: একদিন জানাপু একটা গান শুনছিলেন তাতে সামহোয়্যার ইন এই শব্দটাও ছিলো ।ওই মুহূর্তে ওই শব্দটা তার খুব ভালো লেগে যায় এবং তিনি ওই নাকে কিছু করার অনুপ্রেরণা পান

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

খুব সাধারন একজন বলেছেন: নাকে নয় নামে

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: সত্যি নাকি ....... :D

আপনি কি মডু ? :P :P :P


মডারেটরদের কেউ বলতে পারলে ভালো হত ?

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

আশিক মাসুম বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জানা আছেন, কিন্তু জানা সচারচর ব্লগারদের পোষ্টে মন্তব্য করেন না


হাসতেই আছি।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: :D :D =p~

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

খুব সাধারন একজন বলেছেন: না ।জানার সাক্ষাতকারে পড়েছিলাম ।ডয়চে ভেলেতে দেখতে পারেন ।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

ভরযুক্ত অপদার্থ বলেছেন: লিঙ্ক দিলে ভাল হত .।.।।।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

তিক্তভাষী বলেছেন: Somewhere in Time মুভিটা দেখে ফেলুন। সুপারম্যানখ্যাত ক্রিষ্টোফার রীভ আর জীন সেম্যুর অভিনীত।চমৎকার ছবি!

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: O k ;);););)

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

বিডি আমিনুর বলেছেন: জানা নাই:|:|

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ক্যান ভাই , জানা আপা কই গেছে ? :P :P :P

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

একজন ঘূণপোকা বলেছেন: খুব সাধারন একজন বলেছেন: একদিন জানাপু একটা গান শুনছিলেন তাতে সামহোয়্যার ইন এই শব্দটাও ছিলো ।ওই মুহূর্তে ওই শব্দটা তার খুব ভালো লেগে যায় এবং তিনি ওই নাকে কিছু করার অনুপ্রেরণা পান




হা এটাই কারন

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

ভরযুক্ত অপদার্থ বলেছেন: খুব সাধারন একজন বলেছেন: না ।জানার সাক্ষাতকারে পড়েছিলাম ।ডয়চে ভেলেতে দেখতে পারেন ।


জানার সাক্ষাতকারের কোন লিঙ্ক দিলে ভাল হত .....

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

রিমন রনবীর বলেছেন: জানা আপা আসলে আমার কাছ থেকে নামকরনের আইডিয়া নিয়েছিলেন। বিশ্বাস না করলে তাকে জিজ্ঞেস করে দিতে পারেন।

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জানা আছেন, কিন্তু জানা সচারচর ব্লগারদের পোষ্টে মন্তব্য করেন না :-P

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: তাকে জিজ্ঞেস করেছি , জানা আপা আসলে আপনার কাছ থেকে নামকরনের আইডিয়া নিয়েছিলেন। :P :P :P :P

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬

ম.র.নি বলেছেন: উই মাস্ট স্পিক ইন বেন্গলী এন্ড ইন্ট্রুডিউস বেন্গলী এভরিহয়ার ;) ;) ;)

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: :P :P

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

অপূর্ণ রায়হান বলেছেন: ডান পাশে কিন্তু '' বাঁধ ভাঙার আওয়াজ লেখা আছে '' :)


আপনার নিকটা সুন্দর :)

ভালো থাকবেন :)

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

ভরযুক্ত অপদার্থ বলেছেন: কিন্তু ওটা তো মুল নাম না ,,:-*


ধন্যবাদ ;);)

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

রাতুলবিডি২ বলেছেন: ম.র.নি বলেছেন: উই মাস্ট স্পিক ইন বেন্গলী এন্ড ইন্ট্রুডিউস বেন্গলী এভরিহয়ার এনড অলসো রাইট বেংগলী।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ম.র.নি ইজ বলিং রাইট .....:P:P:P

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

আরজু পনি বলেছেন:

জানা বর্তমানে দেশের বাইরে হলেও নিশ্চয়ই ব্লগে দৃষ্টি রাখেন নিয়মিতই ;)

তবে আপনি একরামুল হক শামীমের বাংলা ব্লগের ইতিহাস নিয়ে পোস্টগুলো দেখতে পারেন।


আরেকটা কথা, বাংলা ভাষায় বিদেশী অনেক শব্দেরই ব্যবহার হয়, নিজেদের মতো করেই। এই সামহোয়্যারইনটাও এভাবে আমাদের ভাষায় নিজস্ব হয়ে যাবে...এটাকে হয়তো কিছুদিন পরে আর ইংরেজি বলে মনেই হবে না B-)

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ধন্যবাদ , আরজুপনিআপু লেখার জণ্য ;) ;)

এই সামহোয়্যারইনটাও এভাবে আমাদের ভাষায় নিজস্ব হয়ে যাবে..
এই প্রত্যাশা আমরা ২০৫০ সাল নাগাত আশা করতে পারি । হয়ত বেশি সময় ও লাগতে পারে ....... :P :P

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:

ওহ্ আপনার পোস্টের শিরোনামে কিন্তু শুধু মডু না ব্লগারদের কথাও বলা আছে.....তাই একজন সাধারণ ব্লগার হয়ে মন্তব্য করলাম ;) :P

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ভরযুক্ত অপদার্থ বলেছেন: তাই একজন সাধারণ ব্লগার হয়ে মন্তব্য করলাম

আপনি আমার এবং সবার কাছে অসাধারণ ব্লগার ...... :P :P :P
ভালো থাকবেন আপু

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

নেক্সাস বলেছেন: নামটা ইংরেজী হলেও খুব শ্রুতি মধুর। যারা নামটা সিলেকশান করেছেন তারা সাধুবাদ পাওয়ার যোগ্য

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ভরযুক্ত অপদার্থ বলেছেন: হ্যা ,সাধুবাদ পাওয়ার যোগ্য

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

নেক্সাস বলেছেন: মডুরা নিজেদের পরিচয় দিতে কেন এত লুকোচুরি করে B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমার ম নে হয় তারা সাধারণ ব্ল্গারদের সাথে মিশে যেতে চান :P :P

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

নীড় ~ বলেছেন: সামহয়ারইন ব্লগ একজন বিদেশি (নরওয়েজিয়ান নাগরিক) এর কম্পানি সামহয়ারইন এর প্রজেক্ট, তাই বিদেশি নাম।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: নতুন তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন । !:#P !:#P

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

লিন্‌কিন পার্ক বলেছেন:

আরে জানা আপু লিন্‌কিন পার্কের somewhere i belong গানটা শুনতেছিল ওইখান থেকেই সামহোয়্যার ইন ব্লগ নামটা আসছে ;) B-) B-)

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ধন্যবাদ , তথ্যের জন্য ,
ভাল থাকবেন !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.