নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়..

ভরযুক্ত অপদার্থ

অনিয়মিতভাবে ব্লগে বসি........

ভরযুক্ত অপদার্থ › বিস্তারিত পোস্টঃ

সরকারের মায়েরে... বাপ........

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আজ সকালে উঠে শুনি ,

৩ জন ব্লগার কে নাকি ডিবি পুলিশ আটোক করেছে ,

তারা নাকি নাস্তিক ,



পরে বিস্তারিত জাননাম ,

তাদের মধে একজন আমার বিশ্ববিদয়ালয়ের ছাত্র যে আমার বন্ধু ,যাকে কে খহুজে পাওয়া যাচ্ছে না ,

তারা কাউকে তাদের ব্লগ দেখার জন্য কাউকে ামন্ত্রন জানায় নি , বা অনুরোধ করে নি ...

এখন যারা তাদের নাস্তিক বলছে , ব্লগ কি তারা সেটা জানেই না ,

ছাগলের ৩ নম্বর বাচ্চা র মত তারা লাফাচ্ছে ...

আটোক ৩ জন ব্লগার কে মুক্তি দেয়ার অনুরোধ করছি ,

তাদের পরিনতি যদি ইলি্যাস আলীর মত হয় তাহলে ফল হয়ত ভালো হবে না ..।



গণজাগরন মন্চ যখন গঠন করা হয়েছিল , তার বেশির ভাগই ছিল ছাত্র .....

আর াজ কে যাদের আটোক করা হয়েছে , তারা গণজাগরন মন্চের অন্যতম এক্টিভিস্ট..।



একজন যুদ্ধাপরাধী বা জামাত শিবিরের র চেয়ে তারা বহুগুনে ভালো না হোক, তাদের দ্বারা কোন সাধারন জনগনের ক্ষতি হয়েছে , এমন তি কেউ দেখাতে পারবে না ....



একটি বিষয় হল হল , ছাত্রদের সাথে লাগতে আসবেন না .........

অতীতে কেউ কখোনো ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়ে জ্য়ী হতে পারে নি .....



শুনেছি প্রদীপের তেল শেষ হয়ে গেলে নাকি বেশি জ্বলে.....



মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সাফায়াত কাদির বলেছেন: ছাত্ররা এখন সব সুবিধাভোগী, সার্থপর।
ছাত্ররা বালডা ছাড়া কিছু করতে পারে না

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভাবছিলাম এই পোস্টে গালি দেব না ......
এখন আপনা কে তুই করে বলি .....

তুই কি ছাত্র ?
তুই ছাত্র থাকাকালীন কি বাল ফেলায়ছিস ?

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

অমাবশ্যা বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন, যাদের আটক করা হল, তারা ব্লগারই নয়!!!

জর্জ মিয়ার এই অসম্ভবের বাংলাদেশে সবই সম্ভব। এরা যদি নির্দোষ হয়, আল্লাহ এদের সহায় হোন।

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমি বলছি , তারা ব্লগার , নাস্তিক যাই হোক না কেন ,
একজন যুদ্ধাপরাধী বা জামাত শিবিরের র চেয়ে তারা বহুগুনে ভালো না হোক, তাদের দ্বারা কোন সাধারন জনগনের ক্ষতি হয়েছে , এমন তি কেউ দেখাতে পারবে না ....

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ভরযুক্ত অপদার্থ বলেছেন: আসুন তওবা করি, কোন জামাতকেই আর ক্ষমতায় আনবো না।

হোক সে হেফাজতী জামাত, জাতীয়তাবাদী জমাত আর আওয়ামী জামাত।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সাফায়ত কাদির কি ছাত্র ছিল না? আজিব মানুষ!

শুনেছি প্রদীপের তেল শেষ হয়ে গেলে নাকি বেশি জ্বলে.....

কথা সত্য! দেখা যাক কি করে!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: এই পোস্টে গালি দেব না , ভাবছিলাম ,
কিন্তু তার কমেন্ট পড়ে মেজাজ খারাপ হয়ে গেল ....

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

সাফায়াত কাদির বলেছেন: আবার জিগায়, ছাত্র মানে। এখনো ছাত্র আছি।
কিন্তু এখনকার ছাত্ররা সার্থবাদী। তারা ঘর থেকে বের হয়ে কেউ বলবে না
আ-বি-জা-শি নিষিদ্ধ হোক। এদের চাইনা আমরা। এরা দেশকে শুধু ডোবাচ্ছে।

শাহবাগে কয়দিন লাফাইল, আমিও লাফাইলাম। পরে হয়ে গেল সরকারের পা-চাটা।

কালকে কথা হুনছেন ইমরানের? এর আগের সরকারকে ধুয়ে দেয়, সরকারকে হুমকি দেয়।
অথচ কাল কি নরম সুরে কথা বলল ৩ ব্লগার গ্রেফতার নিয়ে।

আর এ্যাকচুয়ালী যে ৩ জন রে ধরছে তরা আজে বাজে কথা বলছিল ধর্মের নামে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: যে ৩ জন রে ধরছে ডিবি , তাদের মধ্যে আমার ১ জন বন্ধু ছিল ,
কই , তার লেখা পড়ে আমার কোন যৌনানুভুতি তে আঘাত লাগে নি ,,,


যৌনানুভুতি তে আঘাত লেগেছে তাদের ,
ব্লগ কি তারা সেটা জানেই না ,কখোনো দেখে নি বা পড়ে নি
ছাগলের ৩ নম্বর বাচ্চা র মত তারা লাফাচ্ছে ...

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

সাফায়াত কাদির বলেছেন: ওই মিয়া, আসিফের ব্লগ-কমেন্ট পড়েন নাই? আসিফ যখন ঢাকার মসজিদ গুলোকে পাবলিক টয়লেট বানাইতে বলে তখন সেটাকে কি বলেবন? মত প্রকাশ? নাকি আরেক জনের অনুভূতিতে আঘাত?

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভাই , াপনার অনুভূতি এতই ঠুনকো যে ,
অল্পতেই আঘাত লাগে ,

আসিফের ব্লগ পড়তে কি কেউ আপনারে বাধ্য করছিল নাকি ?

একটি ব্লগে একাউন্টের মালি ক যিনি , তার ব্লগের সম্পুর্ন অধিকার তার , তার পাতায় সে কি লিখবে , সেটা তার ব্যাপার ,

আপনার ভলো না লাগলে সেটি পড়বেন না , কেউ আপনারে বাধ্য করছে না ।

আপনি াপনার ব্লগে যকে ইচ্_ছা তাকে নিয়ে লিখেন , কেউ কি আপনারে মানা করেছে ?

যৌনানুভুতি এত বেশি থাকা ভালো না ,,,,,,,,,


৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

সাফায়াত কাদির বলেছেন: এটিই কি স্বাভাবিক না? কারও যৌন অনুভূতি বেশি থাকবে, কারও কম থাকবে। কারও বা আপনার মত থাকবেই না। যাদের অনুভূতি থাকবে না তারা অন্যের অনুভূতি মেটানোর খোরাক হবে-পিছন দিয়ে।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: এটিই কি স্বাভাবিক না?
অবশ্যই

সাকা সাইদীর মত যৌন অনুভূতি আপনার ও অনেক বেশি আছে .....
যাদের অনুভূতি থাকবে না তারা অন্যের অনুভূতি মেটানোর খোরাক হবে-পিছন দিয়ে।

ভাই াপনার যৌন অনুভূতি এত বেশি তা, আপনি কয়জনের **টু
মারছেন ?

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: াপনার মন্তব্যের জন্য গালি দিতে বাধ্য হলাম ..

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

নাছির84 বলেছেন: ভাই আপনাদের মল্লযুদ্ধের মাঝে আমি একটা কথা বলতে চাই.........যৌন অনুভূতি সবারই সমান থাকে। কিন্তু বস্তুটা হলো রাবারের মতো। টানাটানি করলে দৈর্ঘ্যে-প্রস্থে বাড়ে ! টানাটানি করবেন না..আসিফের ব্লগ পড়বেন না।
আর একটা কথা...ছাত্ররা সুবিধাভোগি কথাটা ঠিক। বিশেষকরে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কারণ ওদের বেশিরভাগকেই ভাত-কাপড়ের চিন্তা করতে হয়। মাননীয় কাদির ভাইকে জিজ্ঞেস করছি...২০০৭ সালের ২১ আগষ্ট ওই সুবিধাভোগি ছাত্ররা সামরিক উর্দি পরা কিছু রামছাগলের সঙ্গে মল্লযুদ্ধে না নামলে গত নির্বাচনে ভোট দিতে পারতেন কি ?
ঘরে বসে চামড়ার মুখে অনেক কথাই বলা যায়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়...বঙ্গজননী যতবারই বিপদে পড়েছে ততবারই....তাকে উদ্ধার করতে রক্ত দিয়ে সুবিধাভোগি ছাত্র-ছাত্রীরা। একসময় সেই দলেরই অংশ ছিলাম। বেয়াদপি মাফ করবেন।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ধর্মানুভূতি ছাড়া আমাদের আর সব অনুভূতিই মরে গেছে। ফটিকছড়িতে জামাতীদের নৃশংসভাবে মানুষ হত্যার উৎসবের ভিডিও গুলো দেখে সরকারের বা ধার্মিকদের কোন অনুভূতিতেই আঘাত লাগার খবর এখনো শুনিনি।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ইতিহাস সাক্ষ্য দেয়...বঙ্গজননী যতবারই বিপদে পড়েছে ততবারই....তাকে উদ্ধার করতে রক্ত দিয়ে সুবিধাভোগি ছাত্র-ছাত্রীরা।

স হমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.