![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতি গো পাইলে কানের নিচে চটকনা দেয়ার দরকার ,
হালায় কয় কি ...........
"যুদ্ধাপরাধীর বিচারের নামে নাস্তিকেরা যে গজব চালাইছে বিশিষ্ট আলামা এবং ওলামাদের ওপর, সেই কারনেই এই দূর্যোগ হয়েছে ,
আল্লাহর গজব পড়ছে, নারী পুরুষ এক সঙ্গে কাজ করবে, নারীরা বাড়াবাড়ি করবে, আল্লাহর গজব তো পড়বেই''।
বলি ,
গান্জা কি ফ্রী দিতেছে নাকি .............
এত লোক মারা গেল ,
শাপলা চত্বর থেকে তো কিছুই করা হইল না ,
শেষ পর্যন্ত শাহবাগী নাস্তিকেরা ই আগাইছে .........
টুপকিতে কৃমি থাকলে ,
তোমাগো মেশিনম্যানের কাছে যাওগা ..........
**গা মারা খাও ......
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ঠিক ই কইছেন ভাই
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২
মদন বলেছেন: কোন শালা বলবি “বাংলাদেশের কিসস্যু হবে না”? আয় আমার সামনে এসে বল!
সাভারের ধ্বসে পড়া রানা প্লাজায় আটকে পড়া মানুষের উদ্ধারকাজে ও তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে কোন বাধা যেন না থাকে এজন্য দেরীতে হলেও রাজনৈতিক দাবীকে তুচ্ছজ্ঞান করে হরতাল প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।
- সাধারণ মানুষের গালাগাল উপেক্ষা করে ত্রান মন্ত্রনালয়ের কোষাগার থেকে চার কোটি টাকা বরাদ্দ ও সকল বাহিনীকে উদ্ধারকাজে নিয়োজিত করার মত মানবিক, প্রয়োজনীয় ও জরুরী পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার।
- ১৩ দফার উপরেও আরেকটি দাবী আছে আর সেটা হচ্ছে দেশের মানুষের জীবন - তাই জ্ঞান করে মাকিগঞ্জের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজত-এ-ইসলাম।
- রাজপথে নয়, পাল্লা দিয়ে ব্যাগে ব্যাগে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে দুর্বার গতিতে গণজাগরণ মঞ্চ ও ছাত্র শিবির।
- কসাই ডাক্তার, কমিশনখোর ইঞ্জিনিয়ার, ঘুষখোর পুলিশ, দালাল মিডিয়াকর্মীসহ সব পেশার মানুষ পাগলের মত খুঁজে বেরাচ্ছেন কি করে সে নিজে একটু সহযোগীতা করতে পারে তার উপায়।
- আন্ডার মেট্রিক ফায়ার ব্রিগেড কর্মীরা মাটি খুড়ে ঢুকে পড়ছেন ধ্বংসস্তুপের ভেতরে, নিজের জীবনের তোয়াক্কা না করে উদ্ধার করে আনছেন তার একেবারে অচেনা বাংলাদেশের মানুষকে।
- কান্নায় চোখ বারবার ভিজে উঠছে ‘এক বুলেট, এক শত্রু’ দীক্ষায় দীক্ষিত মিলিটারী অফিসারের। এক হাত দিয়ে প্রতিবার চোখ মোছার কাজে লাগলেও অন্য হাত একবারের জন্যেও ছাড়েনি স্ট্রেচারের হাতল।
- হেফাজতের মিছিলে পানি, কলা খাওয়ানো আর শাহবাগে বিরানী সাপ্লাই দেয়া সাধারণ মানুষ ছুটে যাচ্ছে টর্চ লাইট, দড়ি, স্যালাইন, নিজের ব্যবহৃত ইলেক্ট্রিক জেনারেট নিয়ে। তারা হিসাবেই আনছেন না কার চোয়ালে দাড়ি আছে বা কার গায়ে ব্লগের গন্ধ।
... কি আশ্চর্য! কি আশ্চর্য!! এই ক’দিন আগেও পরিস্কার তিন ভাগে বিভক্ত হয়ে যাওয়া দেশটির ফায়ার ব্রিগেড, পুলিশ, আনসার, মিলিটারী, ডাক্তার, মিডিয়াকর্মী, সাধারন মানুষ, ফকির, মিসকিন, ব্যাবসায়ী, ছাত্রনেতা কাউকেই আর আলাদা করা যাচ্ছে না!
কোন শালা বলবি “বাংলাদেশের কিসস্যু হবে না”? আয় আমার সামনে এসে বল!
সৌজন্যে - অনিক খান
Click This Link
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
পথহারা সৈকত বলেছেন: শালা আবাল..............হাম্বা এনামে গিয়া দেখ সব চেয়ে কারা বেশি রক্ত দিয়েছে...!!
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ওহে বলদ ,
সাভারে যারা রক্ত দিসে , তাদের বড় পরিচয় ঐখানে ,যে তারা মানুষের পাশে দাড়িয়েছে ।
কই , তোমাগো
হেফাজতে মেশিনম্যানের কাউরে তো
একটু ম্যাও করতে ও শুনলাম না ,
সাভারে নাকি 'গজব'
পরেছে তাও বালছাল সুফিকে অপমান করার জন্যে ।। ধরে নিলাম
ছাগুদের কথা সঠিক! এখন প্রশ্ন হলো সুফিকে অপমান
করা হলো ফেবু & ব্লগে আর গজব পরলো সাভারে নিরীহ মানুষদের
উপর!! কেমনে কি?!
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
এম এম হোসাইন বলেছেন: কিসের মধ্যে কি বলতেছেন ভাই? এখানে দেশের সবাই একসাথে কাজ করছে, রক্ত দিচ্ছে। রক্ত দেওয়ার সময় কি কপালে সিল মেরে আসবে না কি?
তারপরেও অন্ধদেরকে জানানোর জন্য বলছিঃ
হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় 1000 ব্যগ রক্ত দেয়া হয়েছে। আরো অসংখ্য হেফাজত কর্মী রক্তদান লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে রক্ত দেয়ার উদ্দ্যেশ্যে.. বিশ্বাস না হলে দেখে আসেন! এনাম মেডিকেলের নম্বর: ০২- ৭৭৪৩৭৭৮, ০২-৭৭৪৩৭৮০, ০২-৭৭৪৩৭৮১
মোবাইল - ০১৭১৮৮৪৬১০৭
এছাড়া মুফতি আতিকুর রহমান সাভারের স্থানীয়। তিনিও সহযোগিতা করতে প্রস্তুত।মোবাইল নম্বর : 01724730768, 01948688089
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
ভরযুক্ত অপদার্থ বলেছেন: রক্তদান লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে রক্ত দেয়ার উদ্দ্যেশ্যে ,
তারা সাধারন মানুষ ,
হেফাজতিরা তো আল্লার গজব নিয়ে ব্যাস্ত ..............
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
এম এম হোসাইন বলেছেন: রক্তদানে নিয়োজিত হাজার হাজার নেতাকর্মী, বিশেষ দোয়া অনুষ্ঠান : সাভারে আহতদের পাশে হেফাজতে ইসলাম, রক্তদানের বিশেষ উদ্যোগ
সাভারে ভবন ধসের মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম। বিপদের সময় মানবিক দায়িত্ব হিসেবে আহতদের সুচিকিত্সার জন্য প্রয়োজনীয় রক্ত দিতে সাভারসহ বিভিন্ন মেডিকেল সেন্টারের রক্তদান কেন্দ্রে দ্রুত ছুটে যান বিভিন্ন মাদরাসার হাজার হাজার ছাত্র। দুর্ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা। প্রয়োজনে লাখো ব্যাগ রক্ত দিতে তাদের নেতাকর্মীরা প্রস্তুত বলে ঘোষণা দেন তারা। নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠান করে সংগঠনটি। এছাড়া শোকাহত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং তদন্ত করে এ ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের শাস্তি দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান হেফাজত নেতারা।
রক্তদানের বিশেষ উদ্যোগ : সংশ্লিষ্ট সূত্র মতে, সাভারে ভবন ধসের খবর শোনার পরপরই বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে পদক্ষেপ নেন হেফাজতে ইসলাম নেতারা। বিশেষ করে নারী শ্রমিকরা বিপদে পড়ায় সর্বোচ্চ উদ্যোগ নিয়ে রাজধানীর সব মাদরাসা ছাত্রদের রক্ত দেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী আহতদের সুচিকিত্সার জন্য যে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন সেই দাবি মেটাতে হেফাজতে ইসলামের উদ্যোগে সাভার-ঢাকাসহ বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী রক্তদান কর্মসূচিতে অংশ নেন। সাভার এনাম মেডিকেলে হাফেজ হাবিবুর রহমানের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে রক্তদান কর্মসূচিতে অংশ নেন। তাছাড়া মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ঢাকা মেডিকেলে, মাওলানা আবদুর রব ইউসুফীর নেতৃত্বে পঙ্গু হাসপাতালে, মাওলানা যোবায়ের আহমদের নেতৃত্বে আগারগাঁও সন্ধানী হাসপাতালে শত শত নেতাকর্মী আহতদের চিকিত্সার জন্য রক্ত দান করেন। সে সঙ্গে তাত্ক্ষণিকভাবে আয়োজিত বিভিন্ন রক্ত সংগ্রহ ক্যাম্পে গিয়েও হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং রাজধানীর অন্তত ৩০টি মাদরাসার ছাত্ররা এই মহান কাজে অংশগ্রহণ করেন। তারা সারাদেশের মানুষকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আহতদের জন্য যদি লাখো ব্যাগ রক্ত লাগে তা দিতে হেফাজত নেতারা প্রস্তুত আছে বলেও সংশ্লিষ্টরা জানান।
দোয়া মাহফিল : সাভারের মর্মান্তিক ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও আহত ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল করে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। বিকালে লালবাগ কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দেশের বিবেকবান প্রতিটি মানুষকে বিশেষত ইসলামপ্রিয় ও হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানান নেতারা। তারা বলেন, আপনারা যে যেভাবে পারেন এই দুর্গত মানুষের পাশে দাঁড়ান। তাদের রক্তের প্রয়োজন, খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, আপনারা নিজ নিজ উদ্যোগে তাদের সহযোগিতায় এগিয়ে আসুন। নেতারা এই ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে কর্মজীবী নারীর জীবন ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়েছে, তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজন জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে। তারা বলেন, আমাদের এই দাবির প্রতি তোয়াক্কা না করে সরকার ও কিছু নারীবাদী সংগঠন তাদের জীবন ও নিরাপত্তার কোনো ব্যবস্থা না করে বরং তাদের নিজেদের স্বার্থ উদ্ধারে ঢাল হিসেবে রাজনৈতিকভাবে ব্যবহারের অপতত্পরতা চালাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, হেফাজতে ইসলামের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে প্রতিবন্ধকতা সৃষ্টির হীন উদ্দেশ্যে আগামী ২৭ এপ্রিল ঢাকায় নারী সমাবেশ ঘটানোর পাঁয়তারা করছে সরকারি মদদপুষ্ট মহল। নেপথ্যে কলকাঠি নাড়ছে রাশেদ খান মেননের মত চিহ্নিত ইসলামবিরোধীরা। আমরা বলতে চাই, রাশেদ খান মেনন শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হওয়ার পর ভিকারুননিসা ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে কোটি কোটি টাকার ভর্তিবাণিজ্য হয়েছে সে দুর্নীতির খবর গোয়েন্দা রিপোর্টের মাধ্যমেই প্রকাশিত হয়েছিল। এই দুর্নীতিবাজদের দ্বারা নারীদের জীবন, জীবিকা ও কর্মস্থলের নিরাপত্তা বিধান আশা করা অরণ্যে রোদন মাত্র। তারা শুধু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই নারীদের রাজনৈতিক ঢাল হিসেবে রাস্তায় নামাতে চায়। আমরা কর্মজীবী নারীদের লক্ষ্য করে বলতে চাই, আপনারা কারও উসকানিতে বিভ্রান্ত না হয়ে আগামী ২৭ এপ্রিল ঢাকায় নারী সমাবেশে যোগদান না করে নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও মানুষকে রক্ষার জন্য নফল রোজা রেখে আল্লাহর দরবারে কান্নাকাটি করুন। এ ধরনের কোনো গজব যেন আল্লাহ আমাদের ওপর না দেন, সেজন্য তার দরবারে দোয়া ও মোনাজাত করুন।
মাওলানা মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মোনাজাত-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন মুফতি তৈয়্যেব, প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আবুল কাশেম, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা নোমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবদুল হাই ফারুকী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম।
হেফাজত নেতাদের ঘটনাস্থল পরিদর্শন : এদিকে সাভারের রানা প্লাজায় মর্মান্তিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মহানগর সদস্য সচিব মাওলানা জুনাইদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল হাসানাত আমিনীসহ কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল। এ সময় স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সাভার থানার আহ্বায়ক মাওলানা আবদুল মান্নান, হাফেজ হাবিবুর রহমান, মাওলানা আবু জাফর, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা তাফাজ্জল হকসহ কয়েকশ’ নেতাকর্মী। নেতারা ঘটনাস্থল ছাড়াও এনাম মেডিকেল ও বিভিন্ন ক্লিনিকে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন ও বিভিন্ন বাড়ি এবং প্রতিষ্ঠানে গিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই ঘটনা মর্মান্তিক ও দেশের ইতিহাসে একটি দুঃখজনক ঘটনা। আমরা দুর্গত এলাকায় ঘুরে মানুষের যে অসহায় অবস্থা প্রত্যক্ষ করেছি তা ভাষায় বর্ণনা করার মতো নয়। আমরা এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার আহ্বান জানাচ্ছি। আমরা সারাদেশের জনগণকে এই অসহায় লোকদের পাশে দাঁড়ানোর এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আমাদের দুঃসময়ে প্রমাণ দিতে হবে মানুষ মানুষের জন্য।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমি বাস্তবে দেখি নাই,
সারা দিন সাভার ছিলাম কই দেখলাম না, জাদের দেখছি তারা আর কাউ না গার্মেন্টস কর্মী। তারা নিজেরদের অস্তিত্তের টানে আসছে।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
এম এম হোসাইন বলেছেন: হেফাজতে ইসলামের এই খবরটি প্রচারের কোন ইচ্ছা আমার ছিল না আর আমি তাদের লোকও নই। আপনার পোষ্টের জবাব দেওয়ার জন্যই এই খবরটা দিলাম।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
ভরযুক্ত অপদার্থ বলেছেন: কাল সারা দিন সাভার ছিলাম ভাইজান, কোন হেফাজতি ছাগল দেক্লাম না।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
আলোকন বলেছেন: পথহারা সৈকত বলেছেন: শালা আবাল..............হাম্বা এনামে গিয়া দেখ সব চেয়ে কারা বেশি রক্ত দিয়েছে...!!
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ওহে বলদ ,
কাল সারাদিন সাভার ছিলাম ...
তোমাগো
হেফাজতে মেশিনম্যানের কাউরে তো
একটু ম্যাও করতে ও শুনলাম না ,
৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫
আহমেদ রিজভী বলেছেন: যারা বধির মুখ ও অন্ধ তাদেরকে কিছু বলার নাই ।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
ভরযুক্ত অপদার্থ বলেছেন: মানুষ সিংহের প্রশংসা করে , কিন_তু গাধাকেই পছন্দ করে .....
৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
এ সামাদ বলেছেন: ফালুত পোষ্ট।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
ভরযুক্ত অপদার্থ বলেছেন: দুরে যাইয়া **য়া মারা খা ......
১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
সত্য কথা বলি বলেছেন: ১। সাভারে আহতদের পাশে হেফাজতে ইসলাম, রক্তদানে নিয়োজিত হাজার হাজার নেতাকর্মী, বিশেষ দোয়া অনুষ্ঠান : রক্তদানের বিশেষ উদ্যোগ(ছবিসহ) Click This Link
২। মাদ্রাসাগুলোর কয়েক হাজার ছাত্র রক্ত দিতে এনাম মেডিকেলের সামনে এসে ভিড় জমিয়েছে। (প্রথম আলো) Click This Link
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
ভরযুক্ত অপদার্থ বলেছেন: সারা দিন সাভার ছিলাম ভাইজান, কোন হেফাজতি ছাগল দেক্লাম না।
এইটা কোন মেডিকেলের ছবি ?
আপনাগো ফটোশপের কাজটা আরও ভালো করে শিখতে হবে ,,,,,,,,,,,,,
১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭
হাসান নাঈম বলেছেন: আলোকন বলেছেন: পথহারা সৈকত বলেছেন: শালা আবাল..............হাম্বা এনামে গিয়া দেখ সব চেয়ে কারা বেশি রক্ত দিয়েছে...!!
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭
ভরযুক্ত অপদার্থ বলেছেন: হে বলদ ,
কাল সারাদিন সাভার ছিলাম ...
তোমাগো
হেফাজতে মেশিনম্যানের কাউরে তো
একটু ম্যাও করতে ও শুনলাম না ,
১২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
বিডি আমিনুর বলেছেন: পথহারা সৈকত বলেছেন: শালা আবাল..............হাম্বা এনামে গিয়া দেখ সব চেয়ে কারা বেশি রক্ত দিয়েছে...!!
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
ভরযুক্ত অপদার্থ বলেছেন:
কাল সারাদিন সাভার ছিলাম ...
তোমাগো
হেফাজতে মেশিনম্যানের কাউরে তো
একটু ম্যাও করতে ও শুনলাম না ,
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০
ইস্কুল ছাত্র বলেছেন: ঘোলা পানিতে মাছ শিকার করার চাচ্চেন? দল মত ভুলে সবাই এগিয়ে এসেছে সাভারে
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভন্ডামি! দেশের কোন দুযোগে তাদের খুজে পাওয়া যায় নি ,,,,,,
১৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
জামিনদার বলেছেন: ABAL ABAL ABAL
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
ভরযুক্ত অপদার্থ বলেছেন: দুরে যাইয়া **য়া মারা খা ......
১৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
বলশেভিক বলেছেন: আপনি অতি নিম্ন স্তরের ইতর।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন:
মানলাম.
কাল সারাদিন সাভার ছিলাম ,
ইতর হইলেও , যতটুকু পার যায় , চেষ্টা করেছি সাভারের মানুষদের জন্য ....... .
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
পূরান পাগল বলেছেন: আমার দেশের নিরীহ মানুষের জীবন চলে যাচ্ছে আর আপনি মজা নিচ্ছেন??অপদার্থ কোথাকার।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমি আমার সাধ্যমত
চেষ্টা করেছি সাভারের মানুষদের জন্য ......
আর মজা নিচ্ছে
হেফাজতের বলদ গুলা ,
দেশের কোন দুযোগে তাদের খুজে পাওয়া যায় নি ,,,,
১৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
আলোকন বলেছেন: পোষ্টে কি কইলি? আর কমেন্টে কি কস?
তোর নামের লগে, তোর ব্যপক মিল দেখা যাইতেসে। ল্যান্জা লুকা হনু
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ঠিক ই তো আছে ,
গায়ে জ্বালা ধরলে দুরে যাইয়া **য়া মারা খা ...
১৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
কে বা কারা বলেছেন: আপনাদের কাজই এই। ইবনে সিনা ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছে সাভার-আক্রান্তদেরকে; ইসলামী ব্যাংক ব্লাড ডোনেট করেছে। এটা নিয়েও আপনাদের চুলকানি-ফাজলামো। আপনি কী দিয়ে সাহায্য করেছেন সেটা বলেন। আমি তো অন্তত ১ ব্যাগ রক্ত দিয়ে এসেছি।
আপনি যে বললেন, শাপলা চত্বর থেকে কিছু বলা হলো না, ঘন চা গরম মঞ্চের মতো কি হেফাজত শাপলা চত্বর দখল করে বসে আছে?
আপনার এই উদ্ধৃত কথা হেফাজতের পক্ষ থেকে কবে বলা হয়েছে?
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১
ভরযুক্ত অপদার্থ বলেছেন: হেফাজতিরা তো
আল্লার গজব নামছে বইলা ছড়াইতেছে .......
সবগুলারে কানের নিচে চটকনা দেওয়া উচিত .......
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমি আমার সাধ্যমত
চেষ্টা করেছি সাভারের মানুষদের জন্য ......
১৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭
বিডি আমিনুর বলেছেন: এখন ও তুমি কচি হাম্বা আগে পরিপক্ত হাম্বা হও তার পরে পোস্ট দিও
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন: গায়ে জ্বালা ধরলে মেশিনময়ানের কাছে যাইয়া **য়া মারা খা ...
২০| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
মুহসিন বলেছেন: এখন আমাদের মাঝে ভেদাভেদ নেই, দেখ আমার বোন- ভাইয়ের বিপদে আমরা কি করতে পারি!!
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
ভরযুক্ত অপদার্থ বলেছেন: হুম
২১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: আসলেই অভাগা জাতি আমরা, আপনার লজ্জিত হওয়া উচিৎ ।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
ভরযুক্ত অপদার্থ বলেছেন: াসলেই আমার লজ্জিত হওয়া উচিৎ ,
কারন ,
হেফাজতের বলদগুলারে দেশের কোন দুযোগে তাদের খুজে পাওয়া যায় নি ,,,,
২২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
জুবায়ে১২ বলেছেন: এরা মুর্খ জাহেল তাই এই কথা বলে। এদের ইসলাম নিয়ে কোন জ্ঞান নাই ।
গজব কাফিরদের উপর পড়ে মুসল্মান দের উপর নয় ।
এই সাধারন বিষয় এরা জানেনা ।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
ভরযুক্ত অপদার্থ বলেছেন: সহমত ভাই ..........
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২
ভিন্ন দৃষ্টি বলেছেন:
হেফাজতিরা ওইখানে গেলে যদি বেগানা নারীর গায়ে হাত দিতে হয় তখন সেই গজব কে ঠেকাবে, আপনে?