নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়..

ভরযুক্ত অপদার্থ

অনিয়মিতভাবে ব্লগে বসি........

ভরযুক্ত অপদার্থ › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের কোরান পোড়ানো ইস্যুতে কোন মুসলমানের কি ধর্মানুভূতিতে আঘাত লেগেছে ........?

০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩০







একটা ব্যাপার ভেবে আমার কাছে খুব ভাল লাগছে। এদেশে ধর্মানুভূতির সলিল সমাধি ঘটে গিয়েছে। হেফাজতের কোরান পোড়ানো ইস্যুতে কোন মুসলমানই তাদের ধর্মানুভূতিতে গুরুতর আঘাত পায়নি। সুতরাং ভবিষ্যতে দেশ-বিদেশের কোন ইস্যুতে ধর্মানুভূতিতে আঘাত পাওয়া নিয়ে চিল্লাফাল্লা করার অধিকার তারা হারিয়েছে।

মুসল্লিরা উন্মত্তের মত তরোয়াল রামদা নিয়ে রাস্তায় নেমে এসেছে।

কি অদ্ভুত ব্যাপার কারো ধর্মানুভুতি আহত নিহত হয়নি।



সরকারের কাছে অনুরোধঃ যেহেতু এদেশে 'ধর্মানুভূতিতে আঘাত' বিষয়টির কবর রচিত হয়ে গিয়েছে, এবার ব্লগারদের মুক্তি দিন।



মন্তব্য ৫৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৩

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: না।

০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৮

ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমরা Innocence of Muslims দেখে ব্যথিত হই, রাস্তায় নামি, মিছিল করি, ভাংচুর করি, ইউটিউব বন্ধ করি কিন্তু কোরআন শরীফ পোড়ালে মানবতার দোহাই দিয়ে জঙ্গিদের বাঁচাই!!

সেলুকাস...

২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪২

মাহমূদ হাসান বলেছেন: যারা নিজের বুকে কুরআন ধারণ করে তারা কুরআনে আগুন দেয় না।

০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৩

ভরযুক্ত অপদার্থ বলেছেন: মানুষ যে সৃষ্টির সেরা জীব সেইটা সত্য; তবে সব মানুষের মগজ যে সেরা মগজ সেইটা মিথ্যা!



সোমবার সকালে পল্টন মোড়ে পুড়ে ছাই হওয়া বইয়ের দোকানের সামনে কথা হচ্ছিল হাসানের সঙ্গে। এ সময় পাশের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মজিদ দৌড়ে এসে এভাবেই অনুরোধ জানাতে থাকেন। বইয়ের দোকান ‘হাসান বুক’ বাঁচাতে প্রাণান্ত চেষ্টা চালিয়েছেন হাসান।

“কোরআন শরীফ রয়েছে, এগুলো পোড়াবেন না” বলে বাঁচাবার চেষ্টা করেন হেফাজতের আগুন থেকে। কিন্তু কিছুতেই শোনেনি হেফাজতের কর্মীরা। লাঠি দিয়ে হাসানের দুই পায়ে ও শরীরে উপুর্যপরি আঘাত করেছে। হেফাজতের কর্মীরা পবিত্র কোরআনসহ প্রায় ৫০ হাজার টাকার বই পুড়িয়ে দিয়েছে।

হাসান বলেন, “ভাই, ওরা কাফের, কুরআন শরীফের কথা বলেও রক্ষা পাইনি আমি। আগুন ধরিয়ে দিয়েছে তাতেও।”

শুধু আব্দুল মজিদ আর হাসান নয়, শতাধিক ব্যবসায়ী হেফাজতের ভয়ংকর তাণ্ডবের বর্ণনা দেন।
bdnews24.com

এই হল হেফাজতে ইসলামের আসল রুপ ......

৩| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৪

রাখালিয়া বলেছেন: বাহ ভাল পয়েন্ট ধরেচ্বন দেকি। চলেন হুজুরদের গভীর রাতের আধারে ফালাইয়া হত্যা করি।
আবাল কুহাঙ্কার

০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৮

ভরযুক্ত অপদার্থ বলেছেন: জঙ্গলে এক চিতা বিড়ি খাইতেছিল। এমন সময় এক ইঁন্দুর আইসা কইলো “ভাই নেশা ছাইড়া দেও, আমার সাথে আসো দেখো জঙ্গল কত সুন্দর”। চিতা ইন্দুরের সাথে হাঁটতে শুরু করলো। সামনে হাতি ড্রাগ নিচ্ছিল। ইঁন্দুর হাতিরেও একই কথা কইলো, এরপর হাতিও তার সাথে হাঁটা শুরু করলো। কিছুদুর যাওয়ার পর তারা দেখল বাঘ হুইস্কি খাইতেছে। ইঁন্দুর যখন বাঘরেও একই কথা কইলো সাথে সাথে বাঘ হুইস্কির গ্লাস রাইখা ইদুরকে দিল কইসা একটা থাপড়!!
হাতি জিগাইলো, বেচারাকে মারলা ক্যান??
বাঘ কইলো, এই শালা কালকেও গাঁজা খাইয়া আমারে জঙ্গলে ৩ ঘণ্টা ঘুরাইছিল!!

ভাই সরকার গণহত্যা করছে, ২৬০০ লাশ গুম করছে এসব মিথ্যা খবর ছড়াইয়া নিজেও ঘুইরেন না অন্য মানুষগুলারেও ঘুরায়েননা। গাঁজা খেয়ে থাকলে চোখে মুখে পানি দেন ঘোর কেটে যাবে।

৪| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৬

মাইন রানা বলেছেন: যারা নিজের বুকের ভিতরে কোরআন সংরক্ষণ করে তারা কোরআন পোড়াবে এটা বিশ্বাস করা যায় না।

আপনাকে যদি জ্বলন্ত বোদ্ধ মন্দির দেখিয়ে বলা হয় বোদ্ধরা মন্দির পুড়িয়েছে বিশ্বাস করবেন?
যদি ভাঙ্গা দেব দেবীর মূর্তি দেখিয়ে বলা হয় হিন্দুরা পুড়িয়েছে বিশ্বাস করবেন?

এইসব কোরআন পোড়ানোর সময়ের ছবি কই? ভিডিও ক্লিপ কই?

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: http://www.yt.g00p.com/watch?v=A28gUnhr67Q


উন্নতমানের বলদ ছাড়া সবাই এই ভিডিও দেখলে বুঝতে পারবে .........


হেফাজতে ইসলামের আসল রুপ ........

আরো প্রমান আছে ,
নেট প্রবলেম , পরে দেব

৫| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৯

চোরাবালি- বলেছেন: নিজের নাক কেটে যারা অন্যের যাত্রা ভঙ্গ করা যায় কিন্তু নিজের নাক কাটা নাক জোড়া লাগে না

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ভরযুক্ত অপদার্থ বলেছেন: এই কথাটা হেফাজতিদের জণ্য প্রযোজ্য ,
কারন , কোরান অবমাননার দায়ে অন্যের শাস্তি চাওয়া যায় ,
কিন্ত নিজেরা পোড়াইলে ...........



আগের কমেন্টে প্রমানশ দেয়া াছে ,
উন্নতমানের বলদ ছাড়া সবাই এই ভিডিও দেখলে বুঝতে পারবে .........




৬| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

এম. মাসুদ আলম. বলেছেন: এতে ধর্ম বেপারীদের মনে আঘাত না লাগলেও সাধারণ মানুষের মনে আঘাত লাগে। শুনেছি আলেমের ঘাড়ে চড়ে দরজাল আসবে এটি কি তার নমুনা?

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: হ ভাই , মনেহয় এটাই

এটা তার নমুনা , হইতেই পারে ........

৭| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মামুন হতভাগা বলেছেন: েফাজত ইসলাম আর তাদের দোসর ১৮ দলীয় জোট পবিত্র কোরআন-হাদিস এর একমাত্র হেফাজতকারি।তারা তাদের স্বার্থে কোরআন রক্ষার কথা বলে রাজনীতি করবে,আর সেই রাজনীতির স্বার্থে কোরআন-হাদিস পোড়াবে।তাতে ধর্মআনুভুতিতে আঘাত হবে কেন?

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ভরযুক্ত অপদার্থ বলেছেন: কি হে অবলাকান্ত - ইসলাম রক্ষা করতে আসা হেফাজতিরা নাকি এখন নিজদের পশ্চাৎদেশ রক্ষা করতে ব্যাস্ত ?

অবলাকান্ত বলল - হ বাবু, ছাল নাই কুত্তার নাম কিন্তু বাঘা !!!


হেফাজতি বলদগুলা , এটা ই বোঝেনা



৮| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

নষ্ট ছেলে বলেছেন: নিজের কাছে কতগুলো প্রশ্ন করুনঃ

হেফাজতিরা কেন কোরআন শরীফে আগুন দিবে?

কোরআন শরীফে যদি আগুনই দিবে তাহলে ১৩ দফা দাবি নিয়ে এত আন্দোলন কেন?

এই হুজুরদের কোনআন হাদিস ছাড়া কোন দুই পয়সার দামও নাই। সেই জায়গায় তারা কেন কোরআন শরীফে আগুন দিবে।

শাহবাগে নাচ-গান হত আর শাপলা চত্ত্বরে জিকির, হামদ, নাত হত। সবাই জামাতে নামাজ পড়ে। কোরআন-হাদিস কারা বুকে আগলে রাখে?

ধরে নিলাম তারা ধর্ম ব্যবসায়ী! তাহলে কোরআন শরীফে আগুন দিলে তারা কি দিয়ে ব্যবসা করবে?

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: http://www.yt.g00p.com/watch?v=A28gUnhr67Q


উন্নতমানের বলদ ছাড়া সবাই এই ভিডিও দেখলে বুঝতে পারবে .........


হেফাজতে ইসলামের আসল রুপ ........

আরো প্রমান আছে ,
নেট প্রবলেম , পরে দেব

৯| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

রিয়াজ৩৬ বলেছেন: ব্রেইনওয়াশড তো হইছেন ই, তবে আইওয়াশড হয়ে গেলে সারাজীবন ''গোবরযুক্ত অপদার্থ'' ই থেকে যাবেন।

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ভরযুক্ত অপদার্থ বলেছেন:


ভাই , ব্রেইনওয়াশড কে হইছে , তা পরিষ্কার বোঝা যাইতেছে ,
http://www.yt.g00p.com/watch?v=A28gUnhr67Q


এটা দেখুন , উন্নতমানের বলদ ছাড়া সবাই এই ভিডিও দেখলে বুঝতে পারবে .........

১০| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মো ঃ আবু সাঈদ বলেছেন: যারা নিজের বুকে কুরআন ধারণ করে তারা কুরআনে আগুন দেয় না।

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: আজকে যেই কাজটা হেফাজত জামাত শিবির করল, মানে প্রবিত্র কোরান এবং হাদীস পোড়াল , সেই কাজ সত্যি যদি কোন ইসলামবিরোধী বা অন্যধর্মের কেউ করত আপনার কি প্রতিক্রিয়া হত ? এই দেশের আলেম সমাজের কি প্রতিক্রিয়া হত ? সেই প্রতিক্রিয়া কি আসলেই হচ্ছে ?

আলেম সমাজ ঘুমায় ? নাকি তাদের কাছে কোরানের মূল্য নেই ? রাস্তায় তো কাউকেই দেখলাম না , নাকি আস্তিক রা এই কাজ করেছে বলে মাফ ? ধর্ম রক্ষার দায়িত্ব কি হেফাজতের ? কোরান পুড়িয়ে ?

১১| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

জুবায়ে১২ বলেছেন: চরিত্রহীনতা আর বদচরিত্রের অধিকারী বলেই হিফাযতে জামাতিরা মিথ্যা প্রোপাগান্ডা চালায়।এদের বদচরিত্রের নমুনা দেখুন ।

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ভরযুক্ত অপদার্থ বলেছেন: অনেক তথ্যমুলক পোস্ট ,
হেফাজতিদের স্বরুপ প্রকাশে পাশে থাকবেন

১২| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২

বিডি আমিনুর বলেছেন: যারা নিজের বুকে কুরআন ধারণ করে তারা কুরআনে আগুন দেয় না।
এই কাজ করে তোমাদের মত কুত্তালিগের কুত্তারা।

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ভরযুক্ত অপদার্থ বলেছেন: তুমি যখন বলো "যুদ্ধাপরাধীদের বিচারের চেয়ে ব্লগারদের বিচার করা জরুরি", আমি তখনি তোমাকে চিনে ফেলি।
তুমি যখন বলো "হেফাজতের সব দাবী কিন্তু খারাপ না", আমি তখনি তোমাকে চিনে ফেলি।
তুমি যখন বলো "দিগন্ত চ্যানেল হয়ত ভুল তথ্য দেয় কিন্তু এর সম্প্রচার বন্ধ করাটা ঠিক হয়নি", আমি তখনি তোমাকে চিনে ফেলি।
তুমি যখন বলো "আমি তোমার চেয়ে অনেক বড়, দেশ সম্পর্কে তোমার চেয়ে বেশি জানি", আমি তখনি তোমাকে চিনে ফেলি।
তুমি যখন বলো "এতদিন পরে যুদ্ধাপরাধীর বিচার করে কি হবে?" আমি তখনি তোমাকে চিনে ফেলি।

তুমি যখন বলো , তুমি যখন বলো একটু ভাবো- যেখানে পবিত্র কোরান পোড়ানো হয়েছে তার সামনে আওয়ামী লীগ কার্যালয়, তোমাকে আমার চিনতে সমস্যা হয়না।

১৩| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

এম. মাসুদ আলম. বলেছেন:

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ভরযুক্ত অপদার্থ বলেছেন: বলদগুলার আরো বেশি শস্তি হওয়া উচিত

১৪| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

এম. মাসুদ আলম. বলেছেন: @নষ্ট ছেলে, ১৩দফা হচ্ছে হেফাজতিদের ভন্ডামী। জমাতের কাছ থেকে কোটি টাকার মিশন এটি। হাটহাজারীতে মাহমুদুর রহমানের বৈঠক সে কথা প্রমান করে।

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন:
আমেরিকাতে যেসব কোরান পাওয়া যায়, সেগুলি নিশ্চয়ই দামী, কারণ আমেরিকা ধনী দেশ। সেখানে যদি কেউ কোরান পোড়াইত, তাইলে দেখতেন ধর্মানুভূতির সংজ্ঞাসহ উদাহরণ।

Terry Jones নামের বদ্ধ পাগলটা যখন কোরান পোড়ানোর ব্যবস্থা করছিল, তখনের কথা মনে আছে না?

১৫| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

জাহি বলেছেন: স্বার্থবাদী মিডিয়া যুবলীগের সন্ত্রাসীদের বাঁচাতে মরিয়া

দেখেন ভাইজান , আপনি একজন আম্বালিগ এর কুত্তা বুজেনেন

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ভরযুক্ত অপদার্থ বলেছেন:
ভাবছিলাম পোস্টে গালি দেব না ,
এবার আপনাকে তুই করে বলি ,

থাপ্রাইয়া কান ছিড়া ফেলব ,
যা ভাগ , মেশিনম্যানের পুটু মারা খা গিয়া ........

১৬| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

প্রকৃতির প্রতিফলন বলেছেন:
দয়াকরে এই পোষ্টটি পড়ুন

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ভরযুক্ত অপদার্থ বলেছেন:
বুঝলাম , ছাগুরা ফটোশপে এখনও অনেক কাচা ........
আরো ভালো করে শিখতে হবে .....।

১৭| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মোঃ জহিরুল ইসলাম বলেছেন: ফটোশপের দোহাই আর কত দেবন ? দিগন্ত বন্ধ আসল প্রকাশ হয়ে যাবে তার ভয়ে । কি অবাক কে ছাগু কাকে ছাগু বলে ।

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৪০

ভরযুক্ত অপদার্থ বলেছেন: হ ভাই ,
যুদ্ধাপরাধী সাইদিকে চাঁদে দেখা গেছে ,

প্রকৃত ঘটনা হল ,

উন্নতমানের বলদ ছাড়া সবাই এটা বুঝতে পারবে .........



১৮| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মোঃ জহিরুল ইসলাম বলেছেন: সরকার মিডিয়া কে কেন যেতে দেই নি?, কেন রাতের আধারে হত্যা কান্ড চালিয়েছে ? কেন রক্তের দাগ ধুয়ে ফেলা হয়েছে এই প্রশ্ন গুলা যদি আপনার ভিতরে না আসে তাহলে আপনিও জেগে জেগে ঘুমাচ্ছেন

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৪৩

ভরযুক্ত অপদার্থ বলেছেন: যদি সত্যিই ২৫০০ জন মারা যেতো এবং তাদের লাশ পাওয়া যেতো তাহলে বিএনপি খুব খুশি হতো। বর্তমানে দলটি মৃত্যুর জন্য আল্লাহর কাছে প্রার্থনাও করে হয়তো।


গুলি খেলেই লাশ হয়ে যায়? বুঝলাম হলো। তা লাশ গেল কৈ? লাশের মা-বাপ আত্মীয় স্বজন কৈ? লাশ তো খেয়ে ফেলা যায় না।

১৯| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:২৩

শিক্ষানবিস বলেছেন: এটি একটি অত্যন্ত ইতিবাচক যে, মুসলমানেরা আগের চেয়ে অনেক বেশী সচেতন। তারা সত্য ও মিথ্যা চিনতে পারছে।
ধর্মীয় বিষয়ে শুধু ধর্মীয় স্কলারদের কথাই তারা মানছে। আর মতলবাজ মিডিয়া যা বলছে তা বিশ্বাস করছে না।

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৪৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: প্রশ্নঃ কিহে ব্রাদার, হেফাজতীরা কোরান পোড়াল তাতে তোমাদের ধর্মানুভূতিতে আঘাত লাগলো না?
উত্তরঃ ঐ যে একটা প্রবাদ আছে না- কৃষ্ণ করলে লীলাখেলা আমরা করলেই দোষ!

সম্পুরক প্রশ্নঃ আব্বে হালায়, মুসলমানরা কোরান পোড়াইছে আর তুমি হিন্দু প্রবাদ দাও কিল্লাই?
সম্পুরক উত্তরঃ ইসলামী প্রবাদ দিয়ে আবার ধর্মানুভূতিতে আঘাত দিতে যাব নাকি!

শেখার বিষয়ঃ ধর্মানুভূতিতে আঘাত কেবলমাত্র অন্য ধর্ম পালনকারীরা বা নাস্তিকরাই শুধুমাত্র ইসলাম ধর্ম পালনকারীদের দিয়ে থাকে।

২০| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৪

গারো হিল বলেছেন: ফার্মগেটে গেসিলাম।

লোকজন বলতেছে স্বেচ্ছাসেবকলীগের দেবাসীস নাকি আগুন দিয়েছে।

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৩১

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ছাত্রলীগ আর জালিম সরকারের গুন্ডা পাণ্ডারা কোরান শরীফ আর দোকানপাট পুড়াইল, ভবন লুটপাট ও ভাংচুর করল কিন্তু মতিঝিলের ইসলামী ব্যাংকের কোন কিছু লুটপাট বা ভাংচুর করল না।। কি খারাপ নাস্তিক ছাত্রলীগ।। দালাল।।

২১| ০৮ ই মে, ২০১৩ রাত ৩:২৪

নষ্ট ছেলে বলেছেন: গণহত্যার এই খবর সব জায়গায় ছড়াইয়া গেছে।
মসজিদ, মাদ্রাসার হুজুররা যখন খুদবায় এই গণহত্যার কথা প্রচার করবেন তখন ক্যামনে ঠেকাইবেন?
স্থানীয় আওয়ামী ও বিএনপি নেতা কর্মী সবই চোর, বাটপার, সন্ত্রাসী। এদের কথা কেউ বিশ্বাস করে না। হুজুরদের কথাই বেশির ভাগ মানুষ বিশ্বাস করবে।
হেফাজত কোরআন পোড়াইছে নাকি পোড়ায় নাই তা বুঝানোর জন্য আমি যেই প্রশ্নগুলো করলাম এইগুলোই যথেষ্ট। মসজিদের প্রায় সব ইমাম ও মুয়াজ্জিনই কওমী মাদ্রাসার।
উপায় একটা আছে যদি মসজিদ, মাদ্রাসা বন্ধ করতে পারেন।

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৩৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: চিন্তা করুন তো লীগ সারা বাংলাদেশের স্কুল থেকে ২০ লাখ মতো শিশুদের ধরে আনলো, সমাবেশ করে দেখিয়ে দিলো তোদের ২০ লাখ সর্মথক আছে । কেমন লাগতো আপনাদের ?
এটা কোনো মনবিকতা হলো , শিশুরা নিজেরা তো কোনো সিদ্ধান্ত দিতে জানে না । তাদের জোর পূর্বক কাজ করানো কোন ধরনের মানবিকতা ?
মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে হেফাজতের সর্মথক হয় ? তারা কি স্বেচ্ছায় সমর্থন দিয়েছে ?
নাহ ।
শিশুদের কোমল মন কে নিয়ে যে নোংরা খেলা আজ দেখালো হেফাজত তা শুধু তাদের পক্ষিই সম্ভব !!!

২২| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:০৫

প্রকৃতির প্রতিফলন বলেছেন: মতিঝিলে কোন মানুষ নিহত হয় নাই !! কথা এক দমই সইত্য!!


সংসদে দাড়িয়ে হাসিনা বলেছিলেন সাভারে ৩০-৪০ জন মানুষ মারা গেছে !!কথা এক দমই সইত্য!!


সংসদে দাড়িয়ে হাসিনা বলেছিলেন রানা আম্লীগের কেউ না !!কথা এক দমই সইত্য!!


সারা বিশ্বের সামনে সিএনএনের ক্রিস্টিয়ানা আমানপুরের সাথে হাসিনা বলেছিলেন রানা আম্লীগের কেউ না !!কথা এক দমই সইত্য!!


১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ভরযুক্ত অপদার্থ বলেছেন: দি সত্যিই ২৫০০ জন মারা যেতো এবং তাদের লাশ পাওয়া যেতো তাহলে বিএনপি খুব খুশি হতো। বর্তমানে দলটি মৃত্যুর জন্য আল্লাহর কাছে প্রার্থনাও করে হয়তো।


গুলি খেলেই লাশ হয়ে যায়? বুঝলাম হলো। তা লাশ গেল কৈ? লাশের মা-বাপ আত্মীয় স্বজন কৈ? লাশ তো খেয়ে ফেলা যায় না।

২৩| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

প্রকৃতির প্রতিফলন বলেছেন: আপনি প্রশ্ন করলেনঃ
গুলি খেলেই লাশ হয়ে যায়? বুঝলাম হলো। তা লাশ গেল কৈ? লাশের মা-বাপ আত্মীয় স্বজন কৈ?

এর উত্তরটা হচ্ছে-
তাদের বেশিরভাগই এতিম ,তাদের খবর নেওয়ার কেউ নেই। আর যা খবর নেওয়ার আছে তাদেরকে আপনারা মামলা দিয়ে রেখেছেন ।

কোরআন পোড়ানো নিয়ে তিনি বলেন, ছাত্রলীগ দ্বারা যেমন বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙ্গা সম্ভব নয় তেমনি হেফাজতীদের দ্বারাও কোরআন পোড়ানো সম্ভব নয়। -এডভোকেট তুহিন মালিক

১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০

ভরযুক্ত অপদার্থ বলেছেন: মানললাম , মাদ্রাসায় যারা পড়ে , বেশিরভাগই এতিম ,...............

কিন্তু আপনারা দাবি করছেন

৩৫০০ লোক নিহত হয়েছে ,
তাদের মধ্যে, ২০০০ লোক েতিম (ধরলাম )

বাকি ১৫০০ লোকের বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই , এটা মানতে পারে েকমাত্র বলদরাই ,,,,,,,,,,,

২৪| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

এনোমালী বলেছেন: ভরযুক্ত অপদার্থ বলেছেন:
তুমি যখন বলো , তুমি যখন বলো একটু ভাবো- যেখানে পবিত্র কোরান পোড়ানো হয়েছে তার সামনে আওয়ামী লীগ কার্যালয়, তোমাকে আমার চিনতে সমস্যা হয়না

তাহলে আপনি যখন কোরআন পোড়ানো নিয়ে কঠিন চিন্তিত হন তখন আপনাকেও আমরা চিনতে পারি

আপনি কে?





আপনি কোথায় থাকেন?





অবসরে আপনি কি করেন?





মুসলিম দেখলে আপনার কি করতে মন চায়?




রাগ কইরেন না ভাই। অনেক ভণ্ড দেখি, দেখতে দেখতে সহ্য হয়ে যায়। কিন্তু আপনার মত জন্ম-ভন্ড "ইসলামপ্রেমী" দেখলে গা চিরবির করে। মনে চায় অনেক কিছু করি, কিন্তু আপনাদের লেভেল এ নামতে ইচ্ছা করে না। তাই কিছু ছবি দিয়ে চুপ করে যাই।

আবার বলি, মাইন্ড খায়েন না ভাই।

১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৩

ভরযুক্ত অপদার্থ বলেছেন: আপনাকে যদি আমি বলদ বলি ,
আপনি কি মাইন্ড করবেন

২৫| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:০৫

প্রকৃতির প্রতিফলন বলেছেন: জ্ঞানপাপী

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ভরযুক্ত অপদার্থ বলেছেন: buJlam

২৬| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:৪৮

এনোমালী বলেছেন: লেখক বলেছেন: আপনাকে যদি আমি বলদ বলি , আপনি কি মাইন্ড করবেন

করবো না যদি দূর থেকে বলেন। তবে চিরন্তন অভ্যাসবশতঃ যদি আমার পাছায় মুখ দিয়ে করেন তবে করবো। আমার পরিস্কার পাছা আপনার মুখ দিয়ে গন্ধ করতে চাইনা।

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ঠিক আছে , দুর থেকেই বলছি , আপনি একটা বলদ .................


ভাই , অন্য সবাই কি আপনার পাছায় মুখ দিছে নাকি ?

আর , আপনার পাছায় মুখ দেয়ার কোন ইচ্ছা আমার নেই ,

কারন আপনার পাছা হল ,

মেশিনম্যানের পুটুমারা খাওয়ার জণ্য................

২৭| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:৫৭

প্রকৃতির প্রতিফলন বলেছেন: কিছু কিছু অতি চালাক সুশীলরা বলছে- মতিঝিলে যে গনহত্যা হইছে তার প্রমান কি? লাশের হিসাব দাও।

ওরে সাধু সওদাগরের দল......

১। লাশের হিসাব যাতে না দিতে পারি সেই জন্যেই তো বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকার করে নেয়া হয়েছিলো।

২। লাশের হিসাব যাতে না দিতে পারি সেই জন্যেই তো আগেই সকল মিডিয়া সরিয়ে নেয়া হয়েছিলো।

৩। লাশের হিসাব যাতে না দিতে পারি সেই জন্যেই তো তড়িগড়ি করে দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিলো।

-যাইহোক আপনাদের চেতনা দিয়েই আপনাদের কিছু কথা বলি...

১৯৭১ সালেও কিন্ত পাকিস্তানী হানাদার বাহিনী রাতের অন্ধকারে দেশি বিদেশী সকল মিডিয়া সরিয়ে নিয়ে ঘুমন্ত বাঙ্গালীর উপর গনহত্যা চালিয়ে ছিলো, সকল পত্রিকার প্রেসে আগুন দিয়েছিলো যাতে করে মানুষ গনহত্যার খবর না জানতে পারে। এমনকি সাময়িকভাবে তারা সফলও হয়েছিলো কিন্ত এক সময় ঠিকই মানুষ/বিশ্ববাসী গনহত্যার খবর জানতে পারে।

আজ আমরা পাকিস্তানীদের চরম ঘৃণা করি। এদের নাম নিই চরম ঘৃনা আর ক্ষোভের সহিত। ইনশা আল্লাহ মতিঝিল গনহত্যার খবরও একদিন প্রকাশিত হবে, দেশ বিদেশের মানুষ জানতে পারবে। তারপর মতিঝিল গনহত্যা পরিচালনাকারী চেতনাধারী হানাদারদের নাম নিবে চরম ঘৃনা আর ক্ষোভের সহিত। কেননা এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তায়ালা বলেনঃ

"বলো, যখন সত্য এসে মিথ্যার সামনে দাড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যেই।"-[সূরা বনী ইসরাইলঃ ৮১]

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ভরযুক্ত অপদার্থ বলেছেন:


সরকার গনহত্যা চালাইছে। প্রফেশনাল শুটাররা উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে স্নাইপার রাইফেল দিয়ে মানুষ মারছে। সাউন্ড গ্রেনেডের শব্দের চোটে স্নাইপারের আওয়াজ শোনা যায় নাই।
: হুম। মতিঝিলে তো বিদ্যুত ছিলো না। স্নাইপাররা ঠিকমত টার্গেটে শুট করলো ক্যাম্ন?

: আরে ভাই, ২৫০০ লাশ সরানো হইছে ৯ টা ট্রাকে।
: মানে এক ট্রাকে ২৭৭ জন! একজন মানুষের ওজন নূন্যতম ৫০ কেজি ধরলেও এই মানুশগুলার ওজন ১৩ টনের বেশি। বাংলাদেশের একটা ট্রাক কি এত লোড নিতে পারে?

: সব লাশ ফেলা হইছে তুরাগ আর মেঘনা নদীতে।
: ও। তুরাগ আর মেঘনাতে তো লাখ লাখ হাঙর থাকে। আড়াই হাজার লাশ দুই মিনিটে পেটে চালান কইরা দিছে।

: মতিঝিল এলাকায় রক্তের বন্যা চলতেছে।
: এত রক্ত কোথায় গেল?
: শেষ রাতের বৃষ্টিতে ধুইয়া গেছে।
: ২৫০০ লাশের রক্ত সামান্য বৃষ্টিতেই ধুইয়া গেল?
: সামান্য বৃষ্টি না। রীতিমত তুফান আর সিটি কর্পোরেশনও ময়লা পরিষ্কারের নামে রক্তের দাগ মুইছা ফেলছে।
: দেড় ঘন্টায় এত কিছু!
: ভাই, এই জালেম সরকার সব পারে।
: আচ্ছা, একটা প্রশ্ন করি?
: করেন।
: গাঁজার দাম এখন কত?
: বৃষ্টির দিন। হাফ দামে যাইতেছে সব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.