![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।
।
।
।
।
।
.
.
।এমন কিছু কি কল্পনা করতে পারবেন , যা আপনি বাস্তবে দেখেননি ......
কৌতুহলের জন্য পোস্ট দিলাম .......
জান থাকলে াওয়াজ দিয়েন ....
২০ শে মে, ২০১৩ দুপুর ২:৪৭
ভরযুক্ত অপদার্থ বলেছেন: হুম , ঠিক ই বলেছেন.......
এক বন্ধুর সাথে এ বিষয়ে কথা হচ্ছিল .....
২| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৪৩
যোগী বলেছেন:
পারবো
ঐ মিয়া খবর কি?
কোন কিছুই সিরিয়াসলি নিবেন না, নিজের মধ্যে ডোন্ট কেয়ার মেন্টালিটি গ্রো করান।
২০ শে মে, ২০১৩ দুপুর ২:৪৮
ভরযুক্ত অপদার্থ বলেছেন: একটা উদাহরণ দিতে পারবেন ?
২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫০
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভাই আমার ঐ সমস্যাটা আমি সমাধানের চেষটা করছি ,
ভালো থাক বে ন ,
মনে রাখার জন্য ধন্যবাদ
৩| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৪৭
ভুল্কিস বলেছেন: ঘোড়ার ডিম!
২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫২
ভরযুক্ত অপদার্থ বলেছেন:
ভাই ,
আপনি ঘোড়া ও দেখেছেন ,
এবং
ডিম ও দেখেছেন ......
দুটো জিনিস ই বাস্তবে দেখেছেন,
প্রশ্ন ছিল , এমন কিছু কি কল্পনা করতে পারবেন , যা আপনি বাস্তবে দেখেননি .....
৪| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫২
যোগী বলেছেন:
রিসার্চার বা সাই-ফাই মেকাররা কি সেরকম কিছু করছে না?
২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭
ভরযুক্ত অপদার্থ বলেছেন:
ভাই ,
বিষয়টি সম্পকে আরও ক্লীয়ার ভাবে বললে বু্ঝতে সুবিধা হত .....
৫| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭
বিডি আমিনুর বলেছেন: আওয়ামী সরকারের উন্নায়নের জোয়ার!
২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯
ভরযুক্ত অপদার্থ বলেছেন:
ভাই ,
জটিল কইছেন ......
৬| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:০৫
দেখি তাই বলি বলেছেন: এমন অনেক কিছুরই মেন্টাল ইমেজ মানুষের মনে আসতে পারে। কিন্তু বর্ণনা দিতে গেলে বাস্তব কোন কিছুর নাম ধরে উদাহরণ দিতে হবে- তখন আপনি বলবেন ঘোড়াও দেখেছেন, ডিমও দেখেছেন।
২০ শে মে, ২০১৩ বিকাল ৩:১০
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভাই ,
আসলে মানষ এমনকিছু , কল্পনা করতে পারে না যা , বাস্তবে দেখেনি ,
আপনার মনে যেটাই কল্পনা করেন না কেন , সেটা আপনি কোন সময় দেখেছেন .......
হয়ত টিভিতে , হরর মুভিতে , বা অন্য কোথাও ......
৭| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮
রায়হান চৌঃ বলেছেন: জি বস.....
খালেদা & হাছিনা র lip kissing .............
২০ শে মে, ২০১৩ বিকাল ৩:২০
ভরযুক্ত অপদার্থ বলেছেন: মাইরালা , কেউ আমারে মাইরালা ..................
৮| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৫
রেজাউল করিম ০০৭ বলেছেন: ভাই আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ্ তাআলা কে কল্পনাই করে গেলাম, উনার ইবাদত
করছি কিন্তু বাস্তবে দেখিনি।
২০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬
ভরযুক্ত অপদার্থ বলেছেন: এ বিষয়ে বিতর্কে যেতে চাইনা .....
৯| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০
ভুল্কিস বলেছেন: সাত্নং কমেন্ট পৈড়া তব্ধা খাইলাম!!!
২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমিও ,পুরাই স্পীকার হয়ে গেছি
১০| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮
চলতি নিয়ম বলেছেন: যায়...
২০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪
ভরযুক্ত অপদার্থ বলেছেন: একটা উদাহরণ দিতে পারবেন ?
১১| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩
যোগী বলেছেন:
ক্লিয়ার করে বোঝানো সম্ভব হবে কিনা জানি না। কারন আপনি ঠিক কি জানতে চাচ্ছেন সেটা আমার কাছে খুব পরিষ্কার না।
১। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির কল্পনা প্রথম কোন বিজ্ঞানী কিন্তু করেনি। করেছে মোটা মুটি ভাবে বিজ্ঞানের বাইরের একজন লোক এবং সে সাইফাই ফ্লিম মেকার।
২। আমি নিজে অনেক আগে থেকে কল্পনা করতাম বৃষ্টি, কুয়াশা বা স্নো এর মধ্যদিয়ে কোন কিছু ক্লিয়ারলি কিভাবে ভিজিবল করা যায়। মোটামুটি ভাবে কল্পনায় একটা আইডিয়াও দাঁড় করিয়েছিলাম। কিন্তু গত মাসের একটা জার্নালে দেখলাম একজন রিসার্চার সেটা খুব সফল ভাবে করেছে।
৩। আমি এখনও দুইটা জিনিশ কল্পনা করি ফ্রি স্পেসের মধ্য দিয়ে কি ভাবে ম্যাটার বা পাওয়ার ট্রান্সফার করা যায় রিয়াল টাইমে। এটার জন্য আর্টিফিসিয়াল গাইড সিস্টেম তৈরী করতে হবে বলে কল্পনা করতে পারি।
যদিও এটা নিয়ে কাজ করার কোন সুজগ আমারর নাই
জানিনা আপনার প্রশ্নের সাথে এই ধারনা গুলা মিলবে কিনা !!
২০ শে মে, ২০১৩ বিকাল ৪:১২
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আপনার লেখার জন্য ধণ্যবাদ ,
আসলে আমি যে প্রশ্নটা করেছি , সেটা দার্শনিক দৃষ্টিকোন থেকে ,...............
এটার বিপক্ষে যুক্তি খন্ডন করা সহজ নয় , ......
১২| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯
লাবনী আক্তার বলেছেন: কঠিন প্রশ্ন !!!!!!!!!!!
বুজতেছিনা ...
২০ শে মে, ২০১৩ বিকাল ৪:২০
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আসলেই ........
১৩| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:২১
বলশেভিক বলেছেন: দেখা হল একটা ভিযুয়াল প্রসেস।একজন ভিযু্য়্যালি ইমপেয়ারড ব্যাক্তির জন্যপ্রশ্নটা হবে এমন কিছু কি কল্পনা করতে পারবেন , যা আপনি বাস্তবে শোনেননি,স্পর্শ করেননি,গন্ধ পাননি,আস্বাদন করেননি।থিওরিটিক্যালি সাইট,টাচ,টেইস্ট,হিয়ারিং,স্মেল যদি কারো না থাকে সে পিউর পারসেপশন কনসিভ করতে পারবে।অন্য ভাবে বললে একটি আইসোলেইটেড ব্রেইন।কিন্ত ব্রেইনকে কাজ করতে হলে এনার্জি লাগবে।অতএব একে থার্মোডাইনামিক্যালি আইসোলেট করা যাবেনা(আনলেস পারপেচু্য়াল এনার্জি সোর্স থাকে)
কিন্ত এর কোনো ইমপিরিকাল ইমপ্লিকেশন থাকবে না।
আবার যদি সেন্সরি পারসেপশনকে এক্সটেন্ড করা হয়... ভিযিবল লাইটের জায়গায় আপনি ইনফ্রারেড দিয়ে দেখেন তাহলে আনেক কিছু দেখতে পারবেন।এলিমেনটারি পার্টিকল আপনি কখনো "দেখতে" পাবেন না কিন্ত
পার্সিভ করতে পারবেন।এটা সম্ভব হয়েছে নানা ধরনের সেনসরের যৌথ ব্যাবহারে।
আবার একটা হাইপারকিউব বা টেসারেক্টকে বা ফোটন স্পিন দেখার চেষ্টা করুন।আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
২০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৬
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভালোই লিখেছেন ,
কিন্তু এমন কিছু তো কল্পনা কর যায় না , যা ামরা ৫ ইন্দ্রীয়ের সাহায্যে প্রত্যক্ষ করিনি .....
১৪| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৬
উৎস১৯৮৯ বলেছেন: রায়হান চৌঃ বলেছেন: জি বস.....
খালেদা & হাছিনা র lip kissing .............
:> :-<
:#> মিশ্র প্রতিক্রিয়া।
২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩০
ভরযুক্ত অপদার্থ বলেছেন:
১৫| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
বলশেভিক বলেছেন: সরাসরি ব্রেইনের উপর ফিযিকাল,কেমিকাল প্রয়োগ করে সম্ভব হবে পারে।কিন্ত
সেটা হবে ট্রানসেডেন্টাল এক্সপিরিয়েন্স।মাদকসেবিরা এরকম অনেক দাবি করে।কলিন উইলসনের মাইন্ড প্যারাসাইট নভেল এর শুরুতে বারট্রান্ড রাসেলের একটা উক্তি আছে...
I must, before I die, find some way to say the essential thing
that is in me, that I have never said yet - a thing that is not love or
hate or pity or scorn, but the very breath of life, fierce and coming
from far away, bringing into human life the vastness and the fearful
passionless force of non-human things...
BERTRAND RUSSELL Letter to Constance Malleson, 1918
quoted in My Philosophical Development p. 261
আপনি মনে হয় এই নন হিউম্যান থিং এর খোজ করছেন।
২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আসলে আমি , আমার এই কথার বিপক্ষে ........
কোন জোরালো যুক্তি আশা করছি ......
১৬| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯
যোগী বলেছেন:
তাহলে মাতৃ গর্ভে পুলাপাইনের ব্রেন রিড করে দেখতে হবে।
শুনেছি ঐ খানেও পিচ্চিরা স্বপ্ন দেখে, তাহলেতো কল্পনাও করতে পারে কোন কিছু।
২১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন: মাতৃ গর্ভে
পিচ্চিরা স্বপ্ন দেখে , আমি ও শুনেছি ,
ব্রেন রিড করে বোঝা যাবে কিনা , সে বিষয়ে সন্দেহ আছে ,
এ গবেষণা করার সময়
( RIM ) এর উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে ......
১৭| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: 7 নাম্বার কমেন্ট পইড়া আমার জীবের সব প্যারাডক্স সলভ্ হইয়া গেছে....
অমানুষিক হইছে ব্যাপারটা....
২১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৫
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভাই সাত নং কমেন্টদাতা তো হিট হইয়া গেল .........
একেই বলে লাকী সেভেন ......
১৮| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৯
নতুন বলেছেন: মানুষের HDD পুরাই ব্লাংকই থাকে.... সে শিশু বয়স থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে তাই তার জীবনে পরে কলপনায় তাই ব্যবহার করে সবাই...
কিছু মানুষ কিন্তু স্বপ্নে আল্লাহ কেও দেখে বলে দাবি করে >> তারদের দাবি আল্লাহও দেখতে মানুষের মতন...
এলিয়ান/জীন/ভুত সবই আমাদের দেখা জিনিসেরই বিভিন্ন রুপ...
২১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৭
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমিও তাই জানি ,
তাই এই প্রশ্নের বিপক্ষে যুক্তি আশা করছি .....
১৯| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:২২
নতুন বলেছেন: এই জন্যই তো আমি মিরাকেলে বিশ্বাস করি না...
তাই সব ভন্ড পীর বাবাদের বিপক্ষে ...
২১ শে মে, ২০১৩ বিকাল ৫:২৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমি ও সব ভন্ড পীর বাবাদের বিপক্ষে ...
২০| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
রায়হান চৌঃ বলেছেন: সত্যি বলছি.....
বাজে মন্তব্যের জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি....
মনের একান্ত ইচ্ছা, আমাদের জাতীয় বেয়াদফ, চোর চোট্টা, ছেছরা গুলো একবার যদি সম্মিলিত ভাবে কাজ করতো...
খুব বাজে ফিল করি যখন দেখি আমাদের নেতা পর্যায়ে চোর ছেছরা য় ভরা, খুব বাজে লাগে যখন দেখি সন্ত্রাসি গুলো বাংলা র পতাকা লাগিয়ে ঢাকা টাউন চষে বাড়ায়... খুবেই নোংরা ফিল করি যখন দেখি ঢাকা ইউনির্ভাসিটির টিচার গুলো সন্ত্রাসি দের সার্টিফিকেট দিয়ে থাকেন..
আর নিজেদের খুব ঘান্দা মনে হ্য় যখন দেখি ভোটের পূর্ব ৫ টা চা এর কাছে বেছে দিয়ে ..... দেদাছে ঘুরে বাড়াই.... আর খানকি দালালের মতো হাঁসি দিয়ে থাকি..... ছি.......!!!!!
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ভরযুক্ত অপদার্থ বলেছেন: দুঃখ প্রকাশ করার মত কিছু বলেন নি আপনি ,
আপনার মন্তব্যেটি অনেক বুদ্ধিদীপ্ত আর ব্যতীক্রমী হয়েছে ......
ভালো থাকবেন
২১| ২১ শে মে, ২০১৩ রাত ৮:০১
চলতি নিয়ম বলেছেন: একটা বোকা সোকা প্রশ্ন করি?
গাড়ি বা টিভি....এগুলা মানুষ কি দেখে কল্পনা করেছে?
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ভরযুক্ত অপদার্থ বলেছেন: দেখুন গাড়ি বা টিভি একদিনে এ পর্যায়ে াসেনি ......
চাকার আবিষ্কারের পরে ,এটাকে ডেভেলপ করে বর্তমানে এসেছে....
২২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:২৬
দুরন্ত সাহসী বলেছেন: নাহ,সম্ভব না।মানুষ যা কল্পনা করে তা বাস্তবতাকে ঘিরেই,হোক সেটা একক ক্ষুদ্র অংশ নিয়ে।বাস্তবতার কোন একক অংশ ব্যতিতা কি কিছু কল্পনা করা সম্ভব? আমারতো মনে হয়না।
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
ভরযুক্ত অপদার্থ বলেছেন: স হমত .....
আমিও তাই জানি
২৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ৮:০১
চলতি নিয়ম বলেছেন: লেখক বলেছেন: দেখুন গাড়ি বা টিভি একদিনে এ পর্যায়ে াসেনি ......
চাকার আবিষ্কারের পরে ,এটাকে ডেভেলপ করে বর্তমানে এসেছে....
আমিও ভেবেছিলাম আপনি এমন কিছুই বলবেন। চাকা হয়তো কোনো কিছু দেখে কল্পনা করেছিলো বাট পরের ডেভলপমেন্ট এর অনেক কিছুই কিন্তু কেনকিছু না দেখে করেছে। আজকে আমরা কম্পিউটারে যেসব কাজ করছি সেগুলো হয়তো কম্পিটারের জন্মের সময় কেউ কল্পনাও করে নি। আজকে আমরা ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে কোনো ডকুমেন্ট হুবহু ট্রান্সফার করতে পারি তারের মাধ্যমে বা তার বিহীন ভাবে। একই ভাবে যে মানুষ ট্রান্সফার করা যাবে না আজ থেকে বহু বছর পরে সেটা কে বলতে পারে।
তাহলে, টিভি আবিস্কার কি দেখে করেছে মানুষ?
২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ,
আসলে টিভি আবিষ্কারের আগে মানুষ উদ্ভাবন করেছে স্থিরচিত্র মানে ক্যামেরা ,
তারপরে মানুষ ভেবেছে কিভাবে একটা স্থিরচিত্র কে বেতার বা তারের মাধ্যমে দুরে পাঠানো যায়
, আর আোনেকগুলো স্থিরচিত্র মিলেই চলচিত্র হয় ,.........
এখন আপনি যদি বলেন , স্থিরচিত্র কি দেখে আবিষ্কার করেছে ?
তার উত্তর হল , স্থিরচিত্র আবিষ্কার বহু আগেই হয়েছে ..... যেমন মানুষ যদি কোন ছবি আকে সেটা কে স্থিরচিত্র বলা যায় .......
মানুষ তার নিজের প্রয়োজনে শিকারের জন্য সর্বপ্রথম ছবি আকে ,,,,,,,,,,,
আপনি গুহাচিত্রের কথা শুনে থাকবেন হয়ত......
আশা করি বুঝতে পেরেছেন ..
২৪| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩
ম্যাভেরিক বলেছেন: আপনি অধিবিদ্যার (metaphysics) গভীর একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন কোনো জিনিসের সত্তাতাত্ত্বিক অবস্থান (ontological status) সম্পর্কে, অথচ আপনার পোস্টের শিরোনামে জ্ঞানতত্ত্বের (epistemology) মাধ্যম-প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন কেবলমাত্র "দেখা (see)"কে!
কিন্তু আমরা জানি, জন্মান্ধ মানুষ হাতি না দেখলেও, তারা হাতি কল্পনা করতে পারেন।
পরবর্তীতে আপনি আপনার বক্তব্য পরিবর্তন করলেন, জ্ঞানতত্ত্বের মাধ্যম হিসেবে বললেন "পঞ্চ-ইন্দ্রিয়ের কথা", যদিও যুক্তি দেয়া যায়, পঞ্চ-ইন্দ্রিয়ের সাহায্যে ঘোড়া ও ডিম দেখা আর ঘোড়ার ডিম কল্পনা করা এক জিনিস নয়।
আসলে আপনার অবস্থান হচ্ছে অভিজ্ঞতাবাদী (empiricist), কিন্তু দর্শনে এটিই একমাত্র অবস্থান নয়। উদাহরণস্বরূপ, ১, ২, ৩, -৬, ... এ সংখ্যাগুলো আমরা চক্ষু দিয়ে দেখিনি, কর্ণ দিয়ে শুনিনি, নাসা দিয়ে শুঁকিনি, জিহ্বা দিয়ে স্বাদ নেইনি, ত্বক দিয়ে স্পর্শ করিনি, কিন্তু এগুলো আমরা কল্পনা করতে পারি। এটিও দর্শনের আরেকটি মত।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আপনার সুন্দর ব্যাখ্যার জন্য ধন্য বাদ ........
পোস্টের শিরোনামে জ্ঞানতত্ত্বের (epistemology) মাধ্যম-প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন কেবলমাত্র "দেখা (see)"কে!
াসলে আমার পোস্টের শিরোনামে ামি যদি বলতাম ,
এমন কিছু কি কল্পনা করতে পারবেন , যা আপনি পঞ্চ-ইন্দ্রিয়ের সাহায্যে কল্পনা করেন নি ......
এমন কিছু কি কল্পনা করতে পারবেন , যা আপনি বাস্তবে দেখেননি .........
উপরটার টার চেয়ে , নিচের টা কি ভালো শোনায় না ........ ?
আমি একারনেই শিরোনামটা এমন দিয়েছি ......
আপনার লেখার জন্য ধ
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৩ দুপুর ২:৪১
সিদ্ধার্থ. বলেছেন: মহাবিশ্বে নেই ...এমন কিছু কল্পনা মানুষ করতে পারে না ।এটা একটা বিখ্যাত প্যারাডক্স ।