![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঠিক বলছি
শুনে রাখো
হৃদয়ের কার্নিশ জুড়ে যে ঝড় বইছে
পুর্ব সব রেকর্ড ভেঙে তা হয়তো
প্রকটরুপে ধেয়ে আসবে তোমাদের দিকে,
অচিরেই
সাবধান
অন্তরের অগ্নিস্ফুলিঙ্গটাকে জিইয়ে রেখেছি এতকাল
আজ ওরা নিজেরাই বিদ্রোহী
না জানি কখন জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে
সব অনাচার,
এতদিন আমার দুহাত আমার কথা শুনেছে
শান্ত ও পরশ ছোঁয়া পেয়েছ তোমরা
কিন্তু আজ ওরা লৌহদণ্ড রূপ ধরে
বিপ্লবী স্বত্তায় জাগ্রত,
পিছু হটো
নয়তো এ লৌহদণ্ডের কাছে পরাস্ত অপদস্থ হতেই হবে,
শুনে রাখো
আমিও আজ জাগ্রত
মৃত্তিকার মত বিপর্যস্ত শরীর মনে
অনেক নির্যাতন সয়েছি,
হে জালিম,দুষ্টের লালনকারি
সাবধান!
আমি আসছি,আমরা আসছি,
মহাকালের মহাশক্তি নিয়ে!!
©somewhere in net ltd.