![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত এখন অনেক নিষ্ঠুর!
এখন রাত হলেই মনে হয় কষ্টের জমানো জলকণায় নক্ষত্রের রুপগুলো আর কখনওই ঝরে পরবে না।
রাত কতটা নিষ্ঠুর হতে পারে তুমি জানো না। এখন রাত আসলেই আন্দিজ পর্বতের ভাজে রাখা বরফজমা মিহি প্রেম শিরদাঁড়া উঁচু করে নাড়িয়ে দেয় সহস্রকর তন্দ্রাচ্ছন্ন মন। এখন রাত আসলেই বঙ্গোপসাগরের তল থেকে হাতছানি দিয়ে ডাকে জলকন্যার ছদ্মরূপে হাঙরের প্রেতাত্মা।
রাত এখন অনেক নিষ্ঠুর!
তুমি জানো তো, এখন রাত নামে আর ডাকি না, রাত্রি কিংবা রজনীতে স্ত্রীলিঙ্গ করে নিয়েছি, অলসগতির মননে ঘুণ ধরেছে জানি, জানি অবশিষ্ট কোনই ভালোবাসা নেই হৃদয়ে, তবুও রাত্রি এখন বড়ই নিষ্ঠুর, রজনীর অলিগলিতে শুধু কষ্টের অশ্রুনীর। জীবনের অলিগলিতে রাত্রির অন্ধকার চাঁদের বুক থেকে ভালোবাসা হিচড়ে নামিয়ে দেয়।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪
গালিব আফসারৗ বলেছেন: প্রতিটি রাত বিষাদময়, শুধু চোরদের কাছে ছাড়া
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
রাত ভালো না, চুরি ডাকাতী বেশী হয় রাতে