![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন কোকিল আর কাকে কোন পার্থক্য খুঁজি না,
বসন্ত আর শীতের ফারাক ধরতে একগলা পানিতে নামতে হয়,
দিন আর রাতের মাঝে আলো অন্ধকারের খেলা,
কর্মব্যস্ত জীবনের মোহময়তা,
আমার কাছে একই সুর বাজিয়ে যায়,
আমি বাউফলের খোসা ছাড়িয়ে উনুনমুখী হয়ে বসে থাকি,
মনের মাঝে উঁচু উঁচু গাছ
বুকের মাঝে নিচু নিচু শেকড়
দেহের মাঝে শুষ্কাক্ষী মরা বন
পায়ের কাছে ধ্বংসকাল।
স্তুপকায় ভালোবাসা যখন কৃষ্ণসাগর পেরিয়ে ভুমধ্যসাগরের কূলছাড়া
আমি আছড়ে পড়ি পুরাতন স্মৃতিপথে
আশায় থাকি,
কেউ আসুক
হাতদুটি ধরে বলুক "উঠে এসো প্রেমে ভর করে "
আমি তখন এলোমেলো জগত ছেড়ে চলে আসি নির্ভারে,
কিন্তু হায়!
আমার আলপিন বেঁধা হৃদয়ের ক্ষত তেমনই থাকে,
নক্ষত্রের নিয়ন আলোয় কেউ আসেনা,
আমি বরষণে।
১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৬
গালিব আফসারৗ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২০
একজন সত্যিকার হিমু বলেছেন: ভালো লিখেছেন ।
১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫১
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
কানিজ রিনা বলেছেন: ভাললাগল