নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

হেল্প পোস্টঃ ভবতারিণীকে কেন বিয়ে করল রবীন্দ্রনাথ?

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন তাদেরই বাড়িতে সামান্য বেতনে চাকরী করা বেণীমাধবের মেয়ে ভবতারিণীকে। বিয়ের দিন কবির পিতা, ভাই ও বড়বোন বিয়েতে ছিলেন না।

রবীন্দ্রনাথের বিয়ে নিয়ে বিশাল একটা প্রশ্ন আমার মনে খেলে যায় সহজেই।
শহুরে জমিদার, সম্ভ্রান্ত ঠাকুবাড়ির উজ্জ্বলতম সদস্য, এক সৌম্যকান্তি, বিলেত ফেরত, উঠতি সাহিত্যিক, ২২ বছরের এক আকর্ষণীয় যুবক রবীন্দ্রনাথের সঙ্গে-
প্রায় কপর্দকহীন, অজপাড়াগাঁয়ের এক পরিবারের প্রায় নাবালীকা (৯ বছর), অশিক্ষিতা ছোট এক বাচ্চা মেয়েকে কেন বিয়ে করতে হয়েছিলো?
যার জন্য কবির স্ত্রী মরার আগ পর্যন্ত কবিকে আক্ষেপ করে কাটাতে হয়েছে?
সাহিত্যসচেতন আমার কোন ব্লগার বন্ধুর কাছে কি এর সঠিক ব্যাখ্যা আছে? জানা খুব প্রয়োজন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



কবি কোথায়, উনাকে সরাসরি প্রশ্ন করুন।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: এর উত্তর আমারও অজানা,আশা করি অন্য ব্লগার বন্ধুদের কাছে জানা আছে,,,,,,......................।

১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১১

গালিব আফসারৗ বলেছেন: অন্য ব্লগার বন্ধুরা দেইখা চইলা যাইব, উত্তর দিবোনা,

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: চাঁদগাজী বলেছেন:



কবি কোথায়, উনাকে সরাসরি প্রশ্ন করুন।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

গালিব আফসারৗ বলেছেন: চাঁদগাজী বলেছেন, কবি কোথায়? উনাকে সরাসরি প্রশ্ন করুন।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১

জাহিদ অনিক বলেছেন: যতদূর জানা যায় পরে ভবতারিণীর নাম বদলে মৃনালীনি করা হয় । কিন্তু কেন করেছিলেন সেবিষয়ে কিছুই জানি নে ভাই ।
ভাল লেগেছিল, প্রেম প্রনয় হবে হয়ত

১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৪

গালিব আফসারৗ বলেছেন: প্রেম প্রণয় না। তার জীবনীতে এরকম কিছু নেই।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১

আরাফাত হোসেন অপু বলেছেন: কবির হটলাইন নাম্বার বন্ধ। খোলা থাকলে তো জিগগাশ করা যেত ই। এনিওয়ে চাদগাজী ভাইয়ের কাছে নাম্বার থাকতে পারে!!!!!!

১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৬

গালিব আফসারৗ বলেছেন: চাঁদগাজী ভাইকে বিশেষ অনুরোধ, কবির নাম্বারটা প্লিজ দিবেন, একটা ছন্দও মিলাতে পারছিনা

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯

সাধুভাষা৭১ বলেছেন: উনার এই বিবাহ হইয়াছিল উনার এক বউদিদির মৃত্যুর পরে। হয় সেই শোক (অনেকটা) কাটাইবার জন্য, অথবা (পড়ুন অনেকটা) সামাজিকতা রক্ষার খাতিরে হয়ত এই বিবাহ করিতে হইয়াছিল।

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

গালিব আফসারৗ বলেছেন: অনেকটা সেরকমই

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২

কানিজ রিনা বলেছেন: রাজকন্যা রাজপুত্রও কখনও কখনও এমন বিয়ে করে । যুবক যুবতী বলে কথা।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মনিবের দৃষ্টি সব সময় চাকরাণীর উপর থাকে। রবীন্দ্রনাথ তার ব্যতিক্রম ছিল না। তিনি তার দায়িত্ব পালন করেছেন।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৩

কালীদাস বলেছেন: হালার পো হালায় মনে অয় লুইচ্চা আছিল :D

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

গালিব আফসারৗ বলেছেন:

১১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৬

গালিব আফসারৗ বলেছেন:
আমি যতটুকু জানি,

রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ খুলনার সুফি খানজাহান আলী দ্বারা প্রভাবান্বিত হন, তিনি খানজাহানের ভাবশিষ্যও ছিলেন। এজন্য রবীন্দ্রনাথের বংশকে বলা হতো পিরালী ব্রাক্ষ্মণ বংশ। পিরালী ব্রাক্ষ্মণরা ছিল বংশ হিসাবে খুবই ছোট এবং রক্ষণশীল। বাংলার অন্য ব্রাক্ষ্মণদের সাথে অনেকটা সীমিত ছিলো। আর অন্য বংশে বিয়েশাদীর ব্যাপার টা ছিলো একেবারেই নিষিদ্ধ। তাই পিরালী ব্রাক্ষ্মণরা তাদের বিয়েশাদিগুলো নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতো। কিন্তু বংশটি ছোট হওয়ায় উপযুক্ত বয়সী পাত্র-পাত্রী মেলানো প্রায়ই দুরূহ হয়ে পড়ত। তাই রবীন্দ্রনাথের যখন বিয়ের বয়স হয় তখন উপযুক্ত বয়সের ও উপযুক্ত ঘরের পাত্রী পাওয়া যায়না। আর সেজন্যই কবির বিয়ে দিয়ে দেওয়া হয় খুলনার ফুলতলীর পিরালী ব্রাক্ষ্মণ ঠাকুরবাড়ির চাকর বেণীমাধবের মেয়ে ভবতারিণীর সাথে, যখন তার বয়স মাত্র ৯ বছর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.