![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
||এক||
যার যা ইচ্ছে তা করছে,যা'চ্ছে তাই রটে
দেশটা এখন মগের মুল্লক বটে,
দেশজনতার বিষফোঁড়া
ক্ষমতালোভী নেতারা
বিপ্রতীপ ডেমোক্রেসি মরা নদীর তটে।
||দুই||
জীবন চাহেত দিও তব সুখের ডালি
বাস্তবতায় দিও তিক্ত স্বপ্নগুলি
ফুলকলি ফুটিলে
প্রজাপতি জুটিলে
আমরণ বসুধায় পাবে তুমি প্রেমাঞ্জলী।
||তিন||
এটা কী জীবন সায়াহ্নবেলা,পরগাছার মত চলেছি পথ
চারদিকে আনন্দ উল্লাস,অথচ আমি নিশ্চুপ রথ
আশাগুলি উড়ে গেল
স্বপ্নও ফুরে গেল
বেচে থাকা(?)নিয়ে অতীত জীবনের নিদারুণ ক্ষত।
||চার||
একদা এক বিদ্যেভরা পন্ডিতমশাই বলেন
"মায়ের কোলে কেমন করে ছোট্টশিশু আসেন?"
"বলুন মশাই শুনি
মুর্খ কি আর জানি"
"মা তাকে বারটি মাস স্বপ্ন ঘেটে আশার হাটে হঠাৎ পেয়েছেন।"
২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ ভাই, এডিট করে নিয়েছি।
২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮
ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো হয়েছে
২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ, মাঝেমাঝে এসে জিরিয়ে যাবেন।।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
ভাবুক কবি বলেছেন: ভাল লিখেছেন
২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৮
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ কবিকে, মাঝেমাঝে এসে জিরিয়ে যাবেন।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০
সিক্ত শ্রাবণ বলেছেন: সবগুলোই দারুন ছিল!
২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯
গালিব আফসারৗ বলেছেন: দারুণ ধন্যবাদ আপনাকে।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
শামীম সরদার নিশু বলেছেন: পড়ে খুব ভালো লাগল।
শুভকামনা রইল
৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
শামীম সরদার নিশু বলেছেন: পড়ে খুব ভালো লাগল।
শুভকামনা রইল
২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
গালিব আফসারৗ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা কবি,
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১
মোস্তফা সোহেল বলেছেন: একই লেখা দুবার রিপিট হয়েছে এডিট করে দিন। লেখা ভালই লাগল।