নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

কোন এক \'তুমি\'র জন্য

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯


তুমি চাইলেই হয়ে যাই মেঘ, বাদল বরষা আকাশ
তুমি চাইলেই আমি কাশবন, শোরশরাবত বাতাস।

তুমি চাইলেই মুঠোভরা রোদ এনে দেই খোঁপাচুলে
তুমি চাইলেই রাতভরা তারা এনে দেই হেসেখেলে।

তুমি চাইলেই এই আমি হই এক দিনে একযুগ
তুমি চাইলেই এই আমি এই তোমার সর্বসুখ।

তুমি চাইলেই ক্লাসঘরে হই তোমার নতুন টিচার
দেখা হয়ে যায়, ভুল হয়ে যায়, হয়ে যায় কিছু আর

তুমি চাইলেই সাহারায় আমি অতোলান্তিক জল
তুমি চাইলেই মনপাহারায়, হই পাহাড়িয়া বীরবল।

তুমি চাইলেই নগরী ফাকা, নেই জ্যাম সাইরেন
তুমি চাইলেই নগরী নিঝুম, ফরেস্টির নীললেন।

তুমি চাইলেই আমি দূরে যাই, একা একা একঘর
বিনা বাতায়ন, 'তুমি'র দহন, আমি হই যাযাবর

আমি এখন তোমার চাওয়ায়, মৃত্যুবর্ণ শাঁই
সাত আকাশের কান্না আমি, তুমিই চেয়েছো তাই!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

গালিব আফসারৗ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.