![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রতি কোন অভিযোগ নেই
দূরে যাও, পাখিদের আলোকচক্রে
ভীনদেশী নক্ষত্রে বসে থাকো স্মৃতির উঠোন পেরিয়ে।
কাছে আসো, কবিদের কাল্পনিক প্রেমিকার ছায়াদেহ মাড়িয়ে।
হারিয়ে গেলে স্বস্তিক প্রথম ছোঁয়া
আমি কখনওই বলবো না, রেখে যাও অনুরত আকাশপথ।
জীবনের সফেদ নিঃশ্বসিত ভালোলাগারা হামাগুড়ি দিয়ে
ভুল করে চলে গেলে কখনো, আদর জড়ানো আঁচলায় বেঁধে নিও
জোছনার ফুল হয়ে ঝরা ভালোবাসারা চুপিচাপি কোন এক রাতে
ভুল করে চলে গেলে কখনো, আদর জড়ানো আঁচলায় বেঁধে নিও
এর বেশি কেউ চায়নি কখনো, কোন প্রেমিকার কাছে,
আর কিছু না রাখো, চাওয়াটা রেখে দিও।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১
গালিব আফসারৗ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়।♥
২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সত্যিই দারুন এক অনূভূতি িপ্রিয় কবিতা
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১
গালিব আফসারৗ বলেছেন: ভালোবাসা রইল প্রিয়।
৩| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ বেশ সুন্দর কবিতা।
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪
গালিব আফসারৗ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩
রাতুল_শাহ বলেছেন: আহা প্রেম, আহা প্রেমিকা, আহা জীবন।
তিনোটায় আছে, না-----