নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

I\'m not Bangladeshi, অযথার্থতা

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯



ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক 'আমি বাংলাদেশি নই' বলে যে মন্তব্য করেছেন তার সেই মন্তব্যে সমালোচনা করার মত কিছুই পেলাম না।
যদিও সাংবাদিকের মাতৃত্ব নিয়ে কথা বলার জন্য পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু সেটা ভিন্ন বিষয়।

টিউলিপ বাংলাদেশের না, তিনি ব্রিটিশ রাজনীতিক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে অপারগতা তার থাকতেই পারে আর এজন্যই তিনি বলেছেন I'm not Bangladeshi অর্থাৎ তিনি ব্রিটিশ এমপি, বাংলাদেশের এমপি নন।
তিনি তার বক্তব্যে কিন্তু স্পষ্টত উল্লেখ করেছেনই যে, "আমি লেবার পার্টি থেকে হ্যাম্পস্টিড ও কিলবার্নের এমপি, আমি ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য। এ বিষয়ে সতর্ক থাকুন। আমি বাংলাদেশের নাগরিক না। আর আপনি যে ব্যক্তির কথা বলছেন তার মামলা সম্পর্কে আমি কিছু জানি না।এখানেই আমার কথা শেষ।"

টিউলিপের কথার অ্যাংগেল না বুঝেই অযথা তাকে নিয়ে সমালোচনা করা মোটেই শোভনীয় নয়।

দুই বছর ধরে ইরানের কারাগারে বন্দি ব্রিটিশ নাগরিক র‍্যাটক্লিফ সেই এলাকার ভোটার যে এলাকার জনপ্রতিনিধি টিউলিপ সিদ্দিক, হ্যাম্পস্টেড।
তাই র‍্যাটক্লিফের মুক্তির দাবীর প্রচারণায় সামনের কাতার থেকে লিড দিয়ে যাচ্ছেন টিউলিপ।

অন্যদিকে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেমের ছেলে আহমদ বিন কাসেম গুম হন বাংলাদেশ থেকে।
চ্যানেল ফোরের প্রতিবেদক ওই প্রসঙ্গ তুললে টিউলিপ তার কাছে জানতে চান, তিনি (বিন কাসেম) ব্রিটেনের নাগরিক বা হ্যাম্পস্টিডের নাগরিক কি না? তিনি কোনোটাই নন। আর টিউলিপও বাংলাদেশের রাজনীতিক নন। তাই তিনি কিছুই বলতে পারেন না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথার সরমর্ম বুঝতে না পারলে যা হয়।
টিউলিপ সিদ্দিক একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টি এবং কো-অপারেটিপ পার্টির রাজনীতিবিদ। জন্ম সূত্রে তিনি বৃটেনের নাগরিক। কোনক্রমেই বাংলাদেশেী নন। তার জন্ম লন্ডনে। শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ সিদ্দিকী ১৯৮২ সালে লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। এর পূর্বে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন।
আইনানুগভাবে একজন ভিনদেশী মানুষ কি করে বাংলাদেশের কোন ব্যাপারে তার সিদ্ধান্ত দিবেন! অযথা ক্যাচাল করে মাঠ গরম করার দিন শেষ। আমি টিউলিপ সিদ্দিক এর বক্তব্যকে পূর্ণ সমর্থন জানাই। She is not Bangladeshi

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

গালিব আফসারৗ বলেছেন: ঠিক বলেছেন প্রিয়। আর তথ্যগুলা পাঠকের কাজে লাগবে, অসংখ্য ধন্যবাদ।

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: টিউলিপ জন্মগতভাবে ব্রিটিশের নাগরিক।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

গালিব আফসারৗ বলেছেন: হুম। কিন্তু এদেশের কিছু বেহায়া ফেবু চেতনাধারী এটাকে নিয়ে নেংটো নাচন নাচতেছে।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

আখেনাটেন বলেছেন: বাংলাদেশী বংশদ্ভূোত আর বাংলাদেশী যে এক নয় এটা অনেকেই বুঝতে পারে না। ফলেই যত গণ্ডগোল। একটি ইস্যু পেলেই হলো। আর এই সাংবাদিকদেরও জ্ঞানের বহর দেখলেও হাসি পায়।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

গালিব আফসারৗ বলেছেন: ইস্যুবাজ বলে কথা, কথার পেছনের অর্থ ধরতে পারেনা, আসে ইস্যু ফাঁদতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.