![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি হয় এমন
যদি বলি, মৃত্যুর মত নিঃশেষ হয়ে যাই!
কিছুদিন হয়ত খুঁজবে, ফোন স্ক্রল করে করে
পাবেনা পুরোনো নিশ্বাস ছাড়া কিছুই।
কিছুক্ষণ ভাববে, আমি হয়ত একটি জানালা ছিলাম
কিংবা জানলায় বসা কাকসদৃশ কোকিল।
হয়ত ভাববে আমি ছিলাম তোমার দুঃস্বপ্নের সারাংশ
হয়ত ছিলাম তোমার প্রিয় কলমের নিব, হারালে
যতটুকু মন খারাপ হয়।
তোমার আস্তিনের আয়নায় ডানা। অসন্তুষ্ট বিড়ালছানা।
কতকিছুই ভাববে, এরপরে ভাববেনা কখনো আর
আমি
মৃত্যুর মতো নিঃশেষ হয়ে যাই, নিঃশব্দে
০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
গালিব আফসারৗ বলেছেন: মন্তব্যের জন্য ভালোবাসা
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬
মৌমুমু বলেছেন: যদিও মৃত্যু কামনা করা ঠিক নয় তবুও পরিস্তিতি আমাদের বাধ্য করে এমনটা ভাবাতে।
মানুষগুলো বেঁচে থাকতে দাম দেয়না কিন্ত মরে যাবার পর কত ভালোবাসা!!!
চাইনা এমন ভালোবাসা। বেঁচে থাকতে ভালোবাসো, মরে গেলে মিথ্যে শোকের প্রয়োজন নেই।
চমৎকার লিখেছেন ভাইয়া।
ভালো থাকবেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
গালিব আফসারৗ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।
ভালোবাসারাই বেঁচে থাকুক
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বড়ই আক্ষপেরে আর বেদনার প্রকাশ
হৃদয় ছেড়া শুন্যতা মাখা হাহাকার
অমরত্বের অসীম তৃষ্ণায় শুন্যানুভবের তীব্র মাত্রা
++++
০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩
গালিব আফসারৗ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
তিহাম বলেছেন: নিঃশব্দে নিরবে আমরা সবাই চলে যাবো, টিকে থাকবে ভার্চুয়াল জগতের এই লিখাগুলো ।
সুন্দর হয়েছে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
গালিব আফসারৗ বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানাই প্রিয়। ভালো থাকবেন।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: মৃত্যুময় কবিতায় ভাললাগা রেখে গেলাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
গালিব আফসারৗ বলেছেন: ভালোবাসা নিরন্তর, প্রিয়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।