নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫



-ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা
-গালিব আফসারী

চোখ খুলে দেখো
দিলখোশ বাতাসে উড়িয়ে নেই প্রেমের পত্রালি,
মন খুলে দেখো
মেঘনীল অবনীতে জরিয়ে নেই গোপন অঞ্জলি।

নীলাচলে বেঁধে রাখা আদরে
নরম ঠোঁটে ঢাকা চাদরে
আধডুব ব্যথাতুর সরোবরে মিলি;

ইলা, জীবন খুলে নাও তুমি
বামপিঠে লেগে থাকা ছোট্ট তিলে
আমাকে বেঁধে নাও তুমি
দিলখোশ বাতাসে উড়িয়ে প্রেমের পত্রালি।

পার্কের আঁধারে দুষ্টু লালা
লিপকিসে গেঁথে যায় মিথ্যে মালা
আধডুব ব্যথাতুর সরোবরে মিলি;

ইলা, জীবন খুলে নাও তুমি
এইবুকে নিশ্বাস ফেলে, উষ্ণবীর্যে
আমাকে বেঁধে নাও তুমি
দিলখোশ বাতাসে উড়িয়ে প্রেমের পত্রালি।

ওড়নায় লুকিয়ে দুঃখের কারণ
অযথা বারবার করো যে বারণ
আধডুব ব্যথাতুর সরোবরে মিলি;

ইলা, জীবন খুলে নাও তুমি
লজ্জার সঞ্চয় এই হাতে দিয়ে
আমাকে বেঁধে নাও তুমি
দিলখোশ বাতাসে উড়িয়ে প্রেমের পত্রালি

(কবিতাটি বইমেলা-২০১৭ তে প্রকাশিত আমার প্রথম কাব্যগ্রন্থ "ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা" এর নামকবিতা।"

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

ডায়োজেনিস বলেছেন: অসাধারণ লিখেছেন। ভালো লাগলো খুব।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

গালিব আফসারৗ বলেছেন: ভালোবাসা নিবেন।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবি- কাব্য অচলিল অচলিল ;) হা হা হা :P

কবিতা এক দারুন মাধ্যম ভাবনার গহন ভাবনা প্রকাশের।

ইলা কাব্যে মুগ্ধতা কবি। :) দারুন রোমাঞ্চকর কাব্য ।

++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

গালিব আফসারৗ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভাই। রোমাঞ্চিত ভালোবাসা রইল।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

ডায়োজেনিস বলেছেন: আর হ্যা, বইটি পড়তে চাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

গালিব আফসারৗ বলেছেন: বইমেলায় আসলে বলবেন ভাই।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

শাহ আজিজ বলেছেন: আহা , শীৎকারে ভেসে যায় তাবৎ অশ্লীলতা জেগে ওঠে সপ্তম বোধ সুখভরা জবা ফুলের রঙে , জীবন - সঙ্গম হয়কি এমন আনন্দের??

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

গালিব আফসারৗ বলেছেন: আনন্দ একটা শব্দ মাত্র, ভেসে যাওয়া অশ্লীলতারাও জানেনা একটি জীবন-সঙ্গম কতোগুলো জীবনের উপাদেয় :)
ধন্যবাদ আজিজ ভাই, মন্তব্যের জন্য।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
আপনার কবিতা পড়ে আমি উৎসাহ পেলাম।
এখন আমি একটি কবিতা লিখব।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২

গালিব আফসারৗ বলেছেন: আপনার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম রাজীব ভাই।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

আহমেদ জী এস বলেছেন: গালিব আফসারৗ ,




তেমন আহামরি লাগেনি, একই কথা প্রতি ছত্রশেষে আসাতে । তবে ব্যঞ্জনা আছে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫

গালিব আফসারৗ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আহমেদ ভাই, সমালোচনার জন্য। তবে প্রতি ছত্রশেষে একই কথা রেখে অবশ্য আমার কাছে ভালোই লেগেছে।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

পলাশবাবা বলেছেন: ৫ম ও ১০ম লাইনে বেধে বানানে চন্দ্রবিন্দু না দেখে ভেবেছি কবির বাংলা কম্পোজে সমস্যা হয়েছে.।.। ১৭ তম আর ২৪ তম লাইনে আবার চন্দ্রবিন্দু সহ বেধে .। আমি তো কনফিউজড.। আচ্ছা এই পার্থক্যের তাৎপর্য টা কি ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

গালিব আফসারৗ বলেছেন: এখানে টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। তাৎপর্য কিছুনা ভাই।ধন্যবাদ দেখিয়ে দেয়ার জন্য

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

জাহিদ অনিক বলেছেন:



কোথাও কোন অশ্লীলতা ও ভালোবাসা দেখতে পাচ্ছি না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

গালিব আফসারৗ বলেছেন: কাব্যিক দৃষ্টি, দেখতে পাওয়া অপরাধ :)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

ইফতি সৌরভ বলেছেন: ব্যাপক!!! ইলা দুষ্টু লালা এবং মিথ্যে মালায় সরোবরে মিলে একেবারে জীবন খুলে দিল =p~ সুন্দর হয়েছে, ছবি সিলেকশনটা খুব প্রাসঙ্গিক বটে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

গালিব আফসারৗ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সুন্দর আর প্রাসঙ্গিকতা থেকে যাক

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৬

মুহামম্াদ হুসাইন বিল্‌লাহ বলেছেন: সুন্দর লিখেছেন প্রিয় কবি।
শুভকামনা রইলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১

গালিব আফসারৗ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

সাইন বোর্ড বলেছেন: এ ধরনের কবিতায় কবির একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে কবিতার কক্তব্যের মধ্য দিয়েই খুব সুক্ষভাবে তা ধরা পড়ে, তো এ ক্ষেত্রে অাপনার দৃষ্টিভঙ্গিটা কি ? ভালবাসাটাকে অাপনি কি ঐ ছবিটার মতো করে দেখতে চান, না অন্য ভাবে ? কবিতায় কোন বার্তা স্পষ্ট নয় ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৮

গালিব আফসারৗ বলেছেন: বার্তা পাঠক যেভাবে নেয়, তাই।
কবির কাজ লেখা, মর্মার্থ খুঁজে দেয়া না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: জীবন খুলে নাও তুমি - ভালো একটা লাইন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৬

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ কবিভাই

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: লিখতে থাকুন !!! :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭

গালিব আফসারৗ বলেছেন: জি ভাই, পাশে থাকবেন।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:



অনেক কিছুই আছে।তবে পুনরাবৃত্তি একটু বেশি! সবে মিলে ভালই! শুভেচ্ছা কবি!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

গালিব আফসারৗ বলেছেন: মন্তব্যের জন্য ভালোবাসা।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪১

লাবিব ফয়সাল বলেছেন: ভালো লেগেছে...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

গালিব আফসারৗ বলেছেন: ভালোবাসা নিবেন।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

রেবন্ত বলেছেন: চমৎকার লিখেছেন ভাই। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৪

গালিব আফসারৗ বলেছেন: অনেক ভালোবাসা নিবেন ভাই, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.