![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অণুগল্পঃ চিরকুটে অচেনাজীবন
গালিব আফসারী
সকালে ব্রেকফাস্ট না সেরেই তাড়াহুড়ো করে ভার্সিটি এসেছি। ম্যামের ক্লাস শেষে তাই রেভেনাসে এসে নুডুলস খাচ্ছিলাম। একা। দোকানটার বামপাশে তখন শুধু আমি, সামনে আর ডানপাশটায় কিছু ছেলেমেয়ে গল্প করছিলো।
দ্রুত খাচ্ছিলাম, ক্লাস এখনি শুরু হবে।
হঠাৎ আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। লাল জামা পড়া, একগাছি লালচুড়িতে হাত রাঙানো, ভীত হরিণীর মতো চোখদুটোয় যেন সমুদ্রের সব জল খেলা করছে।
মেয়েটাকে চিনিনা, চোখের দিকে তাকালাম, যেন বেশ অস্বস্তিতে আছে, ভীত। বললাম, কিছু বলবেন?
চুড়ি পড়া কম্পিত হাতে তখন আমার দিকে ও একটা চিরকুট এগিয়ে ধরলো। তারপর আর কিছু না বলেই ঘুরে দাঁড়িয়ে চলে গেলো। তার চলে যাওয়া পথের দিকে কিছুক্ষণ অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। যেন বসন্তের সব ফুল তার পিছুপিছু চলে গেলো।
কি লিখেছে ও? চিরকুট টা মেলে ধরলাম,
"আগামী একমাসের ভিতর ওজন ৫ কেজি বাড়াবেন, আপনার প্রয়োজনে না হোক, আমার প্রয়োজনেই। এত শুকনা মানুষ হয় নাকি, হুহ?
আপনার সাথে সব জনমে সব সময়ের সঙ্গী হবো , অন্যকারো কথা ভাবলে ভাবনায় ঢুকে খুন করে ফেলবো কিন্তু।
-ফার্স্ট ইয়ার।"
চিরকুট পড়ে মাথাটা যেন খালি হয়ে গেলো, মাথার ভিতর শুধু ঐ চলে যাওয়া লাল মেয়েটির চেহারা, চিরকুটের কয়েকটি শব্দ, আর ফার্স্ট ইয়ার কথাটা ঘুরপাক খাচ্ছে।
কে ও? খুঁজবো কোথায়? আচ্ছা, আজ রাতে আমার ঘুম হবে? জোছনাঝরা সেই নিঝুম আঁখির দহনে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রেভেনাস কী? ক্যাফেটেরিয়া জাতীয় কিছু?
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রেভেনাস কী? ক্যাফেটেরিয়া জাতীয় কিছু?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
গালিব আফসারৗ বলেছেন: জি, ক্যাফেটেরিয়ার মতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অনুগ্রহ করে ৩, ৪ নং মন্তব্যে মুছে দিন।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: (অণু)গল্প না হলে খুশী হতাম। এইটা বাস্তব হিসেবে অভাবনীয়।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
রুদ্র নাহিদ বলেছেন: ফার্স্ট ইয়ারের মেয়েদের দেখলেই বুকে কেমন যেন লাগে। কেউ বুঝে না। সবাই বলে গ্যাস্ট্রিকের ব্যথা।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫
মাআইপা বলেছেন: বাহ্ দারুন তো !!!!!!!!!!!!!!
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: বাস্তব এটা ! বাহ দারুন ।
৫ কেজি তবে বাড়িয়ে ফেলুন।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
দিপু দিপু বলেছেন: ভাল লাগলো।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ভালো লাগলো।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
*** হিমুরাইজ *** বলেছেন: গল্প ভাল হয়েছে।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬
খাঁজা বাবা বলেছেন: মেয়েরা প্রপোজ করে কখনো?
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
আহমেদ জী এস বলেছেন: গালিব আফসারৗ ,
এমন রিনিঝিনি ঝংকার ওঠা হাতের চিরকুটওয়ালীকে কোথায় খুঁজবেন মানে ???? দরকার হলে শত শতবার জনম নেবেন । খুঁজবেন আকাশ - মর্ত -পাতাল- সমুদ্র ।
প্রিয়ার একটি কালো তিলের জন্যে কবি যদি পারস্য, সমরখন্দ পর্যন্ত বিলিয়ে দিতে পারেন তবে জোছনা ঝরা একটি নিঝুম আঁখির দহনে পোড়ার জন্যে আপনি সহস্র বছরের ঘুম হারাম করতে পারবেন না ????? এই সাহস নিয়ে আবার অচেনা জীবনে ঝাঁপ দেয়ার কথা ভাবছেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
খুব চমৎকার আর চকিত একটি গল্প ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: বাহ !! বেশ রোম্যান্টিক সারপ্রাইজ !!