![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-জল-জোছনায় বৃষ্টি চাই
-গালিব আফসারী
আর কতদিন বাঁচতে হবে? এভাবে?
বৃষ্টি নেই, বৃষ্টি ছাড়া যায় কি বাঁচা
যায় কি বাঁচা? শুষ্কহৃদয়, শুষ্কপ্রায় জীবন জরা
আর কতদিন থাকতে হবে বৃষ্টি ছাড়া?
বৃষ্টি ছাড়া মন মরু হয়, বন মরে যায়, ক্ষণ ঝরে যায়
বৃষ্টি ছাড়া সব ক্ষয়ে যায়। সব বয়ে যায়। শেষ হয়ে যায়।
জল জোছনার রাত্রি জুড়ে বৃষ্টি নেই, বৃষ্টি নেই
ছল জলচর মৎস্যখামার, ছাতি নেই
কাদামাখা পিছলে যাওয়া রাতি নেই, বৃষ্টি নেই
মেঠোপথে এঁটোকাঁটা পানি নেই, প্রায় ডুবন্ত দিঘী নেই
বৃষ্টি নেই।
বৃষ্টি ছাড়া যায় কি বাঁচা, এভাবে?
যেমন মাছ জল ছাড়া তার স্বভাবে,
আর কতদিন বাঁচতে হবে, এভাবে
আর কতদিন....
আর কতদিন?
যেমন পাখি ডানা ছাড়া, এই স্বভাবে?
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৩
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
দশে আট দিলাম।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+