![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটা হয়ত অনেকেই আগে শুনে থাকতে পারেন। এক বুড়ি পুলিশের কাছে অভিযোগ করে কইলো, তার সামনের ফ্লাটের এক বুইড়া ঘরের ভিত্রে ন্যাংটো হয়ে চলাফেরা করে। এই অশ্লীল কাণ্ডখানা দেখে বুড়ি নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। বুড়োর শাস্তি হওনের দরকার বলে তিনি মনে করেন।
তখন পুলিশ বুড়ির বাসায় এসে জিগাইলো, কোথায় সেই অসভ্য বুড়োটার ঘর? এখনো কি সে এমন অশ্লীলতা করতেই আছে?
বুড়ি উত্তর দিলো, ড্রইংরুম থেইকা বুড়ার ঘর দেখা যায়না, বাথরুমে যাইতে হবে আমাগো।
তো পুলিশ বাধরুমে গেলো। বাধরুমের জানালা উঁচুতে। কিছুতেই দেখা যায়না। তখন বুড়ি কইলো, একটা টুল লাগবো। টুলে উঠে দাঁড়াইলেই বুড়োটার অসভ্যতা দেখা যাইবো!
গেই সময়ে গল্পটা অনে-ক কিছুর সাথেই প্রাসঙ্গিক। আমি বললাম না। আপনেরা জ্ঞানীগুণী মানুষ, বুইঝা লন।
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৯
গালিব আফসারৗ বলেছেন: হ্যা।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৫
আবু তালেব শেখ বলেছেন: উদাহরণ যাই হোক গল্পটা বেশ