![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষা - সকালবেলার কবিতা
গালিব আফসারী
এই সকাল
বাইরে থেকে জানলা খুলে ঢুকে পড়া রোদ্দুর
বিছানায় শুয়ে আছে রাত্রির অবসাদ
ম্লান হয়ে যাওয়া স্বপ্নের তাবির খুঁজতে খুঁজতে, অকস্মাৎ
চোখ খুলে দেখি, এই সকাল
শুধু একটা সকাল নয়
বারো যুগ বিরহ বর্ষণে ঢল নামা
শেষাংশ, ইঙ্গিত দিয়ে যায় বাইরে প্রচুর আলো
আমি বুঝতে পারি, এই সকাল
শুধু একটা সকাল নয়, বাইরে প্রচুর আলো
বারো যুগ বিরহ বর্ষণের অবসান, অথচ
আমি আবারো চোখ বুজে ফেলি,
অন্ধকার আসুক, ঢল নামা বিরহ বর্ষণে
একা একা ঘুম থেকে ওঠা বড্ড বেশি কষ্টের,
তাই অপেক্ষা, রাত্রির
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৬
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ ভাই। একা ঘুম থেকে উঠা কষ্টের, কেউ না তুলে দেয়ার থাকলে
২| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৫
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৬
নতুন বিচারক বলেছেন: বেশ সুন্দর লিখা।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৬
কবীর হুমায়ূন বলেছেন: সকালের স্নিগ্ধতায় বিরহ যাতনা সুখের ভেতরে কষ্টের আমেজ!
ভালো লিখেছেন কবি।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৮
গালিব আফসারৗ বলেছেন: ভালোবাসা নিবেন।
৫| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: যাতনা কাটুক দ্রুত,আসুক নুতন ভোর, কবির দেহ মনে।
শুভেচ্ছা অনন্ত।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৮
গালিব আফসারৗ বলেছেন: ভালোবাসা নিবেন।
৬| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫০
এম এল গনি বলেছেন: সুন্দর।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৯
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ।
৭| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৯
গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: জটিল কবিতা, একা থাকতে ভালোবাসেন অথচ একা ঘুম থেকে উঠা কষ্টের মনে হয় আপনার কাছে। শুভেচ্ছা জানিয়ে গেলাম ভাই।