নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

বৈশাখী হাওয়ায় মেশানো কাব্য

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪


আগামী দিন নববর্ষের হাওয়ায় আমি হয়ত তোমাকে দেখবো, কেননা
হাওয়া তোমার নামে নেশা মিশিয়ে রাখে। তুমি তাই নেশাই হয়ে ওঠো, এ রকম দিনে,
বৈশাখের দিনে।
দিনগুলো ফাঁকা ফাঁকা। দিনগুলো খুব লোনলি লোনলি।
এর নাম বৈশাখী দিন। কোথায় রাখি এই দিনগুলো?

এ রকম দিনেও আমি দেখি, তুমি ছাড়া আর সবকিছু আছে।
ফুল আছে, হাওয়ার বাঁশি আছে, প্রধান অতিথি কোকিল আছে,
গাছে গাছের পাতা ঝরা আছে,
নৈশবারান্দার প্রান্তে শেষরাতেও আমার একা দাঁড়িয়ে থাকা আছে_ কিন্তু তুমি কোথায়?

জানো তো, এ বৈশাখে
এ সময় তোমাকে ছাড়া বাঁচা মানে বেঁচে থাকা নয়,
এ সময় তোমাকে না দেখে থাকা মানে অন্ধ থাকার শামিল,
এ সময় তোমাকে ছুঁয়ে না থাকা মানে আমার হাতই নেই।
এ সময়, বৈশাখী সময়। এ সময় তুমি কোথায়? কত দূরে?
এই দূরত্ব কি আমার জন্য মহাশাস্তি নয়?
আমাকে কি নির্বাসন দিয়েছ তুমি, নিজেও নিয়েছ নির্বাসন?


© গালিব আফসারীর কবিতা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২১

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লেগেছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.