নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহর একটি ডাস্টবিনের নাম

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১০



আজ সকালবেলা বাইরে বের হয়েছি, পরীক্ষা; পড়ার কিছু নেই। বন্ধুদের থেকে শীট কালেক্ট করতে হবে। হাটছি, এদিকে ব্রেকফাস্ট হয়নি। তো, লক্ষ্মীবাজারের একটা টং দোকানে চায়ের সাথে পাউরুটি আর কলা খেলাম। খাওয়া শেষে কলার খোসা আর পাউরুটির প্যাকেট ফেলার জন্য আশেপাশে ডাস্টবিন খুঁজলাম, পেলাম না।

ফেললে রাস্তাতেই ফেলতে হয়, কিন্তু মন সায় দিলোনা। ময়লা হাতে নিয়ে হাটছি, আর খুঁজছি কোথায় ডাস্টবিন পাওয়া যায়। অনেকদূর হাটলাম, নাহ; পুরো এলাকায় ডাস্টবিন চোখে পড়লো না। অগত্যা রাস্তার সাইডেই তা ফেলতে হলো।

এই শহরের মেয়র নির্বাচিত হওয়ার পর ঢাকায় রাস্তার পাশে পাশে অনেক ডাস্টবিন লাগিয়েছিলেন। কিন্তু বেশি দিন সেগুলো টেকেনি। শুরুর দিকে দেখা গেছে ডাস্টবিন ফাঁকা, আশপাশে ময়লার ভাগাড়। আস্তে আস্তে সেই ডাস্টবিনগুলোও হারিয়ে গেছে। এখন গোটা শহরই খোলা ডাস্টবিন।

এইতো পয়লা বৈশাখের আগের দিন, ৩০ হাজার নাগরিক নিয়ে সাঈদ খোকন প্রতীকী পরিচ্ছন্নতার সমাবেশ করে রেকর্ড করলেন, কিন্তু তা শুধু প্রতীকী-ই, বাস্তবতা পাবেনা এই শহরের মানুষের কাছে। গোটা এই শহরটাই ডাস্টবিন হয়ে থাকবে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা চাইলেই শহরকে সুন্দর রাখতে পারি।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

গালিব আফসারৗ বলেছেন: প্রত্যেকের নিজ অবস্থান থেকে সচেতন হওয়া উচিত।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: মহানগরের এহেন দৃশ্যে কষ্ট পেলাম।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

গালিব আফসারৗ বলেছেন: খুব করুণ দৃশ্য।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকা এখন সবচেয়ে খারাপ রাজধানী...

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

গালিব আফসারৗ বলেছেন: লজ্জার।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:


এজন্য ঢাকা পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য নগরী!!!!!

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

গালিব আফসারৗ বলেছেন: হা হা হা :)

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: গালিব আফসারৗ ,




আসলে মানুষের খাসলতই ডাষ্টবিনের চেয়েও নোংরা ।
এ তো রাস্তার উপরের ময়লা , আসল ময়লা তো আমাদের চরিত্রে , শিক্ষাদীক্ষায় , চলনে-বলনে, কাজে-কামে ...................

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

গালিব আফসারৗ বলেছেন: নিজেদের আগে,পরিষ্কার হতে হবে, তারপর এই রাস্তা, শহর।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮

তারেক ফাহিম বলেছেন: জিএস ভাইয়ার মন্তব্য ভালো লাগলো

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক কই???

সবাইকে সচেতন হতে হবে।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

গালিব আফসারৗ বলেছেন: এইতো আছি।

আগে নিজেদের সচেতনতা, তারপর। মেয়র হাজার চেষ্টা করলেও এই শহর ঠিক হবেনা, যদি না নাগরিকেরা সচেতন হয়।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: ঢাকা শহর কিন্তু বদলাতে শুরু করেছে। গুলশান বনানী এলাকার ফুটপাত গুলো দেখেছেন কি সুন্দর!!

সব এলাকাই ধীরে ধীরে সুন্দর হচ্ছে।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

গালিব আফসারৗ বলেছেন: হ্যা, ওদিকটা হচ্ছে একটু। কিন্তু পুরাণ ঢাকার অবস্থা খুব খারাপ।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২৭

শামচুল হক বলেছেন: আমাদের অভ্যাস পাল্টাতে হবে।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভার্সিটির ঐ দিকে রাস্তায় ময়লা পড়ে থাকে, আর আপনার প্রতিদিন তা চোখে পড়ে তাই না?
একটা গল্প লিখেছি, আপনার মতামত একান্ত কাম্য
শহুরে গাছ

১১| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার এই লেখাটির শিরোনামই আমার মন্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.