![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- জবিতে চলছে চরম মাত্রার সার্কাস।
★ ছাত্রী নির্যাতনের ঘটনার মাত্র ৪ দিনের মাথায় এ খবর শিক্ষামন্ত্রীর কানে যায়, মন্ত্রী এ ব্যপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বলেন। এ প্রেক্ষিতে সেদিনই দোষী শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়। এবং তদন্ত কমিটি করে দেয়া হয়।
★ প্রথম তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ আচরণ করে, ছাত্রী দুজনকে হয়রানি করে। এই কমিটি বাদ দিয়ে তখন আরেকটা উচ্চতর কমিটি গঠন করা হয়।
★ আর এই উচ্চতর তদন্ত কমিটি নিজেই ঐ দোষী শিক্ষককে ক্ষমা করার জন্য সুপারিশ করেছিলো। কত্ত বড় আস্পর্ধা!
★ নির্যাতিত ঐ দুই ছাত্রী বলেন; খোদ তদন্ত কমিটি তাদের মানসিকভাবে যথেষ্ট নির্যাতন করেছে, কোথায় কোথায় হাত দিয়েছে তা দেখাতে বলেছে, কিভাবে কি করেছে তা বলতে হয়েছে, অপ্রীতিকর কথাও বলেছে। ছাত্রীরা কমিটির এই কর্মকান্ড ভিসিকে অবহিত করেন।
★ ভিসি স্যার ঐ তদন্ত কমিটির এমন আচরণে ঐ কমিটি বাতিলের আশ্বাস দেন।
★ কিন্তু এই ভিসি-ই পরে এই তদন্ত কমিটি দিয়েই দোষী শিক্ষকের বিচার করেন, শাস্তি; আদর করে তিরস্কার করা।
যে ভিসি বললেন তদন্ত কমিটি বাতিল করবেন, মানে ঐ কমিটি প্রশ্নবিদ্ধ তা প্রামাণিত, সেই কমিটি দিয়েই কিভাবে বিচার হয়?
★ আর তাছাড়া ঐ শিক্ষকের সব দোষ যেহেতু প্রমাণ হয়েই গেছে, তিনি দুই ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন এটা খুবই স্পষ্ট সবার কাছেই। সেখানে কিভাবে যৌন নির্যাতনের শাস্তি শুধুমাত্র "একটুখানি আদর করে বকে দেয়া" হয়?
যেখানে এর আগে এই জবিতেই ছাত্রী নির্যাতনের অভিযোগে শিক্ষককে চাকরীচ্যুত করা হয়েছে।
হাউ সেলুকাস!
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩
ক্স বলেছেন: ভিসি জাতটাই মনে হয় এরকম। জাবি ভিসি আনোয়ার ও শরীফ এনামুল নানারকম সার্কাস দেখিয়ে বিখ্যাত হয়েছিলেন। ঢাবি ভিসি আমাশা ও আখতারুজ্জামানও তো কম দেখাননি। তাহলে জবি ভিসির আর দোষ কি?
তাছাড়া ঐ শিক্ষকদের দোষই বা কি? একটু গায়ে হাত দিয়েছে - আদর তো আর করেনি! আদর করলেই বা কি? শিক্ষক পিতৃসম। এসব আজেবাজে চিন্তা মাথায় আনতে নেই। মেয়ে মনে করে একটু আধটু আদর তো করতেই পারেন।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩
রোকনুজ্জামান খান বলেছেন: পন্ডিত দের সংখ্য বেড়ে গেছে..
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্তব্য নিঃস্প্রয়োজন !!
৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: ছোটভাইকে বললাম একজন সুখী মানুষ চেনার লক্ষণগুলো কী কী.. ছোটভাই বললো আপাতত চারটা লক্ষণ বলি; ১. যার ব্যক্তি বা ব্যাঙ্কের কাছে বড় কোনো ঋণ নেই.. ২. যার ঘুমাতে যাওয়া বা ঘুম থেকে ওঠার কোনো টাইম টেবিল নেই.. ৩. যাকে কখনো ছুটির দরখাস্ত করতে হয় না.. ৪. যিনি বিবাহিত হয়েও অবিবাহিত বা অবিবাহিত হয়েও বিবাহিতের মত জীবন যাপন করেন..
৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০১
তারেক_মাহমুদ বলেছেন: সব সম্ভবের দেশ এইটা
৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন: পিওর সেলুকাস!
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই!! শুধু জবিতেই নয়, সার্কাস দেশের সর্বত্রই। এই দুঃখেই বাইরে যাচ্ছি। বনের মহিষ তাড়াতে গিয়ে খালি গুতা খেতে হয়।।