![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরেট পল্লীতে বসবাস করি
মেঠো পথ,প্রকৃত্রির প্রান্ত ছুয়ে
চলতে চলতে পথিকের মতো
পথ হারিয়ে,সারাদিন খুজে
হয়রান হয়ে তীব্র বিরক্ত যখন
তখন মিডিয়া বলছে-
আজ ফাগুনের রং নাকি
সমস্ত জনপদকে তাতিয়ে দিয়েছে।
অবশ্য চশমা ছাড়া দুরে দেখতে
কোন সমস্যা নাই, টিভিও দেখি দিব্যি
সময়,সৌভাগ্য প্রসন্ন হলে
হয়তো চশমা চোখে আরও সুন্দর
ফাগুনের শোভা দেখবো পত্রিকায়
প্রকৃতির কোল ঘেষে বসে,
আরেকবার সব মিলানোর চেষ্টা করে
পরের দিন হাজির হবো,
যদি ফাগুনের রং খুজে পাই।(সংক্ষিপ্ত)
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: গ্রামে ফাগুনের রঙ গাছে গাছে, শহরে গায়ে গায়ে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২০
ইব্রাহীম আই কে বলেছেন: ফাগুনের রঙ এখন পল্লীতে আর হোটেল রুমে বেশি দেখা যায়!